ind-vs-aus-young-players-to-get-chance

IND vs AUS: ক্রিকেটবিশ্বের চোখ এখন আহমেদাবাদের দিকে। সেখানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। দুই হেভিওয়েট দলের দ্বৈরথ ঘিরে উত্তেজনা চরমে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ফের একবার সাফল্যের শিখরে পৌঁছাতে মরিয়া। প্রথম দুই ম্যাচ হেরেছিলো তারা। কিন্তু প্যাট কামিন্সের দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে টুর্নামেন্টে। টানা আট ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে ফাইনালে। অন্যদিকে ভারতের ফর্ম’ও চোখ ধাঁধিয়ে দিয়েছে বিশেষজ্ঞমহলের। দশ ম্যাচ খেলে দশটিতেই অপরাজিত রোহিত শর্মা, বিরাট কোহলি’রা। যে অনবদ্য ক্রিকেট ভারত এবং অস্ট্রেলিয়া, দুই শিবির এখনও পর্যন্ত উপহার দিয়েছে বিশ্বকাপে, তাতে ফাইনাল যে জমে যাবে তা নিয়ে সন্দেহ নেই কারও।

বিশ্বকাপ ফাইনালেই অবশ্য ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) প্রতিদ্বন্দ্বিতার ইতি পড়ছে না আপাতত। ফাইনালের দিন চারেকের মধ্যেই টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে ৫টি ম্যাচ খেলবে তারা। বিশ্বকাপের ধকল শেষে প্রথম দলের অধিকাংশ তারকাকেই বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে ভারতীয় শিবিরের। পাশাপাশি ২০২৪-এর টি-২০ বিশ্বকাপের জন্য নবীন তারকাদের পরখ করে দেখার ভাবনাও রয়েছে বিসিসিআই-এর অন্দরে। শোনা যাচ্ছে সিনিয়রদের বাইরে রেখে নতুন মুখদের সামনে এগিয়ে দেবেন রজার বিনি (Roger Binny), জয় শাহ’রা (Jay Shah)। কোচ রাহুল দ্রাবিড়’ও (Rahul Dravid) থাকতে পারেন বিশ্রামে। এশিয়ান গেমসের মতই অস্ট্রেলিয়া সিরিজেও প্রশিক্ষকের চেয়ারে বসবেন ভিভিএস লক্ষ্মণ।

Read More: World Cup 2023: ভারতীয় দলের পরবর্তী MS ধোনি হয়ে উঠছেন এই ক্রিকেটার, বিশ্বকাপে দারুণ কার্যকরী রোহিতের ব্রহ্মাস্ত্র !!

সূর্যকুমার যাদব হতে পারেন অধিনায়ক-

Suryakumar Yadav | IND vs AUS | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর থেকেই কুড়ি-বিশের ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’রা। একদিনের বিশ্বকাপের একদম পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। রোহিতের অবর্তমানে গত এক বছর টি-২০ দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নিজের বোলিং-এর ফলো থ্রু’তে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন হার্দিক (Hardik Pandya)। তাঁর লিগামেন্টে আঘাত লেগেছে। বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে। ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে তাঁরও খেলার সম্ভাবনা নেই। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর যে রোহিত ও হার্দিকের অবর্তমানে নেতৃত্বের ব্যাটন উঠতে পারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। গত এক বছর ধরে তিনি কুড়ি-বিশের ক্রিকেটে হার্দিকের ডেপুটির ভূমিকা পালন করেছেন। অবশেষে অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে নেতা হিসেবে অভিষেক হতে পারে তাঁর।

ভারতীয় দলে সুযোগ পাবেন একঝাঁক নতুন মুখ-

Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images
Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images

এশিয়া কাপ, বিশ্বকাপের মত দুই বড় প্রতিযোগিতায় একটানা খেলেছেন ভারতীয় তারকারা। দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাই পুরো দলকেই বিশ্রামে পাঠানোর পরিকল্পনা রয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির। বদলে এক ঝাঁক নতুন মুখকে দেখা যেতে পারে নীল জার্সিতে। গায়কোয়াড়কে। কিছুদিন আগে ঋতুরাজের (Ruturaj Gaikwad) নেতৃত্বাধীন ভারতীয় দল চীনের হাংঝৌ এশিয়ান গেমস থেকে সোনা জিতে ফিরেছে। দেশের মাটিতেও সেই দলের বেশ কয়েকজন সদস্যকে সুযোগ দিয়ে দেখতে পারে বিসিসিআই।

এশিয়ান গেমসের সোনাজয়ী দলের যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, তিলক বর্মাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল। যশস্বী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চমৎকার খেলেছিলেন। রিঙ্কু’ও আয়ারল্যান্ড সিরিজে সুযোগ পেয়েই বুঝিয়ে দিয়েছিলেন ‘ফিনিশার’-এর ভূমিকায় তিনি কতটা কার্যকরী। বোলিং বিভাগে রবি বিষ্ণোই (Ravi Bishnoi), আর্শদীপ সিং (Arshdeep Singh), আবেশ খান’রা খেলবেন। টাইমস ইফ ইন্ডিয়া’কে বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন বোলিং বিভাগে সিরাজ, বুমরাহ, শামি’রা না থাকায় ফের ডাক পেতে পারেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।

IND vs AUS সিরিজে সম্ভাব্য ভারতীয় স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই।

Also Read: World Cup 2023: “ফাইনালেও যেন রোহিত এমনই করে…” টস নিয়ে পাক ক্রিকেটমহলের আক্রমণের মোক্ষম জবাব দিলেন ওয়াসিম জাফর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *