ind-vs-aus-virat-kohli-mocks-scg-crowd

IND vs AUS: এক দশক পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ (IND vs AUS) হাতছাড়া হলো টিম ইন্ডিয়ার। আজ সিডনিতে হারতে হলো ৬ উইকেটের ব্যবধানে। এই ম্যাচে জিতলে বর্ডার-গাওস্কর ট্রফি ধরে রাখার পাশাপাশি আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশাও বাঁচিয়ে রাখতে পারত ভারত। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা (Prasidh Krishna)। গতকাল ‘মেন ইন ব্লু’র স্কোরবোর্ডে ছিলো ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান। আজ সকালে মাত্র ১৬ রানের মধ্যে বাকি চার উইকেট হারায় তারা। ১৬২-এর লক্ষ্য নিয়ে মাঠে নামা অস্ট্রেলিয়া ৪ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে লক্ষ্যমাত্রা। স্মিথ (Steve Smith), লাবুশেন, কনস্টাস, খোয়াজা’রা (Usman Khawaja) ফিরলেও সেই ট্র্যাভিস হেডের (Travis Head) ব্যাটই বাধা হয়ে দাঁড়ালো টিম ইন্ডিয়ার জন্য।

Read More: IND vs AUS 5th Test: “আগাগোড়া বদল চাই…” অস্ট্রেলিয়াতে সিরিজ হার ভারতের, ক্ষোভ উগড়ে দিলো নেটমাধ্যম !!

অস্ট্রেলীয় দর্শকদের খোঁচা কোহলির-

Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

ব্যাট হাতে অজি বাহিনী যখন ধীরে ধীরে জয়ের দিকে এগোচ্ছে, তখন গ্যালারি থেকে ভারতীয় ক্রিকেটারদের দিকে উড়ে এসেছিলো একের পর এক কটাক্ষ, কটূক্তি। এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) জয়ের আগাম উৎসব শুরু করে দিয়েছিলেন ব্যাগি গ্রিন সমর্থকেরা। বাইশ গজের লড়াইতে পিছিয়ে পড়লেও বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী যে ভারত ছাড়বে না তা প্রমাণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)। উত্তেজিত অস্ট্রেলীয় গ্যালারির বিরুদ্ধে একাই লড়ে গেলেন তিনি। রোহিত শর্মা সরে দাঁড়িয়েছিলেন সিডনি টেস্ট থেকে। অন্তর্বর্তীকালীন নেতা জসপ্রীত বুমরাহ’ও (Jasprit Bumrah) পিঠের পেশীতে টান লাগায় মাঠের বাইরে যেতে বাধ্য হন। দল সামলাচ্ছিলেন কোহলিই (Virat Kohli)। উদ্ধত সমর্থকদের পালটা দিতে ‘স্যান্ডপেপার কেলেঙ্কারি’র স্মৃতি উস্কে দিলেন তিনি।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) টেস্ট চলাকালীন বলে শিরীষ কাগজ বা স্যান্ডপেপার ঘষার অভিযোগ উঠেছিলো অস্ট্রেলীয় দলের বিরুদ্ধে। ক্যামেরন ব্যাকক্রফট, ডেভিড ওয়ার্নার (David Warner) ও তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথের দিকে আঙুল উঠেছিলো। নির্বাসিতও হয়েছিলেন তিন জন’ই। আজ সেই ঘটনা মনে করালেন কোহলি (Virat Kohli)। ম্যাচ চলাকালীন নিজের পকেটের দিকে ইঙ্গিত করেন ভারতীয় তারকা। আদতে পকেটে যে শিরীষ কাগজ নেই তাই ক্যামেরায় দেখিয়েছেন তিনি। বলে শিরীষ কাগজ ঘষার ইঙ্গিতও করতে দেখা যায় তাঁকে। এছাড়া নিজের বুকে হাত দিয়ে বুঝিয়েছেন যে তিনি ও তাঁর সতীর্থরা অনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন না। হারলেও ক্রিকেটীয় স্পিরিট বজায় রাখেন তাঁরা। কোহলির (Virat Kohli) এই কর্মকাণ্ড কেড়ে নিয়েছে সংবাদমাধ্যমের স্পটলাইন। ভাইরাল হয়েছে ভিডিও।

দেখে নিন সেই ভিডিও-

বিরাটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা-

Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

অস্ট্রেলিয়াতে চুড়ান্ত ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli) । ৯ ইনিংসে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৩.৭৫। পার্‌থ-এর শতকটি বাদ দিলে আরও হতশ্রী দেখায় পরিসংখ্যান। অফস্টাম্পের বাইরের লাইনের বল বারবার সমস্যায় ফেলেছে তাঁকে। বর্ডার-গাওস্কর ট্রফিতে (IND vs AUS) আটবার আউট হয়েছেন তিনি। প্রত্যেকবারই পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের লাইনে থাকা বল তাড়া করতে গিয়ে ধরা পড়েছেন স্টাম্পের পিছনে স্লিপ ফিল্ডারদের হাতে অথবা উইকেটরক্ষকের দস্তানায়। এহেন ব্যর্থতার পর তাঁর টেস্ট কেরিয়ারের মেয়াদ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এখন অন্তত ছয় মাস লাল বলের ফর্ম্যাটে কোনো ম্যাচ নেই টিম ইন্ডিয়ার (Team India)। জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে আদৌ তাঁকে দেখা যাবে কিনা সে ব্যাপারে নিশ্চিত নয় বিশেষজ্ঞমহল। ভবিষ্যতের কথা ভেবে কোনো তরুণ তুর্কির উপর বিনিয়োগ করুক দল, চাইছেন অনেকেই।

Also Read: “অন্য কেউ ঠিক করবে না…” বিস্ফোরক রোহিত, অবসর প্রসঙ্গে গম্ভীরকে খোঁচা ভারত অধিনায়কের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *