ind-vs-ban-2nd-test-day-two-report

IND vs BAN: গতকাল থেকেই আকাশের মুখ ভার। ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা শুরু হতে দেরী হয়েছিলো প্রায় এক ঘন্টা। এরপর দফায় দফায় বাইশ গজের লড়াইতে থাবা বসিয়েছে বৃষ্টি। শেষমেশ ৩৫ ওভারের বেশী এগোনোই সম্ভব হয় নি ম্যাচ। মন্দ আলো’র কারণে সমাপ্তি ঘোষণা করেছিলেন আম্পায়ার’রা। আশা ছিলো আজ অর্থাৎ টেস্টের দ্বিতীয় দিন উন্নতি হবে অবস্থার। ভারতীয় বোলিং-এর সামনে পরীক্ষিত হবেন মোমিনুল, মুশফিকুর’রা। কিন্তু আশাহতই হতে হলো ক্রিকেটজনতাকে। ভারত ও বাংলাদেশের লড়াইতে তৃতীয় পক্ষ হিসেবে ‘এন্ট্রি’ নিয়ে বাজিমাত করে গেলো সেই বৃষ্টিই। মাঠ খেলার যোগ্য না থাকায় দুপুর আড়াইটে নাগাদ বিসিসিআই-এর তরফ থেকে সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়ে দেওয়া হয় যে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষিত হয়েছে।

Read More: IND vs BAN 2nd Test: হেনস্থা করেছেন ভারতীয়রা, ‘মিথ্যা’ অভিযোগ এনে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের ‘টাইগার রবি’ !!

এক বল’ও এগোলো না ম্যাচ-

Green Park Stadium, Kanpur | IND vs BAN | Image: Twitter
Green Park Stadium, Kanpur | Image: Twitter

প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ছিলো ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান। দুই ওপেনার জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪)-কে ফিরিয়েছিলেন বাংলার পেসার আকাশ দীপ। আর নাজমুল হোসেন শান্ত’র উইকেট পেয়েছিলেন রবিচন্দ্রণ অশ্বিন। ক্রিজে ৪০ রান করে অপরাজিত ছিলেন মোমিনুল হক, সঙ্গী মুশফিকুর অপরাজিত ছিলেন ৬ রানে। আজ এক বল’ও এগোলো না ম্যাচ। সকালবেলাই দুঃসংবাদ জানিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় প্রাক্তনী রয়েছেন সম্প্রচারকারী সংস্থা জিও টিভি’র কমেন্ট্রি প্যানেলে। মাঠের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। আচ্ছাদনে ঢাকা মাঠ, মেঘলা আকাশ হতাশ করেছিলো ক্রিকেটজনতাকে। ক্যাপশনে কার্তিক লেখেন, “এই মুহূর্তে পরিস্থিতি খুবই খারাপ।”

ক্রিকেটাররা মাঠে এসেছিলেন সময়মত। কিন্তু খেলা হওয়ার সম্ভাবনা বিশেষ না থাকায় আর অপেক্ষা করেন নি সাজঘরে। ভারত ও বাংলাদেশ-দুই দলের খেলোয়াড়রাই ফিরে গিয়েছিলেন টিম হোটেলে। সকাল ১১টার আগেই বৃষ্টি থেমেছিলো কানপুরে। পুরোদমে চলছিলো সুপার সপার। কিন্তু আউটফিল্ডের ভিজে থাকা অংশ শুকিয়ে তা খেলার যোগ্য করে তোলা আর সম্ভব হয়ে ওঠে নি মাঠকর্মীদের পক্ষে। আজ যে আর ব্যাট-বলের দ্বৈরথ চোখে পড়বে না তা মোটামুটি ধরেই নিয়েছিলেন সকলে। সংবাদমাধ্যম মারফৎ’ও খবর ছিলো তেমনটাই। শেষমেশ সত্যি হলো সেই আশঙ্কাই। ম্যাচের তৃতীয় দিন অর্থাৎ আগামীকালও আদৌ খেলা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ।

দেখে নিন BCCI-এর পোস্ট’টি-

Also Read: IND vs BAN 2nd Test: বৃষ্টি’র কাঁটা দ্বিতীয় দিনেও, চরম সিদ্ধান্ত নিলো ‘বিরক্ত’ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *