ind-vs-ban-2nd-test-day-four-report

IND vs BAN: ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম তিনদিন ভিলেন হয়ে দাঁড়িয়েছিলো বৃষ্টি। প্রথম দিন খেলা এগিয়েছিলো ৩৫ ওভার। তার পরের দুই দিন এক মুহূর্তের জন্যো দেখা যায় নি ব্যাট-বলের দ্বৈরথ। মেঘ কেটে অবশেষে আজ রোদের দেখা মিলেছিলো কানপুরে। মাঠে ফিরেছিলেন ক্রিকেটাররা। প্রথম দিনের ৩৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তুলেছিলো বাংলাদেশ। আজ সকালে টাইগারদের চাপে ফেলেন বুমরাহ (Jasprit Bumrah), সিরাজ, জাদেজারা। একমাত্র মোমিনুল হক ছাড়া প্রতিরোধ গড়তে পারেন নি কেউই। দেড় সেশনেই গুটিয়ে যায় তারা। ২৩৩-এর বেশী এগোয় নি বাংলাদেশের ইনিংস। লড়াকু ১০৭ করে অপরাজিত থাকেন মোমিনুল হক (Mominul Haque)। এরপরই জমে ওঠে ম্যাচ। ঝড়ের গতিতে ব্যাটিং করে লিড ছিনিয়ে নেয় ভারত। দিনের শেষে ফের ব্যাটিং-এ বাংলাদেশ। তাদের স্কোর ২ উইকেটে ২৬।

Read More: ভালো শুরু করে শেষ রক্ষা হলো না বিরাট কোহলির, ৪৭ রানে হারালেন উইকেট !!

টেস্ট নয়, কানপুরে টি-২০ খেললো ভারত-

Rohit Sharma and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images
Rohit Sharma and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images

বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) কানপুরে টেস্ট ড্র হলে চাপ বাড়বে ভারতের। কন্টকময় হয়ে উঠতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছানোর রাস্তা। তাই জয়ের জন্য ঝুঁকি নেওয়া ছাড়া উপায় ছিলো না টিম ইন্ডিয়ার পক্ষে। পিছিয়ে আসেন নি কোচ গম্ভীর, সাহসী পদক্ষেপ ফেলতে দ্বিধা করেন নি অধিনায়ক রোহিত’ও। শুরুতে যশস্বী জয়সওয়ালকে নিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা করেন তিনি নিজেই। প্রথম ওভারে হাসান মাহমুদকে তিনবার বাউন্ডারির ঠিকানায় পাঠান যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারের প্রথম দুটি বলকেই মাঠের বাইরে আছড়ে ফেলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমে এমন অভ্যর্থনা পাবেন, হয়ত কল্পনাই করেন নি খালেদ মাহমুদ। ৩ ওভারে ৫১ তুলে ফেলেছিলেন দুজনে। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এত দ্রুত ৫০ পেরোয় নি কোনো দল।

মেহদী মিরাজের বলে বোল্ড হয়ে রোহিত ফেরেন ১১ বলে ২৩ করেন। তিনে নামা শুভমানকে সাথে নিয়ে আক্রমণ চালিয়ে গেলেন যশস্বী। ৩১ বলে অর্ধশতকের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। ৩৬ বলে ৩৯ করে শাকিবের বলে আউট হন শুভমান গিল। চারে ঋষভ পন্থকে নামিয়েছিলো ভারত। রান পান নি তিনি। যশস্বী’ও এরপর ফিরে যান ৭২ করে। হাল ধরেন বিরাট কোহলি ও কে এল রাহুল। কানপুরে সাবলীল দেখাচ্ছিলো বিরাটকে (Virat Kohli)। ৪৭ রানের মাথায় শাকিবের বলে বোল্ড হন তিনি। আগ্রাসী কে এল রাহুলকে সোমবার পাওয়া গেলো কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। চার-ছক্কার ফুলঝুড়ি দেখা গেলো তাঁর ব্যাট থেকে। মাত্র ৪৩ বলে করেন ৬৮। তিনি রান পাওয়ায় স্বস্তি ভারতীয় শিবিরে। শেষমেশ ৯ উইকেটে ২৮৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করে ‘মেন ইন ব্লু।’ ৪টি করে উইকেট পান শাকিব ও মিরাজ।

জমজমাট ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে টেস্ট-

Ravichandran Ashwin | IND vs BAN | Image: Getty Images
Ravichandran Ashwin | IND vs BAN | Image: Getty Images

প্রথম ইনিংসে ৫২ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ১ উইকেট হাতে থাকা সত্ত্বেও ডিক্লেয়ার করেন রোহিত শর্মা (Rohit Sharma)। পড়ন্ত বেলায় চতুর্থ দিনের পিচে স্পিন পরীক্ষায় ফেলতে চেয়েছিলেন বাংলাদেশকে। ছক সাজানোয় শতভাগ সফল হিটম্যান। ১১ ওভারের মধ্যে প্রতিপক্ষের দুই উইকেট তুলে নিয়ে ভারত। ফিরেছেন জাকির হাসান (১০) ও হাসান মাহমুদ (৪)। দুটি সাফল্যই জমা হয়েছে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ঝুলিতে। আগামীকাল যত দ্রুত সম্ভব বাকি ৮ উইকেট’ও তুলে নেওয়ার প্রচেষ্টায় থাকবে স্বাগতিক দেশ। বড় ভূমিকা নিতেপারেন অশ্বিন ও জাদেজা। বাংলাদেশকে ১৫০ থেকে ১৭০ রানের মধ্যে বেঁধে রাখতে চাইবে ভারত। এক বা দেড় সেশনে যদি ১০০ বা ১২০ রানের লক্ষ্য থাকে রোহিতদের সামনে, তাহলে আগামীকালও যে ঝড় উঠবে তা বলাই বাহুল্য। এস্পার নয় ওসপার, বিস্ফোরণের অপেক্ষায় ফুটছে গ্রিনপার্ক।

Also Read: IND vs BAN 2nd Test: “কামব্যাক হো তো অ্যায়সা…” রাজকীয় অর্ধশতক কে এল রাহুলের, বাহবায় ভরালো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *