ind-vs-ban-1st-test-ban-probable-xi

IND vs BAN: পাকিস্তানের মাটিতে দিনকয়েক আগেই নয়া ইতিহাস তৈরি করেছে বাংলাদেশ। তারা রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাবর আজম, শান মাসুদদের। প্রথমবার পাক দলের বিরুদ্ধে টেস্টের আঙিনায় ছিনিয়ে নিয়েছে জয়। এই অভূতপূর্ব সাফল্যের পর আত্মবিশ্বাসের চূড়ায় নাজমুল হোসেন শান্ত’র দল। আগামী বৃহস্পতিবার থেকে টাইগার্সদের সামনে ভারত (IND vs BAN)। ধারে-ভারে টিম ইন্ডিয়া অনেক এগিয়ে থাকলেও মাঠের লড়াই হবে সমানে-সমানে, আশা বাংলাদেশ সমর্থকদের। ফেব্রুয়ারিতে শেষ টেস্ট খেলেছিলো ভারতীয় দল। প্রায় সাত-আট মাসের বিরতির পর লাল বলের ফর্ম্যাটে ফিরছে তারা। ছন্দে ফিরতে সময় লাগতে পারে। সেই সুযোগটুকুই কাজে লাগাতে চায় ফর্মে থাকা বাংলাদেশ। চেন্নাইয়ের মাঠে করতে চায় বাজিমাত।

বাংলাদেশের হয়ে ওপেনিং-এ দেখা যেতে পারে সাদমান ইসলাম ও জাকির হাসান’কে। পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলার পর আরেক উপমহাদেশীয় প্রতিপক্ষের বিরুদ্ধেও রান চাইবেন সাদমান। তিন নম্বরে নামতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। চারে থাকছেন অভিজ্ঞ মোমিনুল হক। পাঁচে দেখা যেতে পারে বহু যুদ্ধের নায়ক মুশফিকুর রহিম’কে। এরপর থাকছেন শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের শ্রেষ্ঠতম তারকা আরও একবার চাইবেন জাত চেনাতে। সাতে দেখা যাবে লিটন দাস’কে। ফর্মে রয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার। এরপর থাকছেন মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz)। ভারতের বিপক্ষে হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড। শাকিব, মেহদীর পাশাপাশি তৃতীয় স্পিনার হিসেবে খেলতে পারেন তাইজুল ইসলাম। দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও নাহিদ রাণাকে মাঠে নামাতে পারে টাইগার্সরা।

Read More: বাদ পড়লেন ধোনি- দ্রাবিড়, যুবরাজ সিং-এর পছন্দের তালিকায় শীর্ষস্থানে এই মহাতারকা !!

IND vs BAN টেস্টের সময়সূচি-

প্রথম টেস্ট ম্যাচ

তারিখ- ১৯/০৯/২০২৪-২৩/০৯/২০২৪

ভেন্যু- এম এ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

সময়- সকাল ৯ টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Chennai Pitch Report (পিচ রিপোর্ট)-

MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images
MA Chidambaram Stadium, Chennai | Image: Getty Images

ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আয়োজিত হতে চলেছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই মাঠে লাল ও কালো মাটির পিচ রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে খেলা হবে লাল মাটির পিচে। চেন্নাইতে সাধারণত টার্নিং ট্র্যাক’ই চোখে পড়ে। খেলা লাল মাটিতে হওয়ায় বাড়তি বাউন্সও দেখতে পাওয়ার সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে দুই পক্ষের স্পিনাররা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। চেন্নাইতে এখনও অবধি খেলা হয়েছে ৩৪টি টেস্ট। প্রথম ব্যাটিং করে জয় এসেছে ১২টি ম্যাচে। রান তাড়া করে জয়ের সংখ্যা ১০। ড্র হয়েছে বাকি ১২ ম্যাচ। ভারত এখানে জিতেছে ১৫টি ম্যাচ। রোহিত শর্মা বা নাজমুল হোসেন শান্ত, টস যেই জিতুন না কেন, তিনি প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেবেন বলে মনে করা হচ্ছে।

Chennai Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Chennai Weather | Image: Twitter
Chennai Weather | Image: Twitter

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ থেকে ২০ শতাংশের মধ্যে। তা ক্রিকেটের পথে কাঁটা হয়ে দাঁড়াবে না বলেই আশায় দুই দলের সমর্থকেরা। বৃহস্পতি থেকে সোমবারের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৪-৩৫ ডিগ্রী সেলসিয়াসে। সর্বনিম্ন তারপমাত্রা থাকবে ২৭ ও ২৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে। প্রত্যেকদিনই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ শতাংশের বেশী থাকতে পারে বলে জানা গিয়েছে। যা মাঠে অস্বস্তির মুখে ফেলতে পারে ক্রিকেটারদের। বায়ুপ্রবাহের গতিবেগ থাকতে পারে ১৪ থেকে ১৬ কিলোমিটারের মধ্যে।

IND vs BAN, হেড টু হেড পরিসংখ্যান-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

উপমহাদেশের দুই ক্রিকেটীয় শক্তি টেস্টের ময়দানে একে অপরের মুখোমুখি হয়েছে ১৩ বার। এর মধ্যে ভারত জিতেছে ১১টি ম্যাচ। ঘরের মাঠে ‘মেন ইন ব্লু’র সাফল্য ৩টি ম্যাচ। বাকি ৮টি টেস্ট তারা জিতেছে বাংলাদেশের মাটিতে। পক্ষান্তরে টাইগার্সদের জয়ের সংখ্যা শূন্য। তারা একবারও ভারতকে হারাতে পারে নি। তবে ২টি টেস্ট ম্যাচ ড্র রাখতে সক্ষম হয়েছে তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

Bangladesh Cricket Team | Image: Getty Images
Bangladesh Cricket Team | Image: Getty Images

ওপেনার- সাদমান ইসলাম, জাকির হাসান

মিডল অর্ডার- নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম

অলরাউন্ডার- শাকিব আল হাসান, মেহদী হাসান মিরাজ

উইকেটরক্ষক- লিটন দাস

বোলার- হাসান মাহমুদ, নাহিদ রাণা, তাইজুল ইসলাম

এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ-

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রাণা, তাইজুল ইসলাম।

Also Read: IND vs BAN: বাংলাদেশ বধের ব্লু-প্রিন্ট প্রস্তুত টিম ইন্ডিয়ার, স্পিন মন্ত্রেই আস্থা রাখতে চলেছেন ‘গুরু’ গম্ভীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *