TOP 3:  বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নাক কাটাবেন এই ৩ খেলোয়াড়, হয়ে উঠবেন দলের বোঝা !! 1

TOP 3: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। ঘরের মাঠে ভারতের সামনে চ্যালেঞ্জ নিজেদের দাপট বজায় রাখা। অন্যদিকে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ চাইছে টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধেও একটা অঘটন ঘটাতে। ২০১২ সাল থেকে দেশের মাঠে একটিও টেস্ট সিরিজ হারে নি ‘মেন ইন ব্লু।’ ১২ বছর পরেও সেই রেকর্ড খোয়াতে রাজী নয় তারা। রোহিত (Rohit Sharma), বুমরাহ’রা (Jasprit Bumrah) সর্বস্ব দিয়ে চেষ্টা করবেন প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়ে সিরিজ হাতের মুঠোয় নিতে। কিন্তু তা সত্ত্বেও সমর্থকদের চিন্তায় রেখেছে তিন মহাতারকা ক্রিকেটারের ফর্ম সংক্রান্ত অনিশ্চয়তা। তাঁদের ব্যর্থতা ডুবিয়ে দিতে পারে দল’কে, মনে করছে ক্রিকেটমহল।

Read More: বাবার মান রাখলেন অর্জুন তেন্ডুলকর, এক ম্যাচেই তুলে নিলেন ৯ উইকেট !!

কে এল রাহুল-

KL Rahul | IND vs BAN | Image: Twitter
KL Rahul | Image: Twitter

তালিকায় নাম থাকবে কে এল রাহুলের (KL Rahul)। কর্ণাটকের ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন চোটের কবলে পড়েছিলেন। তারপর ছিটকে যান সম্পূর্ণ সিরিজ থেকে। প্রায় ছয় মাস পর লাল বলের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। তাঁর অভিজ্ঞতাকে স্বীকৃতি দিয়ে সরফরাজ খানের বদলে রাহুলকেই অগ্রাধিকার দিচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। অগস্টে শ্রীলঙ্কা সফরে দুটি একদিনের ম্যাচ খেলেছিলেন রাহুল। সাবলীল লাগে নি তাঁকে। দ্বিতীয় ম্যাচটিতে শূন্য করে সাজঘরে ফেরায় তৃতীয় ওডিআই-তে তাঁকে বাদই দিয়েছিলেন কোচ গম্ভীর। সম্প্রতি দলীপ ট্রফি’র ম্যাচে ভারত-এ’র হয়ে নেমেছিলেন। আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি। দ্বিতীয় ইনিংসে একটি অর্ধশতক করলেও নড়বড়ে লেগেছে তাঁকে। এই অবস্থা বাংলাদেশের বিরুদ্ধেও (IND vs BAN) দেখা দিলে নিঃসন্দেহে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া।

মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় নাম হতে পারে মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। বল হাতে গত বছরটা বেশ ভালো কেটেছে সিরাজের। টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০, তিন ফর্ম্যাটেই সেরা ছন্দে ছিলেন তিনি। কিন্তু হায়দ্রাবাদী পেসার ২০২৪-এর শুরু থেকেই কেমন যেন ম্রিয়মান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বুমরাহ’র ছায়ায় ঢাকা পড়েছিলেন। একই অবস্থা দেখা যায় টি-২০ বিশ্বকাপে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ও ওডিআইতেও নিজেকে মেলে ধরতে পারেন নি তিনি। কলম্বোতে একটি ম্যাচে ১০ ওভারে ৭৮ রান অবধি খরচ করেছিলেন। অফ ফর্মের সাথে যোগ হয়েছে অসুস্থতাও। দলীপ ট্রফি (Duleep Trophy) খেলতে পারেন নি তিনি। সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট ম্যাচ দিয়েই ক্রিকেটে ফেরার কথা রয়েছে হায়দ্রাবাদী পেসারের। তিনি আদৌ কতটা প্রস্তুত তা নিয়ে সন্দেহ রয়েই গিয়েছে ক্রিকেটমহলের।

বিরাট কোহলি-

Virat Kohli | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

তালিকার তৃতীয় নামটি হতে পারে বিরাট কোহলির (Virat Kohli)। আইপিএলে ‘অরেঞ্জ ক্যাপ’ জেতার পর থেকেই নিম্নগামী তাঁর ফর্মের গ্রাফ। টি-২০ বিশ্বকাপে রীতিমত হতাশ করেছেন তিনি। একমাত্র ফাইনালে মন্থর ৭৬ রানের ইনিংসটি ছাড়া কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচেও দেখা গিয়েছে ব্যর্থতার ছবিই। তিন ম্যাচে করেছেন ২৪, ১৪ ও ২০। এছাড়াও টেস্ট থেকে দীর্ঘ সময় দূরে থাকাও বিরাট’কে (Virat Kohli) নিয়ে চিন্তা বাড়িয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের ফর্ম্যাটে শেষ দেখা গিয়েছিলো তাঁকে। পুত্র অকায়ের জন্মের কারণে খেলেন নি ইংল্যান্ড সিরিজ। আট মাসের বিরতির পর ফিরে কত দ্রুত মানিয়ে নিতে পারেন তার উপরেই নির্ভর করবে তাঁর সাফল্য-ব্যর্থতা। মেহদী, শাকিব, তাইজুলদের কেমন করে সামলান, তা দেখতেই মুখিয়ে সকলে।

Also Read: IND vs BAN 1st Test: বৃষ্টির চোখরাঙানিতে থমকে যাবে টেস্ট? কেমন থাকবে চেন্নাইয়ের আবহাওয়া? জানুন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *