IND vs AUS: নিষ্ফলা ড্র দিয়েই শেষ হলো গাব্বার তৃতীয় ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট ম্যাচ। পঞ্চম দিনের সকালে ২৬০ রানের মাথায় গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার। এরপর ব্যাট হাতে নেমেছিলো অজিরা। বুমরাহ-সিরাজদের বিক্রমে দ্রুত উইকেট হারায় তারা। শেষমেশ ৮৯/৭ অবস্থায় ডিক্লেয়ারের কথা ভাবে ব্যাগি গ্রিন বাহিনী। চতুর্থ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৭৫। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামায় সাজঘরে ফিরতে হয়েছিলো ক্রিকেটারদের। এরপর আর অপেক্ষা জিইয়ে রাখার কথা ভাবেন নি আম্পায়াররা। ম্যাচ অমীমাংসিত ঘোষণা করা হয়। আবহাওয়ার খামখেয়ালীপনায় গাব্বা টেস্ট কার্যত ভেস্তে যাওয়ায় গুরুত্ব বেড়েছে বাকি দুটি ম্যাচ। ধুন্ধুমার দ্বৈরথে ‘অ্যাডভান্টেজ’ ছিনিয়ে নিতে উমেশ যাদবকে (Umesh Yadav) ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিচ্ছে বিসিসিআই।
Read More: IND vs AUS 3rd Test: গাব্বার উত্তেজনায় জল ঢাললো বৃষ্টি, অমীমাংসিতই থাকলো তৃতীয় টেস্ট ম্যাচ !!
দলে ফিরছেন উমেশ যাদব-
গোড়ালির চোট সারিয়ে মাসখানেক হলো মাঠে ফিরেছেন বাংলার তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। কিন্তু তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই। ফিটনেস প্রমাণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলার। ইতিমধ্যে রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে মাঠে নেমেছেন তিনি। মনে করা হয়েছিলো যে অস্ট্রেলিয়া সফরের (IND vs AUS) মাঝপথে উড়িয়ে নিয়ে যাওয়া হবে তাঁকে। মেলবোর্ন ও সিডনি টেস্টে বুমরাহ, সিরাজদের সাথে মাঠে নামবেন শামি। কিন্তু বাস্তবে তেমন কিছু দেখা যায় নি। বরং আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করে তাঁকে বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড। শামি’কে (Mohammed Shami) রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলা।
শামি’র প্রত্যাবর্তন না ঘটলেও অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলের অন্দরে ফিরতে পারেন আরেক পেস তারকা। সূত্রের খবর যে বিদর্ভের উমেশ যাদব’কে (Umesh Yadav) মেলবোর্ন ও সিডনি’র শেষ দুটি টেস্ট ম্যাচের জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে। নিঃসন্দেহে তাঁর অন্তর্ভুক্তিতে ধার বাড়বে পেস ব্যাটারি’র। তবে মাঠে আদৌ নামতে পারবেন নাকি রিজার্ভেই থাকতে হবে সে সম্পর্কে কোনো তথ্য মেলে নি এখনও। বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জন্য দেশে ফিরে আসছেন অস্ট্রেলিয়াতে স্কোয়াডের সাথে তিন ট্র্যাভেলিং রিজার্ভ-যশ দয়াল (Yash Dayal), নভদীপ সাইনি ও মুকেশ কুমার (Mukesh Kumar)। হয়ত তাঁদের বিকল্প হিসেবেই উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে উমেশকে। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই (IND vs AUS) শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি।
উমেশ যাদবের কেরিয়ার পরিসংখ্যান-
২০১১ সালে ভারতীয় দলের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেন উমেশ যাদব (Umesh Yadav)। বিদর্ভের পেসারের অভিষেক ম্যাচ ছিলো দিল্লীর মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০২৩ অবধি মোট ৫৭টি টেস্ট খেলেছেন তিনি। ৩০.৯৫ বোলিং গড়ে নিয়েছেন ১৭০টি উইকেট। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩ বার। এক বার ম্যাচে ১০ উইকেট নেওয়ার নজিরও রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটের বদলে উপমহাদেশের মন্থর পিচেই বেশী কার্যকরী ছিলেন তিনি। অস্ট্রেলিয়াতে যেখানে তাঁর বোলিং গড় ৪৪.২২, ইংল্যান্ডে ৩১.১৮, সেখানে ভারতে ২৫.৮৮ গড় বজায় রেখেছিলেন তিনি। বাংলাদেশের মাঠে তা ২৩.৭১। ফাস্ট বোলারদের ক্ষেত্রে এহেন নজির বেশ বিরল বলেই মত বিশেষজ্ঞমহলের। টেস্ট ক্রিকেটে ভারতীয় পেসারদের মধ্যে সপ্তম সর্বোচ্চ উইকেটশিকারী উমেশ (Umesh Yadav)।