ind-vs-ban-2024-1st-test-stats-review

IND vs BAN: চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিলো ভারত (IND vs BAN)। পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসের শিখরে ছিলেন টাইগাররা। সপ্তম স্বর্গ থেকে তাদের বাস্তবের রুক্ষ জমিতে টেনে নামাতে মাত্র তিন দিনের কিছু বেশী সময় খরচ করলো ‘মেন ইন ব্লু।’ টসে হেরে প্রথম ব্যাটিং করতে হয়েছিলো ভারত’কে। প্রাথমিক ধাক্কা সামলে অশ্বিন-জাদেজার ব্যাটিং-এর সৌজন্যে ৩৭৬ তোলে দল। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৪৯ রানেই। জ্বলে ওঠেন জসপ্রীত বুমরাহ। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ধুন্ধুমার শতরান করেন শুভমান গিল ও ঋষভ পন্থ। বাংলাদেশকে জয়ের জন্য ৫১৫ রানের পর্বতসম লক্ষ্য দিয়েছিলো টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে তারা গুটিয়ে গেলো ২৩৪-এ। ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলো ‘মেন ইন ব্লু।’ একপেশে টেস্টে তৈরি হলো বেশ কিছু নয়া রেকর্ড।

Read More: “ঘরের মাঠে সম্মান…” বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ সেরা হলেন অশ্বিন, দিলেন বড় বয়ান !!

দেখে নিন সেই চমকপ্রদ রেকর্ডগুলি-

১) প্রথমবার টেস্ট ক্রিকেটের ইতিহাসে হারের চেয়ে জয়ের সংখ্যা বেশী হলো ভারতের (Team India)। সপ্তম দেশ হিসেবে এই নজির গড়লো টিম ইন্ডিয়া। নিজেদের ৫৮০তম টেস্ট ম্যাচে এই নজির গড়তে সক্ষম হলো ‘মেন ইন ব্লু।’ বর্তমানে তাদের জয়ের সংখ্যা ১৭৯। পরাজয় ১৭৮টি। ড্র হয়েছে ২২২ ম্যাচ। ১টি ম্যাচ টাই হয়েছে। রইলো সম্পূর্ণ তালিকা-

টেস্ট নম্বর     দেশ
অস্ট্রেলিয়া
আফিগানিস্তান
১৬ পাকিস্তান
২৩ ইংল্যান্ড
৯৯ ওয়েস্ট ইন্ডিজ
৩৪০ দক্ষিণ আফ্রিকা
৫৮০ ভারত

২) ভারতের উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে সর্বাধিক টেস্ট শতরানের মালিক হয়ে গেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি’কে।

Rishabh Pant | IND vs BAN | Image: Getty Images
Rishabh Pant | IND vs BAN | Image: Getty Images
  • ঋষভ পন্থ – ৬টি শতরান (৩৪টি টেস্ট)
  • মহেন্দ্র সিং ধোনি- ৬টি শতরান (৯০টি টেস্ট)
  • ঋদ্ধিমান সাহা- ৩টি শতরান (৪০টি টেস্ট)

৩) কেরিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচটি খেললেন কে এল রাহুল (KL Rahul)। তিনি ভারতের জার্সিতে মাঠে নেমেছেন ৫১টি টেস্ট, ৭৭টি একদিনের ম্যাচ ও ৭২টি টি-২০তে।

৪) চেন্নাই টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এই মুহূর্তে তাঁর মোট শিকার সংখ্যা ৪০২। দশম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন ভারতের পেসার।

Jasprit Bumrah | Image: Getty Images
Jasprit Bumrah | Image: Getty Images

ভারতের সফলতম দশ বোলার-

  • অনিল কুম্বলে (৪৯৯ ইনিংসে ৯৫৩ উইকেট)
  • রবিচন্দ্রণ অশ্বিন (৩৭০ ইনিংসে ৭৫০ উইকেট)*
  • হরভজন সিং (৪৪২ ইনিংসে ৭০৭ উইকেট)
  • কপিল দেব (৪৪৮ ইনিংসে ৬৮৭ উইকেট)
  • জাহির খান (৩৭৩ ইনিংসে ৫৯৭ উইকেট)
  • রবীন্দ্র জাদেজা (৩৯৭ ইনিংসে ৫৭০ উইকেট)
  • জাভাগাল শ্রীনাথ (৩৪৮ ইনিংসে ৫৫১ উইকেট)
  • মহম্মদ শামি (২৪৫ ইনিংসে ৪৪৮ উইকেট)
  • ঈশান্ত শর্মা (২৮০ ইনিংসে ৪৩৪ উইকেট)
  • জসপ্রীত বুমরাহ (২২৮ ইনিংসে ৪০২ উইকেট)*

৫) টেস্ট ক্রিকেটে একই ইনিংসে পাঁচ বা তার বেশী উইকেট নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। চেন্নাইতে দ্বিতীয় ইনিংসে নেওয়া ৬ উইকেটের সৌজন্যে এই নজির গড়লেন তিনি। শেন ওয়ার্নের সাথে আপাতত রেকর্ড ভাগ করে নিচ্ছেন অশ্বিন। ‘ফাইফারের’ সেরা পাঁচ নিম্নরূপ-

  • ৬৭টি ফাইফার- মুথাইয়া মুরলীধরণ (১৩৩ টেস্ট)
  • ৩৭টি ফাইফার- রবিচন্দ্রণ অশ্বিন (১০১ টেস্ট)*
  • ৩৭টি ফাইফার- শেন ওয়ার্ন (১৪৫ টেস্ট)
  • ৩৬টি ফাইফার- স্যর রিচার্ড হ্যাডলি (৮৬টি টেস্ট)
  • ৩৭টি ফাইফার- অনিল কুম্বলে (১৩২টি টেস্ট)

৬) এই নিয়ে চতুর্থবার একই টেস্ট ম্যাচে শতরান ও ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড করলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। এই বিরল মাইলস্টোন সর্বোচ্চ ৫ বার স্পর্শ করেছেন স্যর ইয়ান বোথাম (Ian Botham)। ইংল্যান্ডের কিংবদন্তির পরেই রয়েছেন অশ্বিন। ২ বার করে এই রেকর্ড করেছেন জ্যাক ক্যালিস, শাকিব আল হাসান, মুস্তাক মহম্মদ ও রবীন্দ্র জাদেজার।

৭) চতুর্থ ইনিংসে আরও একবার বল হাতে নায়ক হয়ে উঠলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। বাংলাদেশের বিরুদ্ধে ৮৮ রান খরচ করে তিনি তুলে নেন ৬টি উইকেট। ভারতীয়দের মধ্যে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালিক হলেন তিনি। পেরিয়ে গেলেন অনিল কুম্বলেকে।

Ravichandran Ashwin | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images
  • ৯৯ উইকেট- রবিচন্দ্রণ অশ্বিন*
  • ৯৪ উইকেট- অনিল কুম্বলে
  • ৬০ উইকেট- বিষাণ সিং বেদী
  • ৫৪ উইকেট- ঈশান্ত শর্মা/ রবীন্দ্র জাদেজা

৮) এই নিয়ে ১৪ বার টেস্ট ক্রিকেটে ভারতের মুখোমুখি হলো বাংলাদেশ দল (IND vs BAN)। এখনও পর্যন্ত তাদের জয়ের সংখ্যা শূন্য। ১২টি টেস্টে হেরেছে তারা। ড্র করতে সক্ষম হয়েছে কেবল ২টি টেস্ট ম্যাচ।

৯) নয়া রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হলেন তিনি। টপকে গেলেন তামিম ইকবাল’কে।

Mushfiqur Rahim | Image: Getty Images
Mushfiqur Rahim | Image: Getty Images
  • ১৫১৯৪ রান- মুশফিকুর রহিম*
  • ১৫১৯২ রান- তামিম ইকবাল
  • ১৪৬৯৬ রান- শাকিব আল হাসান
  • ১০৬৯৪ রান- মাহমুদুল্লাহ রিয়াদ

১০) কিংবদন্তি সুনীল গাওস্করের রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম ১০ টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের নিরিখে ‘লিটল মাস্টার’কে পিছনে ফেললেন যশস্বী। গাওস্করের সংগ্রহে ছিলো ৯৭৮ রান। যশস্বীর ঝুলিতে আপাতত ১০ ম্যাচে ১০৯৪ রান।

১১) টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে ঘরের মাঠে প্রথম ১০ ইনিংসের নিরিখে সর্বোচ্চ ইনিংসের মালিক হলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজের জর্জ হেডলিকে পিছনে ফেললেন তিনি। দেখুন সম্পূর্ণ পরিসংখ্যান-

  • ৭৫৫- যশস্বী জয়সওয়াল (ভারত)*
  • ৭৪৭- জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ)
  • ৭৪৩- জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান)
  • ৬৮৭- ডেভ হটন (জিম্বাবুয়ে)
  • ৬৮০- স্যর ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)

১২) প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে এক ইনিংসে ৫ উইকেট পান হাসান মাহমুদ (Hasan Mahmud)। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে তিনি আউট করেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহ’কে।

Also Read: IND vs BAN 1st Test: বাংলাদেশের দর্পচূর্ণ, ২৮০ রানের ব্যবধানে বিশাল জয় ছিনিয়ে নিলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *