IND vs BAN: প্রথম দিন খেলা হয়েছিলো মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিন মাঠেই নামতে পারেন নি ক্রিকেটাররা। বাইশ গজের দ্বৈরথে নির্ণায়ক ভূমিকা নিয়েছিলো বৃষ্টি। শেষমেশ চতুর্থ দিন যখন ফের ম্যাচ শুরু হয় তখন বিশেষজ্ঞদের অধিকাংশই ধরে নিয়েছিলেন যে নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে ভারত বনাম বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচ। মাত্র আড়াই দিনের খেলাতেও যে এতখানি উত্তেজনা লুকিয়ে থাকতে পারে তার আভাস তখন পান নি কেউই। চতুর্থ দিনের সকালে বাংলাদেশকে (IND vs BAN) ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ম্যাচে জাঁকিয়ে বসে ভারত। এরপর আর মাথাই তুলতে পারে নি প্রতিপক্ষ। খাতায়-কলমে ম্যাচটি টেস্ট হিসেবে পরিগণিত হলেও কখনও টি-২০ আবার কখনও ওয়ান ডে উপহার দিয়ে বাজিমাত করে গেলো ‘মেন ইন ব্লু।’ ঘরের মাঠে ভারত যে অদম্য, তা প্রমাণিত হলো আরও একবার।
Read More: “প্লাস্টিক বাঘ, কোনো যোগ্যতা নেই…” ভারতের বিরুদ্ধে সিরিজ হেরে সমাজ মাধ্যমে ট্রোলের শিকার বাংলাদেশ !!
টেস্ট ক্রিকেটের আকাশে আরও একবার উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিভাত হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jasiwal)। চেন্নাইতে অর্ধশতরান করে জোড়া রেকর্ড গড়েছিলেন তিনি। দেশের মাঠে প্রথম দশ ইনিংসে সর্বোচ্চ রান এবং ভারতীয় ব্যাটার হিসেবে প্রথম ১০ টেস্টে সর্বোচ রানের নজির গড়েছেন তিনি। কানপুরেও তাঁর মুকুটে যুক্ত হলো আরও বেশ কয়েকটি পালক। প্রথম ইনিংসে রোহিত শর্মা’র (Rohit Sharma) সাথে পার্টনারশিপে মাত্র ৩ ওভারে দলের রান ৫০-এর গণ্ডী পার করান তিনি। টেস্টের ইতিহাসে দ্রুততম ৫০ তোলার নজির গড়ে ভারতের ওপেনিং জুটি। গতকাল টেস্টে দ্রুততম দলীয় ১০০ তোলার নজিরও গরে টিম ইন্ডিয়া (Team India)। সেখানেও বড় ভূমিকা ছিলো যশস্বীর। এছাড়া ৩১ বলে ব্যক্তিগত পঞ্চাশের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। যা টেস্টে ভারতীয়দের মধ্যে তৃতীয় দ্রুততম। যশস্বী পিছনে ফেলেন বীরেন্দ্র শেহবাগকে (Virender Sehwag)।
গতকাল ৭২ রান করেছিলেন তরুণ ওপেনার। ঝড়ের গতিতে ৫২ রানের লিড নিয়ে বাংলাদেশকে ফের ব্যাটিং-এ পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অশ্বিনের ঘূর্ণিতে চতুর্থ দিনের শেষেই ২ উইকেট খুইয়ে বসেছিলো টাইগাররা। আজ অর্থাৎ পঞ্চম দিনের প্রথম সেশনেই মাত্র ১৪৬ রানে অল-আউট হয়ে যায় তারা। টিম ইন্ডিয়ার (Team India) সামনে লক্ষ্য দাঁড়িয়েছিলো ৯৫। জয় যে সময়ের অপেক্ষা তা ধরে নিয়েছিলেন সমর্থকেরা। তবুও যখন রান তাড়া করতে নেমে শুরুতেই মেহদী হাসান মিরাজের বলে সাজঘরে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল (Shubman Gill_, তখন আশঙ্কা চেপে বসেছিলো ক্রিকেটজনতার মনে। কিন্তু অবিচল ছিলেন যশস্বী (Yashasvi Jaiswal)। বিরাট কোহলিকে সাথে নিয়ে দৃপ্ত ছন্দে তিনিই ‘মেন ইন ব্লু’কে এগিয়ে নিয়ে গেলেন জয়ের দিকে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও চমৎকার অর্ধশতক করেন তিনি।
৪৫ বলে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে যখন ৫১ করে তাইজুল ইসলামের বলে উইকেট হারালেন যশস্বী (Yashasvi Jaiswal), তখন ম্যাচের ভবিতব্য নিশ্চিত। কোহলি-ঋষভের হাত ধরে বাকি পথটুকু সহজেই পৌঁছে গিয়েছে ভারত। ৭ উইকেটের ব্যবধানে ছিনিয়ে নিয়েছে জয়। জোড়া অর্ধশতকের সৌজন্যে ম্যাচের সেরা বাছা হয়েছে যশস্বীকে। পুরষ্কার নিতে এসে দলীয় সাফল্যের কথাই বারবার বলতে শোনা গেলো তাঁকে। সাক্ষাৎকারে জানান, “দলের জন্য আমি কি করতে পারি সেটাই খালি ভাবছিলাম। চেন্নাইতে পরিস্থিতি আলাদা ছিলো, এখানে আলাদা ছিলো। প্রত্যেকটা ইনিংসই খুব গুরুত্বপূর্ণ। সেটা মাথায় রেখেই আমি প্রস্তুতি সারি।” তরুণ তুর্কি ধন্যবাদ দিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও। খেলা শেষে বলেন, “যেভাবে চাই সেভাবেই খেলার নির্দেশ দেওয়া হয়েছিলো। আমরা কেবল ম্যাচটাই জিততে চেয়েছিলাম।”
Also Read: IND vs BAN 2nd Test: দুই দিনেই ‘বাঘ’ শিকার টিম ইন্ডিয়া’র, হোয়াইটওয়াশের লজ্জা জুটলো বাংলাদেশের কপালে !!