IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম দলে সুযোগই পাবেন না এই তিন তারকা ক্রিকেটার, সময় কাটবে রিজার্ভ বেঞ্চে বসেই !! 1
Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

IND vs BAN: রবিবার শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর। ওই দিনই রয়েছে প্রথম এক দিনের ম্যাচ। তার পর আরও দু’টি এক দিনের ম্যাচ এবং দু’টি টেস্ট খেলবে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিছু দিন আগেই সীমিত ওভারের সিরিজ় খেলেছে ভারত। তবে সেই সিরিজ এখন অতীত। এবার ৫০ ওভারের লড়াইয়ে নামতে চলেছে দুই দল। মিরপুরের প্রথম ওয়ানডে ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেয়েছে দুই দলই। ওয়ানডে সিরিজে নেই সেই দলের অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে চলে গিয়েছেন শিবিরের বাইরে। ভারতের জন্য খারাপ খবর আসে শনিবার সকালে। চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন দলের তারকা ফাস্ট বোলার মহাম্মদ শামি। চোটের জন্য শামি না থাকলেও, ভারতীয় দলে এমনিতেই  জন্য আরও তিনজন খেলোয়াড় সুযোগ পাবেন না। দেখে নেওয়া যাক এই তালিকায় কারা রয়েছেন।

কুলদীপ সেন

IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রথম দলে সুযোগই পাবেন না এই তিন তারকা ক্রিকেটার, সময় কাটবে রিজার্ভ বেঞ্চে বসেই !! 2

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতের প্রাথমিক দলে জায়গা করে দেওয়া হয়েছে কুলদীপ সেনকে। গতবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে বেশ কয়েকটি ম্যাচে দেখা যায় তাকে। গতিময় এই বোলারটি কয়েকটি উইকেটও তুলে নেন নিজের ক্যারিশমায়। তবে যতটা প্রভাব তিনি ফেলবেন বলে মনে করা হয়েছিল, তেমনটা আদতে হয়নি। তাই এবার ভারতীয় টিমে সুযোগ পেলেও, প্রথম দলে হয়তো তার জায়গা হবে না। তার জায়গায় দেখা যাবে টিম ইন্ডিয়ার ‘এক্সপ্রেস বোলার’ উমরান মালিককে। তাই কুলদীপকে এই সিরিজটা রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হতে পারে।

Prev1 of 3
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published.