IND vs BAN: চেপক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্টের আজ দ্বিতীয় দিন। গতকাল টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো বাংলাদেশ। মেঘলা আবহাওয়া, পিচের বাউন্স ও স্যুইং-কে কাজে লাগিয়ে টিম ইন্ডিয়াকে বেশ ব্যাকফুটে ঠেলে দিতেও সক্ষম হয়েছিলেন তাদের পেসাররা। বিশেষ করে নজর কাড়েন হাসান মাহমুদ। প্রথম স্পেলেই তিনি ফিরিয়ে দেন রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে (Virat Kohli)। এরপর যশস্বী, ঋষভ পন্থ ও কে এল রাহুল যখন সাজঘরে ফেরেন তখন ভারতের স্কোরবোর্ডে ছিলো ১৪৪ রান। ৬ উইকেট হারানো টিম ইন্ডিয়াকে শক্ত ভিতের উপর দাঁড় করান রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা। তাঁদের অদম্য জুটির সৌজন্যে দিনের শেষে ভারতের রান ছিলো ৩৩৯। ১০২ করে ক্রিজে ছিলেন অশ্বিন, জাদেজার সংগ্রহে ছিলো ৮৬ রান।
Read More: “অন্ধ নাকি ?…” মোহাম্মদ সিরাজের বলে উইকেট হওয়ার পরেও রিভিউ নিলেন না রোহিত, নেট জনতা নিলেন ক্লাস !!
নতুন বলে নজর কাড়লেন তাস্কিন-
গতকাল হাসান মাহমুদ (Hasan Mahmud), নাহিদ রাণা’রা উইকেট পেলেও ঝুলি শূন্য ছিলো অভিজ্ঞ তাস্কিন আহমেদের। দ্বিতীয় দিনের সকালে নতুন বল হাতে জ্বলে ওঠেন তিনি। প্রথমেই আউট করেন রবীন্দ্র জাদেজা’কে। আজ এক রান’ও যোগ করতে পারেন নি তিনি। ৮৬ রানের মাথায় ধরা পড়েন লিটন দাসের (Litton Das) দস্তানায়। এরপর মাঠে নেমেছিলেন আকাশ দীপ (Akash Deeo)। আগ্রাসী ভঙ্গীতে ব্যাটিং করলেন তিনি। হাসান মাহমুদ’কে একটি চমৎকার কভার ড্রাইভ মারেন। থার্ড ম্যানের উপর দিয়েও একটি বলকে পাঠান বাউন্ডারির ঠিকানায়। কিন্তু ব্যক্তিগত ১৭ রানের মাথায় লং অফের উপর দিয়ে তাস্কিনকে (Taskin Ahmed) উড়িয়ে দিতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। অনিয়ন্ত্রিত শট তালুবন্দী করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
চেন্নাইয়ের ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin) গতকালই ছুঁয়েছিলেন কেরিয়ারের ষষ্ঠ টেস্ট শতরানের মাইলফলক। আজও প্রতিরোধ গরে তোলার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু তাঁর জমাট রক্ষণেও শেষমেশ ফাটল ধরাতে সক্ষম হন তাস্কিন। ১১৩ করে সাজঘরে ফেরেন তারকা অলরাউন্ডার। এরপর বেশীক্ষণ ইনিংসকে টেনে নিয়ে যেতে পারেন নি জসপ্রীত বুমরাহ। ৭ রান করে স্লিপে জাকির হাসানের (Zakir Hasan) হাতে ধরা পড়েন তিনি। ভারতীয় পেসারকে সাজঘরে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন হাসান মাহমুদ। পরপর দুটি ইনিংসে ৫টি করে উইকেট তুলে নিলেন তিনি। আজ সকালের প্রথম সেশনে মাত্র ৩৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় ভারত। ইনিংসে দাঁড়ি টানে ৩৭৬ রানের মাথায়।
বুমরাহ-আকাশ দীপের সামনে নড়বড়ে বাংলাদেশ-
পাকিস্তানের পাটা পিচে রানের পাহাড় গড়েছিলো বাংলাদেশ। কিন্তু রাওয়ালপিন্ডির সাথে চেন্নাইএর বাইশ গজের যে অনেক ফারাক, তা প্রথম সেশনেই হাড়েহাড়ে টের পেলেন পড়শি দেশের ব্যাটাররা। দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর ডেলিভারি’র লাইন বুঝতেই পারেন নি সাদমান ইসলাম। ‘লিভ’ করতে চেয়েছিলেন। বল অফস্টাম্পের বেলে চুম্বন করে যায়। ৬ বলে ২ রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। লাঞ্চের আগে শেষ ওভারে ঝড় তোলেন আকাশ দীপ (Akash Deep)। ওপার বাংলার ব্যাটারদের নাস্তানাবুদ করলেন এপার বাংলার পেসার। পরপর দুই ডেলিভারিতে উড়িয়ে দেন জাকির হাসান (৩) ও মোমিনুল হক (০)-এর স্টাম্প। আকাশ দীপের আগুনে বোলিং-এ বাংলাদেশ আপাতত ৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তুলেছে ২৬। অধিনায়ক শান্ত অপরাজিত ১৫ রানে।
AKASH DEEP – THE STAR. ⭐
Two Balls, Two Cleaned bowled from Akash Deep – This is High Quality bowling. 🔥pic.twitter.com/WhLUmohzI4
— Tanuj Singh (@ImTanujSingh) September 20, 2024
2 Ball 2 Wicket For Akash Deep🔥
Both Wickets Were Bowled Out.See The Happiness Level Of Indian Bowling Coach Morne Morkel & Head Coach Gambhir.
Akash Deep Belongs From Small Village Of Bihar. Now Playing For India And Making India Proud 🙏#JaspritBumrah #TravisHead… pic.twitter.com/JMKc8bCeZC
— Addy Boss 🇮🇳 (@addy__boss) September 20, 2024
What a sight for a fast bowler!
Akash Deep rattles stumps twice, giving #TeamIndia a great start into the second innings.
Watch the two wickets here 👇👇#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/TR8VznWlKU
— BCCI (@BCCI) September 20, 2024