IND vs BAN 1st T20i: অভিষেক হচ্ছে তরুণ পেসারের, বাংলাদেশ বধে সূর্যকুমারের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !! 1

IND vs BAN: টেস্টে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে ভারতীয় দল (IND vs BAN)। এবার চ্যালেঞ্জ টি-২০’র। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজকে মাথায় রেখে তারকাদের বিশ্রাম দেওয়া হয়েছে। কুড়ি-বিশের ক্রিকেটের জন্য তারুণ্যে ঠাসা দল ঘোষণা করেছে বিসিসিআই। জায়গা পান নি মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা। তাঁদের শূন্যস্থান পূরণ করার দায়িত্ব পেয়েছেন রিয়ান পরাগ (Riyan Parag), হর্ষিত রাণা, আর্শদীপ সিং-রা। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও দক্ষতায় তাঁরা যে বাংলাদেশের থেকে অনেকখানি এগিয়ে তার প্রমাণ গ্বালিয়রের মাঠে রবিবার দিতে মুখিয়ে রয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় শিবির। কোচ হিসেবে প্রথম ‘অ্যাসাইনমেন্টে’ শ্রীলঙ্কাকে ৩-০ হোয়াইটওয়াশ করেছিলেন গম্ভীর। বাংলাদেশকেও একইভাবে হারানোর ছক কষছেন তিনি।

যশস্বী ও শুভমান নেই দুজনেই। জায়গা দেওয়া হয় নি ঋতুরাজকে। তাই গ্বালিয়রে ওপেনিং-এ অভিষেক শর্মা’র (Abhishek Sharma) সাথে দেখা যাবে হয়ত সঞ্জু স্যামসনকে। টি-২০ দলে জায়গা পাকা করার মোক্ষম সুযোগ তাঁর সামনে। তিনে নামতে পারেন অধিনায়ক সূর্য স্বয়ং। তাঁর থেকে বড় রানের প্রত্যাশা থাকবে। চারে দেখা যেতে পারে রিয়ান পরাগ’কে। ব্যাটিং-এর পাশাপাশি স্পিন বোলিং-ও করতে পারেন তিনি। পাঁচ ও ছয়ে দুই পেস বোলিং অলরাউন্ডার শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) থাকার সম্ভাবনা। সাতে থাকছেন ‘ফিনিশার’ রিঙ্কু সিং। পরিস্থিতি অনুযায়ী তাঁকে ব্যাটিং অর্ডারে উপরের দিকেও তুলে আনতে পারেন কোচ গম্ভীর। ওয়াশিংটন সুন্দরের সাথে স্পিন বিভাগ সামলাতে পারেন রবি বিষ্ণোই। বিশেষজ্ঞ পেসার হিসেবে একাদশে জায়গা পেতে পারেন আর্শদীপ সিং। সাথে ‘এক্সপ্রেস’ গতির মায়াঙ্ককে জুড়ে দিতে পারে টিম ইন্ডিয়া।

Read More: বিশ্বকাপের শুরুতেই মুখ থুবড়ে পড়লেন ভারতের মেয়েরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুটলো লজ্জার হার !!

টি-২০ ম্যাচের সময়সূচি-

প্রথম টি-২০ ম্যাচ

তারিখ- ০৬/১০/২০২৪

ভেন্যু- শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম, গ্বালিয়র

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Gwalior Pitch Report (পিচ রিপোর্ট)-

Shrimant Madhavrao Scindia Cricket Stadium, Gwalior | Image: Twitter
Shrimant Madhavrao Scindia Cricket Stadium, Gwalior | Image: Twitter

ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি আয়োজিত হবে গ্বালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ১২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে গ্বালিয়রের মাটিতে। এর আগে এখানে একটিও আন্তর্জাতিক টি-২০ খেলা হয় নি। তবে সম্প্রতি মধ্যপ্রদেশ প্রিমিয়ার লীগে ব্যাটিং সহায়ক বাইশ গজে চোখে পড়েছে এখানে। এমপিএল-এর ১২টি ম্যাচের মধ্যে ৪টিতে এক ইনিংসে ২০০’র বেশী রান উঠেছে। রবিবারও রানের মহোৎসব চোখে পড়বে, আশায় ক্রিকেটজনতা। মধ্যপ্রদেশ প্রিমিয়ার লীগের ১২টি ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে প্রথম ব্যাটিং করা দল জয় পেয়েছে। বাকি ৮টিতে জয় এসেছে রান তাড়া করে। এই পরিসংখ্যান নিঃসন্দেহে ভাবনায় থাকবে দুই পক্ষের। সূর্যকুমার যাদব বা নাজমুল হোসেন শান্ত, টস যেই জিতুন না কেন, হয়ত প্রতিপক্ষকেই প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানাতে পারেন।

Gwalior Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Gwalior Weather | Image: Twitter
Gwalior Weather | Image: Twitter

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টির দাপটে  ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। তাই রবিবার গ্বালিয়রের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে রয়েছে কৌতূহল। বিশেষজ্ঞদের মতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৪ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৬১ শতাংশ থাকার সম্ভাবনা। যা অস্বস্তির কারণ হতে পারে ক্রিকেটারদের জন্য। এছাড়া হাওয়ার গতিবেগ থাকতে পারে ২ কিলোমিটার প্রতি ঘন্টা। স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। রবিবার মধ্যপ্রদেশের শহরে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানা গিয়েছে।

IND vs BAN Live Streaming (লাইভ স্ট্রিমিং)-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারতে আয়োজিত ম্যাচগুলি সম্প্রচারের জন্য রিয়ায়েন্স জিও’র সাথে চুক্তি করেছে বিসিসিআই। ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) সিরিজের প্রথম টি-২০তে টিভি’র পর্দায় দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। আর বিনামূল্যে অনলাইন স্ট্রিমিং হবে জিও সিনেমা অ্যাপ ও ওয়েবসাইটে।

IND vs BAN হেড টু হেড পরিসংখ্যান-

IND vs BAN | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

ভারত ও বাংলাদেশ (IND vs BAN) টি-২০’র ময়দানে সম্মুখসমরে নেমেছে ১৪টি ম্যাচে। সাফল্যের নিরিখে প্রতিপক্ষকে অনেকখানি পিছনে ফেলেছে টিম ইন্ডিয়া। তারা জিতেছে ১৩টি ম্যাচ। পক্ষান্তরে বাংলাদেশের জয়ের সংখ্যা মাত্র ১। ঘরের মাঠে ৩টি ম্যাচ জিতেছে ‘মেন ইন ব্লু।’ বাংলাদশের মাঠেও জিতেছে সমসংখ্যক ম্যাচ। বাকি ৭টি জয় এসেছে নিরপেক্ষ ভেন্যুতে। টাইগারবাহিনীর একমাত্র জয় এসেছে ভারতের মাঠে। ২০১৯ সালে টিম ইন্ডিয়াকে তারা হারিয়েছিলো দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে।

ভারতের সম্ভাব্য একাদশ-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ওপেনার- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন

মিডল অর্ডার – সূর্যকুমার যাদব, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে

ফিনিশার- রিঙ্কু সিং

বোলার- ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব

উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন

এক নজরে সম্ভাব্য ভারতীয় একাদশ-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

Also Read: মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়ছেন রোহিত শর্মা, নিলামের আগেই বস্তা ভরতি টাকায় এই দলে হচ্ছেন শামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *