IND vs BAN: আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বহুপ্রতীক্ষিত ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। সাম্প্রতিক সময়ে উপমহাদশের দুই প্রতিবেশী রাষ্ট্র ক্রিকেটের ময়দানে যখনই মুখোমুখি হয়েছে, তখনই দেখা গিয়েছে জমজমাট লড়াই। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম খেলাতেও তেমন রোমহর্ষক ক্রিকেটের আশাতেই রয়েছেন দুই পক্ষের সমর্থকেরা। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তরজা। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিলো ভারত। বেশ কয়েক মাসের বিরতির পর মাঠে নামছে তারা। অন্যদিকে সদ্য পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়ে ভারতে পা রেখেছে বাংলাদেশে। আত্মবিশ্বাসে ফুটছে তারা। টিম ইন্ডিয়া ঘরের মাঠে বাজিমাত করবে? নাকি চমকে দেবে টাইগার্স’রা? উত্তরের সন্ধানে ক্রিকেটদুনিয়া।
Read More: বাদ পড়লেন ধোনি- দ্রাবিড়, যুবরাজ সিং-এর পছন্দের তালিকায় শীর্ষস্থানে এই মহাতারকা !!
IND vs BAN টেস্টের সময়সূচি-
প্রথম টেস্ট ম্যাচ
তারিখ- ১৯/০৯/২০২৪-২৩/০৯/২০২৪
ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই
সময়- সকাল ৯ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)
Chennai Pitch Report (পিচ রিপোর্ট)-
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম বা চেপক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ (IND vs BAN)। এই মাঠে লাল ও কালো, দুই মাটিরই পিচ দেখা যায়। তবে টিম ইন্ডিয়া বৃহস্পতিবার থেকে টাইগার্সদের মুখোমুখি হবে লাল মাটির পিচে। চেন্নাইতে সাধারণত ঘূর্ণি উইকেট দেখা যায়। লাল মাটির পিচে টার্নের সাথে বাউন্স’ও পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই পক্ষের স্পিনাররাই এখানে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন। পরিসংখ্যান বলছে যে চেন্নাইয়ের মাঠে আজ অবধি ৩৪ টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথম ব্যাটিং করে সাফল্য এসেছে ১২ বার। রান তাড়া করে জয় এসেছে ১০টি ম্যাচে। বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে। ভারত এখানে জিতেছে ১৫ বার, প্রতিপক্ষের জয়ের সংখ্যা ৭। ঘূর্ণি উইকেটে চতুর্থ ইনিংসের অনিশ্চয়তা চাইবেন না টসজয়ী অধিনায়ক। তিনি প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিতে পারেন।
Chennai Weather Report (আবহাওয়ার পূর্বাভাস)-
দিনকয়েক আগেই গ্রেটার নয়ডায় বৃষ্টি’র চোখরাঙানিতে ভেস্তে গিয়েছে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টেস্ট। মুখ পুড়েছে ভারতের। সেই কারণেই চেন্নাইতে আয়োজিত হতে চলা টিম ইন্ডিয়া বনাম বাংলাদেশের (IND vs BAN) ম্যাচটি নিয়েও রয়েছে উৎকন্ঠা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস আশার আলোই দেখিয়েছে ক্রিকেটপ্রেমীদের। জানা গিয়েছে যে বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে চেন্নাইতে বৃষ্টিপাতের পরিমাণ ১০ থেকে ২০ শতাংশের মধ্যে ঘোরাফেরা করতে পারে। তা ম্যাচের বড় বিশাল বাধা হয়ে নিঃসন্দেহে দাঁড়াবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭-২৮ ডিগ্রীর মধ্যে। আর্দ্রতা চ্যালেঞ্জ হতে পারে ক্রিকেটারদের জন্য।
IND vs BAN, হেড টু হেড পরিসংখ্যান-
ভারত ও বাংলাদেশ (IND vs BAN) আজ অবধি টেস্টের ময়দানে ১৩ বার মুখোমুখি হয়েছে একে অপরের। একাধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়াই। তারা জিতেছে ১১টি ম্যাচ। এর মধ্যে ঘরের মাঠে জয়ের সংখ্যা ৩। বাকি ৮ টি জয় এসেছে পড়শি দেশের মাঠে। পক্ষান্তরে বাংলাদেশ একটিও ম্যাচে জয় পায় নি। তবে তারা খেলা অমীমাংসিত রাখতে সক্ষম হয়েছে ২ বার।
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ-
ভারত (IND)-
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
বাংলাদেশ (BAN)-
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রাণা, তাইজুল ইসলাম।