অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বক্সিং ডে টেস্টের পরই সামনে এসেছে ভারতীয় ড্রেসিংরুমের ফাটল। টিম কম্বিনেশন, অধিনায়কত্বের মত বিষয়গুলি নিয়ে স্কোয়াডের সকল সদস্যের মতামত যে একই রকম নয়, তা স্পষ্ট হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর। শেষ সাতটি টেস্টের মধ্যে পাঁচটিতে হেরেছে ‘মেন ইন ব্লু।’ হতশ্রী পারফর্ম্যান্সের জন্য সংবাদমাধ্যমে যে সমালোচনা চলছে তার প্রভাব পড়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে খাদের কিনারে পৌঁছে যাওয়া দলের নেতৃত্বে বদল আনা প্রয়োজন কিনা তা নিয়েই নাকি দুই ভাগ ড্রেসিংরুম। রোহিতের (Rohit Sharma) বদলে এক সিনিয়র সদস্য নিজের নাম অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে প্রস্তাব করেছেন। ধোঁয়াশা অনেক গুণ বেড়েছে সিডনিতে রোহিত শর্মা’কে বাইরে রেখে ভারত মাঠে নামায়। কঠিন পরিস্থিতিতে বিভেদ নয়, বরং একতা প্রয়োজন, এক সাক্ষাৎকারে বললেন যোগরাজ সিং।
Read More: ভাঙন চাহাল-ধনশ্রী সম্পর্কে, ডিভোর্সের পথে সেলিব্রিটি জুটি !!
টিম ইন্ডিয়ার পাশে দাঁড়াচ্ছেন যোগরাজ-
মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নেন যোগরাজ (Yograj Singh)। মহেন্দ্র সিং ধোনি সংক্রান্ত তাঁর একাধিক তীর্যক মন্তব্য এর আগে ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। আক্রমণের মুখেও পড়েছেন। কিন্তু অবস্থান বদলান নি যুবরাজ সিং-এর বাবা। এবার অস্ট্রেলিয়া সফররত (IND vs AUS) ভারতীয় ড্রেসিংরুমের টালমাটাল অবস্থা নিয়েও মুখ খুলেছেন তিনি। সাফল্য-ব্যর্থতা খেলোয়াড়ের জীবনের অঙ্গ, মনে করেন যোগরাজ। টিম ইন্ডিয়াকে এখনই ‘ব্যর্থ’ বলে দাগিয়ে দেওয়া ঠিক হবে না, মত তাঁর। সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, “অনেক ক্রিকেট এখনও বেঁচে রয়েছে। এহেন সমালোচনা মোটেই ঠিক নয়। আপনি আমায় একটা কথা বলুন। আমি অবাক হয়ে যাই ভেবে যে আমাদের দেশে আমরাই খেলোয়াড়দের ভগবান বানাই, আবার আমরাই মাটিতে আছড়ে ফেলি।”
খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের মত গুরুত্বপূর্ণ বিষয় সাক্ষাৎকারে তুলে ধরেছেন যোগরাজ সিং। সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে তাঁর মন্তব্য, “আমরা যখন খেলোয়াড়দের মাটিতে আছড়ে ফেলি তখন খেয়াল করি না যে ওঁদের চোটটাও যথেষ্ট লাগবে। প্রচণ্ড কষ্ট হয়। রাতে ঘুম আসে না। একের পর এক হার, দেশ আপনার বিরুদ্ধে, সংবাদমাধ্যম আপনার বিরুদ্ধে, গোটা অস্ট্রেলিয়া আপনার বিরুদ্ধে-এই সময় জোটবদ্ধ হয়ে পরিবারের মতই থাকা উচিৎ। আমরা এমনটা কেন করি? আমি মনে করি এই মুহূর্তে সংবাদমাধ্যম, বিসিসিআই ও আমাদের সকলের উচিৎ ভারতীয় খেলোয়াড়দের পাশে থাকা। এখনও সিরিজ বাকি রয়েছে। এখনও তো চার দিন খেলা বাকি রয়েছে। যদি আমরা এই ম্যাচটা জিতে নিই, তাহলে তো আবার মনোভাব বদলে যাবে। তখন আমরাই তারিফ করবো।”
দেখুন কি বলেছেন যোগরাজ-
We need to support Indian cricket team: Yograj Singh 🙏 #RohitSharma𓃵 #AUSvINDIA #AUSvsIND #INDvsAUS #INDvsAUSTest pic.twitter.com/najgyJ7mko
— Mera Pedia (@MeraPedia) January 3, 2025
সিডনিতে লড়ছে ভারতীয় দল-
সিডনিতে আজ পঞ্চম টেস্টের (IND vs AUS) দ্বিতীয় দিনে ছড়ি ঘোরালেন বোলাররা।স্মিথ, লাবুশেনরা বেশী দূর এগোতে পারেন নি। সিরাজ (Mohammed Siraj) ও প্রসিদ্ধ কৃষ্ণা ৩টি করে উইকেট পান। ২ উইকেট পান নীতিশ কুমার রেড্ডি। পিঠের পেশীতে টান ধরার কারণে মাঠ ছাড়ার আগে ২টি উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। দ্রুত সাজঘরে ফেরেন কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল’রা। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন বিরাট কোহলিও (Virat Kohli)। আজ তাঁর সংগ্রহে ৬ রান। ঋষভ পন্থের (Rishabh Pant) ধুন্ধুমার ৬১’র সুবাদে লড়াতেই রয়েছে ভারত। আজ খেলা শেষে তাদের স্কোর ৬ উইকেটের বিনিময়ে ১৪১। লিড ১৪৫ রানের।