IND vs BAN 1st Test: মাহমুদের আগুনে স্পেলে ছিন্নভিন্ন টপ-অর্ডার, ধাক্কা সামলে লড়ছেন যশস্বী-ঋষভ !! 1

IND vs BAN: চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) প্রথম টেস্ট ম্যাচ। প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে আজ অবধি ১৩ সাক্ষাতে একবারও পরাজিত হয় নি টিম ইন্ডিয়া। জয় ১১টিতে, ড্র হয়েছে দুটি ম্যাচ। তবে পুরনো পরিসংখ্যানকে পাত্তা দিতে বাংলাদেশ যে রাজী নয় তার আভাস মিলেছে দিনের প্রথম সেশনেই। সদ্য পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে টাইগার্সরা। ভারতের বিপক্ষেও সেই ফর্ম এবং আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নেমেছেন শান্ত-শাকিব’রা (Shakib Al Hasan)। আজ সকালে টসের মুদ্রা পড়েছে অতিথি দলের পক্ষেই। প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে তারা। চেন্নাইয়ের ‘অচেনা’ পিচে প্রথম সেশনে বেশ কঠিন যুদ্ধের মুখোমুখি হতে হলো টিম ইন্ডিয়াকে (Team India)। গতির তুফান ছুটিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশই।

Read More: IND vs BAN 1st Test: “মজে লেনে দো…” ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা, ভারত অধিনায়ককে একহাত নিলো সোশ্যাল মিডিয়া !!

মাহমুদ ম্যাজিকে কেঁপে গেলো টপ অর্ডার-

Hasan Mahnud | IND vs BAN | Image: Getty Images
Hasan Mahnud | IND vs BAN | Image: Getty Images

চেন্নাইতে সাধারণত মন্থর, টার্নিং পিচ দেখা যায়। তা সত্ত্বেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পরিকল্পনা যে সঠিক তা বোঝা গিয়েছে প্রথম ঘন্টাতেই। মেঘলা দিনে পিচ থেকে স্যুইং ও বাউন্স আদায় করে ভারতকে বেকায়দায় ফেলেছেন তাস্কিন, হাসান মাহমুদ’রা। প্রথম দিনের প্রথম সেশনের নায়ক নিঃসন্দেহে হাসান (Hasan Mahmud)। তাঁর আউটস্যুইং-এর জাদুতেই রীতিমত বিপর্যস্ত টিম ইন্ডিয়ার তারকাখচিত টপ-অর্ডার। প্রথমে ফেরান রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ভারত অধিনায়কের ব্যাটের কোণ স্পর্শ করে বল জমা পড়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্ত’র হাতে। ১৯ বলে ৬ রান করেই থামে তাঁর ইনিংস। এরপর আউট হন শুভমান গিল। দলীপ ট্রফিতে রান পান নি তিনি। ব্যর্থ হলেন ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টেস্টেও। খাতা খোলার আগেই ক্যাচ তুলে দেন লিটন দাসের হাতে।

গত ইংল্যান্ড সিরিজে পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। আট মাস পর টেস্টের আঙিনায় ফিরেছিলেন ভারতীয় মহাতারকা। প্রত্যাবর্তন সুখের হলো না তাঁর। অফস্টাম্পের বাইরের লাইন যে তাঁর ক্রিপ্টোনাইট, তা ক্রিকেট দুনিয়ার প্রায় সকলেই জানেন। সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই কোহলি’কে সাজঘরের রাস্তা দেখালেন হাসান মাহমুদ (Hasan Mahmud)। অফ স্টাম্পের লাইনের ঠিক বাইরে রেখেছিলেন গুড লেন্থ ডেলিভারিটি। কভার ড্রাইভ মারতে গিয়ে বিপদ ডেকে আনেন ভারতীয় মহাতারকা। বাড়িয়ে দেওয়া ব্যাটের আউটসাইড এজ স্পর্শ করে বল যায় উইকেটরক্ষকের কাছে। তা দস্তানাবন্দী করতে কোনো ভুলচুক করেন নি লিটন দাস (Litton Das)। মাত্র ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে ‘মেন ইন ব্লু।’ হাসানের পারফর্ম্যান্সে হাসি ফোটে বাংলাদেশ সমর্থকদের মুখে।

যশস্বী-ঋষভের ব্যাটে লড়াইতে ফিরলো ভারত-

Rishabh Pant | IND vs BAN | Image: Getty Images
Rishabh Pant | IND vs BAN | Image: Getty Images

টেস্ট ফর্ম্যাটে সাম্প্রতিক সময়ে ভারতের সবচেয়ে বড় আবিষ্কার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম্যান্স করেছেন তিনি। আজ বাংলাদেশের বিপক্ষেও (IND vs BAN) কঠিন পরিস্থিতিতে ভরসা যোগালেন দল’কে। এক প্রান্তে যখন পরপর উইকেট পড়ছে, তখন ঢাল হয়ে দাঁড়ান মুম্বইয়ের তরুণ তুর্কি। হাসান, তাস্কিন, নাহিদ-পেসত্রয়ীকে সামলান দারুণ ভাবে। মধ্যাহ্নভোজের বিরতিতে তিনি অপরাজিত রয়েছেন ৬২ বলে ৩৭ করে। মেরেছেন ৬টি চার। অন্যদিকে ২১ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে সাবলীল ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। যশস্বীর সাথে জুটি বেঁধে ভারতকে লড়াইতে ফিরিয়েছেন তিনিও। ৪৪ বলে ৫টি চারের সাহায্যে তিনিও পৌঁছে গিয়েছেন ৩৩ রানে। আপাতত দুই তরুণ তুর্কির উপরেই নির্ভর করে রয়েছে টিম ইন্ডিয়া’র ইনিংসের ভবিষ্যৎ।

Also Read: “অবসর নিয়ে নাও…” বাংলাদেশের বিরুদ্ধে ব্যার্থ হলেন বিরাট কোহলি, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *