ind-vs-ban-2024-3rd-t20i-match-preview

IND vs BAN: ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খুইয়ে বসেছে বাংলাদেশ (IND vs BAN)। গ্বালিয়রে প্রথম ম্যাচে হারতে হয়েছিলো ৬ উইকেটে। আর দ্বিতীয় ম্যাচে দিল্লীর মাঠে ধরাশায়ী হতে হয়েছে ৮৬ রানের ব্যবধানে। জোড়া ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা ছাড়া কোনো রাস্তাই আর খোলা নেই নাজমুল হোসেন শান্তদের সামনে। যদি হায়দ্রাবাদেও হারে তারা তাহলে টেস্টের পর টি-২০তেও হোয়াইটওয়াশ হতে হবে। সেই লজ্জা সঙ্গে করে দেশে ফিরতে নিশ্চয়ই চাইবেন না লিটন-তাস্কিনরা। হায়দ্রাবাদে শনিবার সর্বস্ব উজাড় করে দেওয়ার লড়াই তাঁদের সামনে। অন্যদিকে টানা দুই জয় পাওয়ার পর ফুরফুরে মেজাজে স্বাগতিক ভারত। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেও অবশ্যই জয় প্রধান লক্ষ্য তাদের। প্রথম একাদশ নিয়ে খানিক পরীক্ষানিরীক্ষা করে দেখতে পারেন কোচ গম্ভীর। শিকে ছিঁড়তে পারে তিলক বর্মা ও হর্ষিত রাণার (Harshit Rana) ভাগ্যে।

Read More: IPL 2025: ফ্র্যাঞ্চাইজিদের অফারে ‘না’ রোহিত শর্মার, অকশনে নাম দিয়ে লুটবেন রেকর্ড ব্রেকিং অর্থ !!

IND vs BAN ম্যাচের সময়সূচি-

তৃতীয় টি-২০ ম্যাচ

তারিখ- ১২/১০/২০২৪

ভেন্যু- রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Hyderabad Pitch Report (পিচ রিপোর্ট)-

Rajiv Gandhi International Cricket Stadium | IND vs BAN | Image: Twitter
Rajiv Gandhi International Cricket Stadium | Image: Twitter

ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের শেষ টি-২০ ম্যাচটির জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামকে। এই মাঠে চলতি বছরের আইপিএলে নিয়মিত বড় রান উঠতে দেখা গিয়েছে। শনিবারের ম্যাচেও তার পুনরাবৃত্তি দেখা যেতে পারে। ব্যাটিং সহায়ক বাইশ গজ ও মাঠের পরিধি ছোট হওয়ায় নিয়মিত বড় শট খেলার সুযোগ পান ব্যাটাররা। তবে পিচ ঈষৎ শুষ্ক থাকায় স্পিনার ও মিডিয়াম পেসারদের কার্যকরী হওয়ার সম্ভাবনাও রয়েছে। এখানে আজ অবধি ৬টি আন্তর্জাতিক টি-২০ আয়োজিত হয়েছে। ৪টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। বাকিগুলিতে সাফল্য এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসে গড় স্কোর ১৭৭, দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৫১। সবদিক বিশ্লেষণ করে টসজয়ী অধিনায়ক প্রথম ব্যাটিং করতে পারে।

Hyderabad Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Hyderabad Weather Forecast | Image: Twitter
Hyderabad Weather Forecast | Image: Twitter

গ্বালিয়র ও দিল্লীতে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম দু’টি টি-২০তে বাধা হয়ে দাঁড়ায় নি প্রকৃতি। নির্বিঘ্নে আয়োজন করা গিয়েছে ম্যাচগুলি। কিন্তু হায়দ্রাবাদে শনিবার থাকতে পারে বৃষ্টির চোখরাঙানি। হাওয়া অফিস জানাচ্ছে যে নিজামের শহরে ৫০ শতাংশ সম্ভাবনা রয়েছে বর্ষণের। যা খেলার গতিরোধ করতে পারে। ঐ দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৯ ডিগ্রী সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ হতে পারে বলে জানা গিয়েছে যা নিঃসন্দেহে অস্বস্তি বাড়াবে ক্রিকেটারদের। বায়ুপ্রবাহের গতি ১৪ কিলোমিটার প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা।

IND vs BAN হেড টু হেড পরিসংখ্যান-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারত ও বাংলাদেশ (IND vs BAN) টি-২০তে মুখোমুখি হয়েছে ১৬টি ম্যাচে। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। মাত্র ১ বার ভারতকে হারাতে সক্ষম হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে ৫টি ম্যাচে জয় পেয়ছে ভারতীয় শিবির। অ্যাওয়ে ম্যাচে তাদের জয়ের সংখ্যা ৩। বাকি ৭টি ম্যাচে জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। বাংলাদেশ ২০১৯ সালে দিল্লীর মাঠে ভারতকে হারাতে সক্ষম হয়েছিলো। নিজেদের ঘরের মাঠে বা নিরপেক্ষ ভেন্যুতে কখনও তারা জেতে নি টিম ইন্ডিয়ার বিরুদ্ধে।

IND vs BAN লাইভ স্ট্রিমিং-

ভারতে আয়োজিত ক্রিকেট ম্যাচগুলি সম্প্রচারের জন্য বিসিসিআই-এর সাথে চুক্তি করেছে রিলায়েন্স সংস্থা। টিম ইন্ডিয়া বনাম বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্যাচটি তাদের স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে টেলিভিশনের পর্দায়। আর জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে হবে অনলাইন স্ট্রিমিং।

দুই দলের সম্ভাব্য একাদশ-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারত (IND)-

সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, হর্ষিত রাণা।

বাংলাদেশ (BAN)-

তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহদী হাসান মিরাজ, জাকির আলি অনীক, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাস্কিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

Also Read: IND vs AUS: সরে দাঁড়াচ্ছেন রোহিত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারত’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *