IND vs BAN: টেস্ট সিরিজে একাধিপত্য দেখিয়েছে টিম ইন্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) আজ থেকে লড়াই টি-২০’র ময়দানে। একঝাঁক তারকাকে বাইরে রেখে দল সাজিয়েছে ‘মেন ইন ব্লু।’ তা সত্ত্বেও ঘরের মাঠে তাঁরাই যে ফেভারিট তা বুঝিয়ে দিলেন সূর্যকুমার যাদবরা। টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলো ভারত। শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছে টাইগারবাহিনীর ব্যাটিং-কে। পাওয়ার প্লে’র মধ্যেই জোড়া ওপেনারকে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন আর্শদীপ সিং। এরপর জ্বলে ওঠেন মায়াঙ্ক যাদব, বরুণ চক্রবর্তীরা। কেকেআর স্পিনার বছর তিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বেশ ভালো পারফর্ম্যান্স করলেন। লাল-সবুজ জার্সিতে খানিক লড়াই করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, প্রতিরোধের প্রয়াস দেখা গেলো মেহদী হাসান মিরাজের ব্যাটেও। কিন্তু ১৯,৫ ওভারে ১২৭-এই অল-আউট হলো বাংলাদেশ।
Read More: IND vs BAN: “আজকেও হারতে হবে…” ভারতের বিরুদ্ধে ১২৭ রানে শেষ হলো বাংলাদেশের ব্যাটিং, সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা !!
বাংলাদেশের ব্যাটিং সমস্যা অব্যাহত-
আজ বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন ও লিটন কুমার দাস (Litton Das)। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করেও বেশীদূর এগোতে পারলেন না লিটন। কানপুর টেস্টে যেমন বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়েছিলেন, আজও দেখা গেলো একই ছবি। ধরা পড়েন রিঙ্কু সিং-এর হাতে। গ্রিন পার্কে উইকেটশিকারী ছিলেন সিরাজ, আজ লিটন’কে ফেরালেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। নিজের দ্বিতীয় ওভারে পাঞ্জাবের পেসার ফিরিয়ে দেন পারভেজ হোসেনকেও। ৯ বলে ৮ করে বোল্ড হন তিনি। তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। তামিলনাড়ু’র স্পিনারের রহস্যভেদ করতে ব্যর্থ বাংলাদেশ ব্যাটাররা। স্পেলের শুরুতেই তিনি আউট করেন তাওহিদ হৃদয়কে। বিপিএলে ঝড় তোলা হৃদয়ের থেকে অনেক প্রত্যাশা ছিলো টাইগারদের। কিন্তু ১৮ বলে ১২’র মন্থর ইনিংসেই আটকে রইলেন তিনি।
কৌতূহলের কেন্দ্রবিন্দুতে আজ ছিলেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। গত আইপিএল মরসুমে নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তার বেশী গতিতে বোলিং করে নজর কেড়ে নিয়েছিলেন দিল্লীর তরুণ। তাঁর স্পিডোমিটারের কাঁটা স্পর্শ করেছিলো ১৫৬.৭ কিমি/ঘন্টা’ও। আজ ভারতের নীল জার্সিতে অভিষেক হলো তাঁর। মায়াঙ্কের বাড়তি গতি সামলাতে গিয়ে বেশ সমস্যায় পড়েন বাংলাদেশী ব্যাটাররা। কেরিয়ারের প্রথম ওভারেই মেডেন দেন মায়াঙ্ক। তাঁর প্রথম শিকার হলেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ (Mahmudullah)। টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভালো পারফর্ম করতে না পেরে এমনিতেই তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছিলেন মাহমুদুল্লাহ। প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুল অবধি জানিয়েছেন যে ভারত সফরেই কেরিয়ারে ইতি টানতে পারেন তিনি। আজ ২ বলে ১ করায় সমস্যা বাড়লো তাঁর।
চাপের মুখেও লড়াই চালিয়ে গেলেন শান্ত-মিরাজ-
পরপর উইকেট পড়তে থাকলেও প্রতিরোধের প্রয়াস চালান নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে চমৎকার খেলেছিলেন তিনি। আজও ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে চেয়েছলেন তিনি। কিন্তু সঠিক সময় অফস্পিনার ওয়াশিংটন সুন্দরের হাতে বল তুলে দিয়ে বাজিমাত করে যান ভারত অধিনায়ক সূর্য। ব্যক্তিগত ২৭ রানের মাথায় শান্ত ক্যাচ তুলে দেন ওয়াশিংটনের হাতেই। প্রত্যাবর্তন ম্যাচে জ্বলে ওঠেন বরুণ চক্রবর্তী। জাকের আলি ও রিশাদ হোসেনকেও আউট করেন তিনি। শাকিব-হীন বাংলাদেশে ভরসার মুখ যে এখন মেহদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz), তা প্রমাণিত হলো আরও একবার। বাংলাদেশ ১২০’র গণ্ডী পেরোলো তাঁরই সৌজন্যে। শেষমেশ ৩২ বলে ৩৫ করে অপরাজিত থাকেন তিনি। আর্শদীপের তৃতীয় শিকার হয়ে শরিফুল ফিরতেই যবনিকা পড়ে বাংলাদেশ ইনিংসে।