ind-vs-ban-1st-t20-dream-11-prediction

IND vs BAN: টেস্ট সিরিজে একপেশে দাপট দেখিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। এবার লড়াই টি-২০’র ময়দানে। পরিসংখ্যান বলছে কুড়ি-বিশের ক্রিকেটেও বরাবরই প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) ছড়ি ঘুরিয়েছে ‘মেন ইন ব্লু।’ রবিবার গ্বালিয়রেও সেই ‘ট্র্যাডিশন’ বজায় রাখতে চাইবেন সূর্যকুমার যাদব’রা। সামনেই রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া টেস্ট সিরিজ। সেই কারণে জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিলদের মত খেলোয়াড়কে বাংলাদেশ সিরিজে রাখে নি বিসিসিআই। মহাতারকাদের অনুপস্থিতিতে তাঁদের জুতোয় পা গলিয়ে কেমন পারফর্ম করেন তরুণ তুর্কি’রা, নজর থাকবে সেইদিকে। পক্ষান্তরে বাংলাদেশ দলেও রয়েছেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, তাওহিদ হৃদয়’দের মত একঝাঁক তরুণ। তাদের দিকেও তাকিয়ে থাকবেন ক্রিকেটজনতা।

গ্বালিয়রের মাঠে সেরা পারফর্মার কারা হতে পারেন? এই নিয়ে চলছে জোর চর্চা। ভারতের হয়ে একাদশে ফিরতে পারেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। জিম্বাবুয়ের পর বাংলাদেশের বিপক্ষেও জ্বলে উঠতে পারেন তরুণ ওপেনার। টি-২০তে সবসময়ই ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা রাখেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ফোকাস থাকবে তাঁর উপরেও। ‘মেন ইন ব্লু’র হয়ে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া’ও। রবিবারের ম্যাচ বড় সুযোগ সঞ্জু স্যামসনের জন্য। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে বড় ভূমিকা নিতে পারেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। টি-২০ বিশ্বকাপে নজর কেড়েছিলেন স্পিনার রিশাদ হোসেন (Rishad Hossain)। ভারতের পিচে কেমন পারফর্ম করেন সেদিকে তাকিয়ে অনেকে। এছাড়াও বোলারদের মধ্যে আর্শদীপ সিং ও মুস্তাফিজুর রহিম ম্যাচের মোড়া ঘোরাতে পারেন বলে মনে করা হচ্ছে।

Read More: IND vs BAN 1st T20i: অভিষেক হচ্ছে তরুণ পেসারের, বাংলাদেশ বধে সূর্যকুমারের ‘ব্রহ্মাস্ত্র’ হবেন এই ক্রিকেটার !!

IND vs BAN ম্যাচের সময়সূচি-

প্রথম টি-২০ ম্যাচ

তারিখ- ০৬/১০/২০২৪

ভেন্যু- শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম, গ্বালিয়র

সময়- সন্ধ্যে ৭টা (ভারতীয় সময়)

Gwalior Pitch Report (পিচ রিপোর্ট)-

Shrimant Madhavrao Scindia Stadium, Gwalior | Image: Twitter
Shrimant Madhavrao Scindia Stadium, Gwalior | Image: Twitter

ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টি-২০ সিরিজের প্রথম ম্যাচটির ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্বালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম’কে। ১২ বছর পর আন্তর্জাতিক ম্যাচের আসর বসছে এই মাঠে। আগে এখানে কখনও আন্তর্জাতিক টি-২০ খেলা হয় নি। তবে সম্প্রতি মধ্যপ্রদেশ প্রিমিয়ার লীগ টুর্নামেন্টে গ্বালিয়রে ব্যাটিং সহায়ক বাইশ গজ চোখে পড়েছে। ১২টি ম্যাচের মধ্যে ৪টিতে এক ইনিংসে ২০০ রান উঠেছে। রবিবার’ও বড় রান উঠবে, আশায় রয়েছেন ক্রিকেটজনতা। মধ্যপ্রদেশ প্রিমিয়ার লীগের যে ১২টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে ৮টিতে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ব্যাটিং করে জয়ের সংখ্যা ৪। রবিবার টসজয়ী অধিনায়ক প্রথম প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানাতে পারেন।

Gwalior Weather Forecast (আবহাওয়ার পূর্বাভাস)-

Gwalior Weather | Image: Twitter
Gwalior Weather | Image: Twitter

কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে বৃষ্টিতে টেস্ট ম্যাচের আড়াই দিন পণ্ড হওয়ার পর স্বাভাবিক কারণেই গ্বালিয়রের আবহাওয়া নিয়ে রয়েছে কৌতূহল। হাওয়া অফিস জানিয়েছে যে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রী বা তার কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬১ শতাংশ। যা অস্বস্তিতে ফেলতে পারে খেলোয়াড়দের। ২ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। তবে স্বস্তির খবর শুনিয়েছেন আবহাওয়াবিদ্‌’রা। রবিবার গ্বালিয়রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। নির্বিঘ্নে আয়োজিত হতে পারে ম্যাচ।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-

IND vs BAN | Image: Twitter
IND vs BAN | Image: Twitter

ভারত (IND)-

অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।

বাংলাদেশ (BAN)-

লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাস্কিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

IND vs BAN প্রথম টি-২০, Dream 11 Prediction-

ব্যাটার- সূর্যকুমার যাদব, নাজমুল হোসেন শান্ত, অভিষেক শর্মা, রিঙ্কু সিং

অলরাউন্ডার- হার্দিক পান্ডিয়া, মেহদী হাসান মিরাজ

উইকেটরক্ষক- সঞ্জু স্যামসন, লিটন দাস

বোলার- রিশাদ হোসেন, আর্শদীপ সিং, মুস্তাফিজুর রহমান

অধিনায়ক- সূর্যকুমার যাদব

সহ-অধিনায়ক- অভিষেক শর্মা

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: বিশ্বকাপের শুরুতেই মুখ থুবড়ে পড়লেন ভারতের মেয়েরা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জুটলো লজ্জার হার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *