IND vs BAN: টেস্ট সিরিজেরই যেন পুনরাবৃত্তি টি-২০তে। লাল বলের খেলায় যেভাবে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছে ভারত (IND vs BAN), কুড়ি-বিশের প্রথম খেলাটির ফলাফলও হয়েছে তেমনই। গ্বালিয়রের মাঠে ১২ বছর পর ফিরেছিলো আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু পুরো ৪০ ওভারের ম্যাচই দেখতে পারলেন না মাঠে উপস্থিত দর্শকেরা। ১৯.৫ ওভারে বাংলাদেশ থামে ১২৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী টিম ইন্ডিয়া (Team India) ১২৮-এর লক্ষ্য টপকে যায় ১১.৫ ওভারের মধ্যেই। ধুন্ধুমার ব্যাটিং করেন সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়ারা। গ্বালিয়রে যেভাবে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ, তেমনটা যদি দিল্লীতেও করে তাহলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে তাদের। মানরক্ষার তাগিদেই তাই লড়তে হবে শান্তদের।
প্রথম ম্যাচের মত দ্বিতীয়টিতেও নজর থাকবে ভারতের ওপেনিং জুটি অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের (Sanju Samsoin) উপর। সুপারস্টার সূর্যকুমারের থেকেও ঝোড়ো ইনিংসের প্রত্যাশা নিয়ে মাঠে আসতে চলেছেন টিম ইন্ডিয়ার সমর্থকেরা। গ্বালিয়রে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তারকা অলরাউন্ডার ধারাবাহিকতা বজায় রাখুন, চলছে প্রার্থনা। ভারতীয় বোলারদের মধ্যে আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তীরা নির্ণায়ক ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে। ঘরের মাঠে এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব (Mayank Yadav) কি করেন তা দেখতেও মুখিয়ে রয়েছেন সকলে। চলতি ভারত সফরে বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটারই চূড়ান্ত ফ্লপ। তবুও লিটন, শান্ত, মেহদী মিরাজদের উপর বাজি লাগাচ্ছেন কেউ কেউ। ফোকাসে রয়েছেন তরুণ স্পিনার রিশাদ হোসেন।
Read More: রোহিত শর্মা T20 থেকে অবসর নিতেই ক্যারিয়ারে তালা পড়লো জসপ্রীত বুমরাহের, এন্ট্রি নিলেন ক্যাপ্টেনের হামশাকাল !!
IND vs BAN ম্যাচের সময়সূচি-
দ্বিতীয় টি-২০ ম্যাচ
তারিখ- ০৯/১০/২০২৪
ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী
সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)
Delhi Pitch Report (পিচ রিপোর্ট)-
দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN)। এখানে সাধারণত ব্যাটিং সহায়ক বাইশ গজ’ই চোখে পড়ে। ছোটো বাউন্ডারিকে কাজে লাগিয়ে চার-ছক্কার ঝড় তোলেন ব্যাটাররা। ২০২৪-এর আইপিএল ও দিল্লী প্রিমিয়ার লীগে নিয়মিত এখানে ২০০ রানের বেশী উঠতে দেখা গিয়েছে। বুধবারের ম্যাচেও তেমনটা দেখতে পাওয়া অস্বাভাবিক নয়। এখনও পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি-২০ দিল্লীতে আয়োজিত হয়েছে। এর মধ্যে কেবল ৪টি ম্যাচে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। বাকি ৯ ম্যাচে সাফল্য এসেছে রান তাড়া করে। পরিসংখ্যান নিঃসন্দেহে মাথায় থাকবে দুই অধিনায়কেরই। সূর্যকুমার যাদব বা নাজমুল হোসেন শান্ত, যেই টস জিতুন না কেন, হয়ত প্রথমে বোলিং-ই বেছে নেবেন।
Delhi Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-
বুধবার দিল্লীতে আয়োজিত হতে চলেছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি। হাওয়া অফিস জানিয়েছে সেদিন দেশের রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষক আর্দ্রতার পরিমাণ ৫৩ শতাংশ থাকার সম্ভাবনা। যা অস্বস্তিতে ফেলতে পারে ক্রিকেটারদের। হাওয়ার গতিবেগ থাকতে পারে ১০ কিলোমিটার প্রতি ঘন্টা। ম্যাচের দিন আকাশ অংশত মেঘলা থাকতে পারে। তবে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দিল্লীতে বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা ১০ শতাংশ। যা ম্যাচের ক্ষেত্রে বড় বাধা হবে না বলে মনে করছে ক্রিকেটজনতা।
IND vs BAN, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও বাংলাদেশের (IND vs BAN) মধ্যে ইতিপূর্বে খেলা হয়েছে ১৫টি টি-২০ ম্যাচ। তার মধ্যে টিম ইন্ডিয়া জিতেছে ১৪টি। বাংলাদেশের ঝুলিতে কেবলমাত্র ১টি জয়। ভারত ঘরের মাঠে জিতেছে ৪টি ম্যাচ। বাংলাদেশে গিয়ে তারা বাংলাদেশকে হারিয়েছে ৩টি খেলায়। আর নিরপেক্ষ মাঠে ‘মেন ইন ব্লু’র জয়ের সংখ্যা ৭। পক্ষান্তরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে জিতেছে ২০১৯ সালে দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে।
দ্বিতীয় টি-২০তে দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।
বাংলাদেশ (BAN)-
লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনীক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
IND vs Ban, 2nd T20i, Dream 11 Prediction-
ব্যাটার- সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, নাজমুল হোসেন শান্ত
উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন, লিটন দাস
অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, মেহদী হাসান মিরাজ
বোলার- আর্শদীপ সিং, রিশাদ হোসেন, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব
অধিনায়ক- হার্দিক পান্ডিয়া
সহ-অধিনায়ক- সূর্যকুমার যাদব
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: প্রীতি জিন্টার স্বপ্নপূরণ, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চ্যাম্পিয়ন হলো দল !!