IND vs AUS: ভারতীয় ইনিংসের ৬০তম ওভারে হাত ঘোরাচ্ছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। সদ্য নীতিশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) বোল্ড করে তখন আত্মবিশ্বাসে ভরপুর অস্ট্রেলীয় অধিনায়ক। নতুন ব্যাটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) সামলাতে পারেন নি ওভারের ষষ্ঠ ডেলিভারিটি। শর্ট লেন্থে পিচ করা বলের লাইন থেকে কোনোক্রমে সরে যেতে সক্ষম হন ভারতীয় টেল-এন্ডার। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাটের খুব কাছ দিয়ে গিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির (Alex Carey) দস্তানায়। কট্-বিহাইন্ডের জন্য আপিল করে ব্যাগি গ্রিন বাহিনী। কিন্তু সম্মতি দেন নি আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ডিআরএস নেওয়ার জন্য ১৫ সেকেন্ড সময় ছিলো অস্ট্রেলিয়ার কাছে। খানিক আলোচনার পর তা না নেওয়ারই সিদ্ধান্ত নেন কামিন্স (Pat Cummins)। নিজের টুপি চেয়ে নিয়ে ফিরে যান ফিল্ডিং পজিশনে।
Read More: ভাগ্য খুললো KKR তারকা রিঙ্কু সিংয়ের, আগামী মৌসুমে দেবেন দলকে নেতৃত্ব !!
বৃষ্টিভেজা ব্রিসবেনে বারবার আজ বন্ধ হলো খেলা। সেই নিস্তরঙ্গার মাঝেই খানিক উত্তেজনা যোগ করলো এক কিশোর ক্রিকেট ভক্ত। ব্যাগি গ্রিন শিবির রিভিউ না নিলেও গ্যালারির মনোভাব যে তার ঠিক ১৮০ ডিগ্রী বিপরীতে, তা বোঝা গিয়েছিলো সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ঐ কিশোর অজি সমর্থককে ফ্রেমবন্দী করার সঙ্গে সঙ্গেই। কালো টি-শার্ট পরিহিত খুদে ভক্তকে দেখা গেলো উত্তেজিত ভাবে রিভিউ-এর ‘T’ চিহ্নটি দেখাতে। চিৎকার করে কামিন্স (Pat Cummins), ক্যারিদের যেন ডিআরএস নেওয়ার পরামর্শও দিচ্ছিলো সে। কিন্তু ব্রিসবেনের গ্যালারি থেকে সেই আওয়াজ ক্রিকেটারদের কানে পৌঁছায় নি। পরে রিপ্লেতে অবশ্য দেখা যায় যে কামিন্সের সিদ্ধান্তই সঠিক। বল আদৌ লাগে নি ব্যাটে। সে যাত্রায় রক্ষা পেলেও ১ রানের বেশী গাব্বায় করতে পারেন নি সিরাজ (Mohammed Siraj)। তাঁকে ফেরান মিচেল স্টার্ক।
গাব্বায় এখনও পর্যন্ত চালকের আসনে অস্ট্রেলিয়াই (IND vs AUS)। গতকালের খেলা শেষে ভারতের স্কোরবোর্ডে ছিলো মাত্র ৫১ রান। যশস্বী, শুভমান, কোহলি ও ঋষভের মত ব্যাটিং মহারথীরা ফিরে গিয়েছিলেন সাজঘরে। আজ সকালে আউট হন রোহিত’ও। ধুঁকতে থাকা টিম ইন্ডিয়াকে এরপর খানিক দিশা দেখালেন কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা। নাথান লিয়ঁ’র বলে আউট হওয়ার আগে ৮৪ করেন রাহুল। অনবদ্য অর্ধশতক এলো জাদেজার ব্যাটেও। ১৬ রানের কার্যকরী ইনিংস খেলেন নীতিশ কুমার রেড্ডি’ও। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ‘মেন ইন ব্লু’র স্কোর ৯ উইকেটের বিনিময়ে ২২২। ক্রিজে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও আকাশ দীপ। এখনও ২২৩ রানে পিছিয়ে ভারতীয় দল। ফলো-অন বাঁচাতে হলেও চাই ২৩ রান। আগামীকাল ফের ব্যাট করতে হতে পারে কোহলি-রোহিতদের। বৃষ্টি সহায় হলে ড্র হতে পারে এই টেস্ট।