TOP 3: তিন ক্রিকেটার বর্ডার-গাওস্কর ট্রফিতে যাঁদের অভাব অনুভব করেছে টিম ইন্ডিয়া !! 1

IND vs AUS: এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া টিম ইন্ডিয়ার। পার্‌থ-এ জয় দিয়ে দৌড় শুরু করলেও অ্যাডিলেড ও মেলবোর্নের পরাজয় পিছিয়ে দিয়েছিলো ভারতীয় শিবিরকে। সিডনিতে শেষ ম্যাচটি জিতলে ড্র রাখা যেত সিরিজ (IND vs AUS)। কিন্তু শেষরক্ষা করতে পারলো না ‘মেন ইন ব্লু।’ ব্যাটিং ব্যর্থতার শিকার হয়ে হারতে হলো তিন দিনের মধ্যেই। প্রথম ইনিংসে ৪ রানের লিড পেয়েছিলেন কোহলি, শুভমান গিল’রা (Shubman Gill)। কিন্তু যথেষ্ট হলো না তাও। দ্বিতীয় ইনিংসে আজ সকালে ১৫৭ রানে গুটিয়ে যায় ভারত। চতুর্থ ইনিংসে মাত্র ৪ উইকেট হারিয়েই ১৬২ রানের লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। আজকের হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নও অধরা রইলো টিম ইন্ডিয়ার। পারফর্ম্যান্সের পর্যালোচনা করে বিশেষজ্ঞদের ধারণা তিন তারকা’র অভাব ডুবিয়েছে দলকে।

Read More: IND vs AUS 5th Test: “মেহনতই করে নি…” ব্যর্থ বিরাটকে তুলোধোনা ইরফান পাঠানের, তোপ গাওস্করেরও !!

চেতেশ্বর পূজারা-

Cheteshwar Pujara | Image: Twitter
Cheteshwar Pujara | Image: Twitter

কোচ গম্ভীর চেয়েছিলেন চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara), কিন্তু নির্বাচকদের তরফে ইতিবাচক সাড়া পাওয়া যায় নি। সেই ভুলের মাশুল গুনতে হলো ‘মেন ইন ব্লু’কে। তিন নম্বরে নেমে ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে সিদ্ধহস্ত সৌরাষ্ট্রের ক্রিকেটার। কঠিন পিচে বহুবার দলের পতন রুখেছেন তিনি। অ্যাওয়ে সিরিজে (IND vs AUS) ব্যাগি গ্রিন বাহিনীর বিপক্ষে ১১ ম্যাচে ৪৭.২৮ গড়ে ৯৯৩ রান রয়েছে তাঁর। করেছেন ৩টি শতরান ও ৫টি অর্ধশতক। ২০১৮-১৯ মরসুমে প্রথম যখন অস্ট্রেলিয়ার মাঠে তাদের হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিলো ভারত, সেবার ‘ম্যাচ অফ দ্য সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন পূজারা। ২০২০-২১ মরসুমেও সেই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন তিনি। পূজারার বদলে তিন নম্বরে  ব্যাট করেছেন শুভমান গিল। তাঁর গড় এই সিরিজে ১৮-এর আশেপাশে। পরিসংখ্যানের পার্থক্যই বোঝাচ্ছে পূজারার প্রয়োজনীয়তা।

অজিঙ্কা রাহানে-

Ajinkya Rahane | IND vs AUS | Image: Getty Images
Ajinkya Rahane | Image: Getty Images

তালিকায় দ্বিতীয় নাম হতে পারেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দীর্ঘ সময় টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন তিনি। বিদেশের মাঠে দল যখনই বিপদে পড়েছে ‘ক্রাইসিস ম্যান’ হয়ে উঠেছেন রাহানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মাঠে শতরান রয়েছে তাঁর। ২০২০-২১ মরসুমে বিরাট কোহলি (Virat Kohli) যখন অ্যাডিলেডে হতাশাজনক পরাজয়ের পর দেশে ফিরে এসেছিলেন তখন অধিনায়কত্বের ভারও কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। চোট-আঘাত, তারকা ক্রিকেটারদের না থাকার মত সমস্যাকে ঢাল করে দাঁড়ান নি রাহানে (Ajinkya Rahane)। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে খেতাব জিতিয়েছিলেন তিনি। মেলবোর্নে সেবার তাঁর শতরানই ঘুরে দাঁড়ানোর শক্তি যুগিয়েছিলো ভারতকে। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েছিলেন একা কুম্ভ হয়ে। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে পারত ভারত।

মহম্মদ শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) মহম্মদ শামি’কে (Mohammed Shami) ‘মিস’ করেছে ভারতীয় দল। এক প্রান্তে বল হাতে জসপ্রীত বুমরাহ যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন, তখন অপর প্রান্তে তাঁকে সাহায্য করার মত কাউকে তেমন দেখা যায় নি। সিরাজ,আকাশ দীপ, হর্ষিত রাণা’দের ম্রিয়মান লেগেছে গোটা সিরিজ জুড়ে। এবারে পার্‌থ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন বা সিডনিতে যে পিচগুলি প্রস্তুত করা হয়েছিলো সেখানে শামির মত ‘হিট দ্য ডেক’ বোলার সাফল্য পেতে পারতেন। লেন্থে নিখুঁত থাকা তাঁর বোলিং-এর অন্যতম শক্তি। তাকে কাজে লাগিয়ে ট্র্যাভিস হেড, স্টিভ স্মিথদের সমস্যায় ফেলতে পারতেন শামি (Mohammed Shami)। চোট সারিয়ে সদ্য মাঠে ফিরেছেন তিনি। কথা ছিলো দলে ফিরবেন সিরিজের মাঝামাঝি সময়ে। কিন্তু ঝুঁকি নেয় নি বোর্ড। দেশের মাঠে ঘরোয়া ক্রিকেটেই  সীমাবদ্ধ থাকতে হয়েছে বাংলার পেসারকে।

Also Read: IND vs AUS 5th Test: “স্যান্ডপেপার নেই পকেটে…” উদ্ধত অজিদের ‘শিক্ষা’ দিলেন বিরাট কোহলি, ভাইরাল হলো ভিডিও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *