ind-vs-ban-2nd-test-day-4-stats-review

IND vs BAN: ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ৩টি দিন পণ্ড হয়েছিলো বৃষ্টি হয়েছিলো। প্রথম দিন খেলা এগিয়েছিলো মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় ও তৃতীয় দিন এক বল’ও এগোয় নি ম্যাচ। আজ চতুর্থ দিনে মেঘ কেটে দেখা গেলো রোদ। খেলোয়াড়রাও ফিরলেও মাঠে। জমজমাট ক্রিকেটের সাক্ষী থাকলেন দর্শকেরা। দিনের প্রথম দেড় সেশনেই বাংলাদেশকে ২৩৩ রানের মধ্যে গুটিয়ে দিয়েছিলো ভারত (Team India)। এরপর ধুন্ধুমার ব্যাটিং করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), রোহিত শর্মা, কে এল রাহুলরা। দ্রুত ২৮৫ তুলে ডিক্লেয়ার করে দিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ ৫২ রানের লিড ছিলো তাদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে আপাতত বাংলাদেশের স্কোর ২৬। রুদ্ধশ্বাস পঞ্চম দিনের অপেক্ষায় ক্রিকেটজনতা।

Read More: “টাইগার বধ করেই ছাড়বে…” বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে সমাজ মাধ্যমে ট্রেন্ডিং টিম ইন্ডিয়া !!

১) নতুন রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আজ বাংলাদেশের প্রথম ইনিংসের একদম শেষলগ্নে খালেদ আহমেদ’কে আউট করে ঢুকে পড়লেন ৩০০ টেস্ট উইকেট ক্লাবে। সপ্তম ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ বা তার বেশী উইকেট নিলেন।

Ravindra Jadeja | IND vs AUS | Image: Getty Images
Ravindra Jadeja | Image: Getty Images
  • অনিল কুম্বলে-৬১৯ উইকেট
  • রবিচন্দ্রণ অশ্বিন- ৫২৭ উইকেট*
  • কপিল দেব -৪৩৪ উইকেট
  • হরভজন সিং- ৪১৭ উইকেট
  • জাহির খান- ৩১১ উইকেট
  • ঈশান্ত শর্মা- ৩১১ উইকেট
  • রবীন্দ্র জাদেজা- ৩০০ উইকেট*

২) বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় নিজের জায়গা আরও পাকাপোক্ত করে নিলেন জাদেজা (Ravindra Jadeja)। দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩০০০ রান ও ৩০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন তিনি। সামনে কেবল ইংল্যান্ডের কিংবদন্তি স্যর ইয়ান বোথাম। ৭২ টেস্টে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। জাদেজা করলেন ৭৪ টেস্টে। নীচে রইলো সেরা পাঁচের তালিকা-

  • ইয়ান বথাম (ইংল্যান্ড)- ৭২ ম্যাচ
  • রবীন্দ্র জাদেজা (ভারত)- ৭৪ ম্যাচ
  • ইমরান খান (পাকিস্তান)- ৭৫ ম্যাচ
  • কপিল দেব (ভারত)- ৮৩ ম্যাচ
  • রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড)- ৮৩ ম্যাচ

৩) বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ভারতের ধুন্ধুমার ব্যাটিং জন্ম দিলো বেশ কিছু রেকর্ডের। টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে দ্রুততম পঞ্চাশ রান তুললো ভারতীয় দল। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ছিলো ৫১ রান। স্কোরিং রেটের দিক থেকেও নয়া বিশ্বরেকর্ড গড়ে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল। ২৩ টি ডেলিভারির সম্মুখীন হয়েই ৫৫ রানের জুটি গড়েন তাঁরা। গদিচ্যুত হলেন ইংল্যান্ডের বেন ডাকেট ও বেন স্টোকস। ৪৪ বলে ৮৭ করেছিলেন তাঁরা।

Rohit Sharma and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images
Rohit Sharma and Yashasvi Jaiswal | IND vs BAN | Image: Getty Images

 

৪) দ্রুততম পঞ্চাশের পাশাপাশি দ্রুততম ১০০ রান তোলার নজিরও গড়ে ফেললো টিম ইন্ডিয়া (Team India)। মাত্র ১০ ওভার ১ বলেই তিন অঙ্কের রানে পৌঁছে গিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ নীচে রইলো সেরা পাঁচ-

  • ভারত বনাম বাংলাদেশ, ২০২৪, কানপুর- ১০.১ ওভার*
  • ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০২৩, পোর্ট অফ স্পেন- ১২.২ ওভার
  • শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ২০০১, কলম্বো- ১৩.১ ওভার
  • বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, ২০১২, মীরপুর- ১৩.৪ ওভার
  • ইংল্যান্ড বনাম পাকিস্তান, ২০২২, করাচী- ১৩.৪ ওভার

৫) একই ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশী ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে ফেললো টিম ইন্ডিয়া (Team India)। এই মুহূর্তে ২০২৪ সালে ভারতীয় ব্যাটারদের মারা ছক্কার সংখ্যা ৯৬। তারা পিছনে ফেললো ইংল্যান্ডকে। একইসাথে পুনরুদ্ধার করলো নিজেদের রেকর্ড।

Rohit Sharma | IND vs BAN | image: Twitter
Rohit Sharma | IND vs BAN | image: Twitter
  • ৯৬- ভারত, ২০২৪*
  • ৮৯- ইংল্যান্ড, ২০২২
  • ৮৭- ভারত, ২০২১
  • ৮১- নিউজিল্যান্ড, ২০১৪
  • ৭১- নিউজিল্যান্ড, ২০১৩

৬) আজ কানপুরে ৩১ বলে অর্ধশতক পেরোলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কে এল রাহুল (KL Rahul) পঞ্চাশের মাইলস্টোন স্পর্শ করতে খরচ করেন ৩৩ ডেলিভারি। ভারতের হয়ে টেস্ট ক্রিকেট যথাক্রমে তৃতীয় ও পঞ্চম দ্রুততম অর্ধশতরানের মালিক হলেন তাঁরা। দেখে নিন সেরা পাঁচ-

KL Rahul | IND vs BAN | Image: Getty Images
KL Rahul | IND vs BAN | Image: Getty Images
  • ঋষভ পন্থ বনাম শ্রীলঙ্কা, ২০২২- ২৮ বল
  • কপিল দেব বনাম পাকিস্তান, ১৯৮২- ৩০ বল
  • যশস্বী জয়সওয়াল বনাম বাংলাদেশ, ২০২৪ *, শার্দুল ঠাকুর বনাম ইংল্যান্ড, ২০২১- ৩১ বল
  • বীরেন্দ্র শেহবাগ বনাম ইংল্যান্ড, ২০০৮- ৩২ বল
  • কে এল রাহুল বনাম বাংলাদেশ- ২০২৪*

৭) আজ বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ৩৪.৪ ওভারে ৯ উইকেটের ২৮৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করেছে টিম ইন্ডিয়া। টেস্ট ইতিহাসে অন্তত ২০০ রান হয়েছে এমন ইনিংসগুলির ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রান রেট সমৃদ্ধ ইনিংস।

  • ৮.২২- ভারত বনাম বাংলাদেশ, কানপুর, ২০২৪ (৩৪.৪ ওভারে ২৮৫/৯)*
  • ৭,৫৩- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, সিডনি, ২০১৭ (৩২ ওভারে ২৪১/২)
  • ৭,৩৬- ইংল্যান্ড বনাম পাকিস্তান, করাচী, ২০২২ (৩৫.৫ ওভারে ২৬৪/৭)
  • ৬.৮০ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, কেপ টাউন, ২০০৫ (৫০ ওভারে ৩৪০/৩)

Also Read: IND vs BAN 2nd Test: জয়ের নেশায় আক্রমণাত্মক টিম ইন্ডিয়া, চতুর্থ দিনে জমে উঠলো কানপুর টেস্ট !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *