IND vs BAN: আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ভারত সফর (IND vs BAN)। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে রয়েছে প্রথম টেস্ট ম্যাচ’টি। চলার কথা ২৩ সেপ্টেম্বর অবধি। এরপর দিন দুয়েকের বিরতি। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ২৬ সেপ্টেম্বর। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে কানপুরকে। যদিও একটি ধর্মীয় সংগঠনের হুমকিতে আপাতত প্রশ্নচিহ্ন রয়েছে ভেন্যু নিয়ে। শেষ মুহূর্তে ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত’ও নিতে পারে বিসিসিআই।
লাল বলের ফর্ম্যাটে ভারত-বাংলাদেশ দ্বৈরথ শেষ হয়ে যাওয়ার কথা ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এরপর তিনটি টি-২০ খেলবে দুই শিবির। প্রথমটি ৬ অক্টোবর গ্বালিয়রে। দ্বিতীয় ও তৃতীয়টি যথাক্রমে ৯ ও ১২ তারিখ দিল্লী ও হায়দ্রাবাদের মাঠে। চেন্নাই টেস্টটির জন্য দল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। দ্বিতীয় টেস্টের দল’ও ঘোষিত হবে কিছুদিনের মধ্যেই। টি-২০তে কারা সুযোগ পান, আগ্রহ রয়েছে তা নিয়ে।
Read More: ঈশান কিষণের দুর্ধর্ষ শতরানে কপাল পুড়লো এই তারকা’র, জাতীয় দলের দরজা হতে চলেছে বন্ধ !!
তরুণদের ফেরানোর ভাবনা টিম ইন্ডিয়া’র-
অক্টোবরের মাঝামাঝি সময়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) আবার ঘরের মাঠে তিন টেস্টের সিরিজ রয়েছে ভারতের। তারপর অপেক্ষা করে রয়েছে অস্ট্রেলিয়া সফর। আপাতত সেদিনেই নজর দিচ্ছে বিসিসিআই। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ টি-২০ সিরিজে তাই শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের ডাক না পাওয়ারই সম্ভাবনা। বিশ্রাম দেওয়া হতে পারে তাঁদের। দেখা যাবে না কে এল রাহুল (KL Rahul) বা ঋষভ পন্থকেও (Rishabh Pant)। ওয়ার্কলোড ম্যানেজ করার চেষ্টা করা হবে তাঁদের।
কপাল খুলতে পারে ঈশান কিষণের (Ishan Kishan)। প্রায় দশ মাস পর জাতীয় দলে ফিরতে পারেন তিনি। ওপেনার হিসেবে প্রথম একাদশে ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে সুযোগ করে দেওয়া হতে পারে। দ্বিতীয় ওপেনার হিসেবে দেখা যেতে পারে পৃথ্বী শ-কে (Prithvi Shaw)। ২০২১ থেকে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। অবশেষে ফেরানো হতে পারে তাঁকে। এছাড়াও তিনে নামতে পারেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। জিম্বাবুয়ে সফরে শতরান করেছিলেন তিনি। চাইবেন ঘরের মাঠেও বড় রান করতে।
নেতৃত্বে সূর্যকুমার, প্রত্যাবর্তন হার্দিক পান্ডিয়ার-
বুচি বাবু টুর্নামেন্টে হাতে চোট পাওয়ায় দলীপ ট্রফি খেলা হয় নি সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজে ক্রিকেটের আঙিনায় ফিরতে চলেছেন তিনিও। পূর্ণ সময়ের দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে মগজাস্ত্রের ধার চিনিয়েছেন তিনি। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিলেন ৩-০ ফলে। ব্যাটে-বলে নিজে পারফর্ম’ও করেছিলেন। ঘরের মাঠেও সেই একই স্কোরলাইন ধরে রাখতে চাইবেন তিনি।
হার্দিক পান্ডিয়াকেও (Hardik Pandya) দেখা যেতে পারে ভারতীয় স্কোয়াডে। কুড়ি-বিশের বিশ্বকাপ জয়ের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দু’টি টি-২০ খেলেছিলেন তিনি। এরপর বিশ্রাম নিয়েছিলেন ওডিআই সিরিজ থেকে। গ্রীসে ছুটি কাটিয়ে ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছেন তিনি। গম্ভীর জমানাতেও নিজের গুরুত্ব বোঝাতে মরিয়া থাকবেন তিনি। হার্দিককে যে ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এ নজর দিতে হবে, তা স্পষ্ট করেছেন কোচ।
নেই বুমরাহ, রিঙ্কু-রিয়ানে ভরসা ভারতের-
ভারতের হয়ে খেলতে দেখা যাবে রিঙ্কু সিং (Rinku Singh) ও রিয়ান পরাগ’কে (Riyan Parag)। লোয়ার অর্ডারে ব্যাট হাতে নামতে পারেন দু’জনেই। ‘ফিনিশিং’-এর দায়িত্ব থাকবে তাঁদের উপর। রিয়ানকে বাড়তি স্পিনার হিসেবেও খেলানো হতে পারে। এছাড়া থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। রবি বিষ্ণোইকেও (Ravi Bishnoi) দেখা যেতে পারে নীল জার্সি গায়ে। বিশ্রামে পাঠানো হতে পারে কুলদীপ যাদবকে। যুজবেন্দ্র চাহাল’কে রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজাতে পারেন গৌতম গম্ভীর। পেসার মহম্মদ শামি এখনও সম্পূর্ণ ফিট নন। তাঁর এই টি-২০ সিরিজে খেলার কোনো প্রশ্ন নেই।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থাকায় মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরাহকেও (Jasprit Bumrah) কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টি-২০ সিরিজে খেলানো হবে না। বরং দুই পেসার হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দেখা যেতে পারে বাম হাতি আর্শদীপ সিং (Arshdeep Singh) ও ডান হাতি আবেশ খান’কে (Avesh Khan)। তৃতীয় পেসার হিসেবে দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
এক নজরে ভারতের সম্ভাব্য একাদশ-
পৃথী শ, ঈশান কিষণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, আবেশ খান, আর্শদীপ সিং।
Also Read: IND vs BAN: পাকিস্তানের পর এবার নজরে ভারত, টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিলো বাংলাদেশ !!