IND vs AUS: বিশাখাপত্তনমে ব্যাটিং বিক্রম সূর্যকুমারের, 'ফিনিশার' রিঙ্কুর সৌজন্যে অস্ট্রেলিয়াকে হারালো ভারত !! 1

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে ঘরের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023) জেতার স্বপ্ন পূরণ হয় নি টিম ইন্ডিয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক পরাজয়ের পর এখনও কাটে নি এক সপ্তাহ’ও। এর মধ্যেই টি-২০ সিরিজে ফের মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া (IND vs AUS)। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটিতে আজ বিশাখাপত্তনমের মাঠে সম্মুখসমরে নেমেছিলো দুই দল। বিশ্বকাপের পর বিশ্রামে রয়েছেন দুই শিবিরেরই বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। ভারতের জার্সিতে দেখা যায় নি রোহিত (Rohit Sharma), বিরাট, রাহুলদের। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়েও মাঠে নামেন নি প্যাট কামিন্স, মিচেল মার্শ (Mitchell Marsh), জশ হ্যাজেলউড’রা। স্কোয়াডে থাকলেও বিশ্রামে ছিলেন ম্যাক্সওয়েল, হেড’রা। দ্বিতীয় সারির দল নিয়েও তুল্যমূল্য লড়াই চালালো দুই হেভিওয়েট’ই। শেষ হাসি অবশ্য ভারতেরই।

টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন ভারতের কার্যনির্বাহী অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তরুণ বোলিং লাইন আপ বেশ চাপে রইলো সম্পূর্ণ কুড়ি ওভারেই। একমাত্র মুকেশ কুমার ছাড়া বাকিদের পরিসংখ্যান বিশেষ সাফল্যের চিত্র তুলে ধরে না। স্টিভ স্মিথ এবং জশ ইংলিসের ধুন্ধুমার ব্যাটিং-এর সুবাদে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ২০৮ রান স্কোরবোর্ডে যোগ করে। রান তাড়া করতে নেমে পরপর দুই উইকেট হারায় ভারত। ফেরেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এরপর ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ঈশান কিষণ’কে আজ ব্যাট হাতে বেশ সাবলীল লেগেছে। ওডিআই-এর আঙিনা থেকে টি-২০তে ফিরে সাবলীল সূর্যকুমার’ও। দুজনের ১১২ রানের জুটি ভারতকে এগিয়ে নিয়ে গেলো নিশ্চিত জয়ের দিকে। শেষ ওভারে  রিঙ্কু সিং-এর সৌজন্যে শেষ বলে ৩ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে নিলো ভারত।

ইংলিসের তাণ্ডবে বেসামাল ভারতীয় বোলিং-

Josh Inglis | IND vs AUS | Image: Getty Images
Josh Inglis | IND vs AUS | Image: Getty Images

ডেভিড ওয়ার্নার দেশে ফিরে গিয়েছেন, ট্র্যাভিস হেড (Travis Head) রয়েছেন বিশ্রামে। দুজনের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার হয়ে আজ ইনিংসের সূচনা করতে দেখা গেলো স্টিভ স্মিথ (Steve Smith) এবং ম্যাথু শর্টকে (Mattew Short)। রবি বিষ্ণোই-এর সৌজন্যে শর্টের ইনিংস ‘শর্ট’ই রয়ে গেলো আজ। ১১ বলে মাত্র ১৩ রান করেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। পঞ্চম ওভারের মধ্যেই উইকেট এসে যাওয়ায় খুশি হয়েছিলেন মাঠে উপস্থিত ভারতীয় সমর্থকেরা। কিন্তু এরপর ইনিংস যত গড়ালো ততই ভারতীয় বোলিং-এর অনভিজ্ঞতার ছবিটা ফুটে উঠলো আজ বিশাখাপত্তনমের মাঠে। রান আউট হওয়ার আগে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে যান স্টিভ স্মিথ (Steve Smith)। বিশ্বকাপে বিশেষ রান না পেলেও টি-২০ সিরিজের শুরু থেকেই ছন্দে তিনি। তিন নম্বরে নেমে বাইশ গজে দক্ষযজ্ঞ চালালেন জশ ইংলিস।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে অ্যালেক্স ক্যারিকে সরিয়ে প্রথম একাদশে জায়গা পাকা করে নিয়েছিলেন জশ ইংলিস (Josh Inglis)। কেন কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাঁর উপর আস্থা রেখেছিলেন তা আজ প্রমাণ করে দিলেন তিনি। বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার-তরুণ তুর্কিতে ঠাসা হলেও টিম ইন্ডিয়ার বোলিং বিভাগের আন্তর্জাতিক অভিজ্ঞতা নেহাৎ কম ছিলো না আজ। কিন্তু ইংলিসের মোকাবিলা করতে গিয়ে নাস্তানাবুদ হতে হলো সকলকেই। ১১টি চার এবং ৮ টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ৫০ বলে ১১০ রান করেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণার (Prasidh Krishna) বলে মিড উইকেটে যশস্বী জয়সওয়ালের হাতে ধরা পড়েন ১৮তম ওভারে। ইংলিস আউট হওয়ার পরে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা গেলো টিম ডেভিড’কে। ১৩ বলে ২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ১৯ রান করে অপরাজিত থাকেন তিনি। মার্কাস স্টয়নিসের সংগ্রহ ৬ বলে ৭* রান। অস্ট্রেলিয়া থামে ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৮ রানে।

পছন্দের ফর্ম্যাটে চেনা ছন্দে সূর্য-

Suryakumar Yadav | IND vs AUS | Image: Getty Images
Suryakumar Yadav | IND vs AUS | Image: Getty Images

যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) আজ আরও একটা সুযোগ দিয়েছিলো ভারতীয় দল। এশিয়ান গেমসে ভালো পারফর্ম করলেও আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ হলেই বাম হাতি ব্যাটার। চার-ছক্কার ফুলঝুড়ি হাঁকিয়ে শুরুটা করেছিলেন ভালো। কিন্তু ৮ বলে ২১ রান করেই সাজঘরের পথে পা বাড়ান তিনি। দুর্ভাগ্যের শিকার হতে হলো ঋতুরাজ গায়কোয়াড়কে। কোনো বল খেলার আগেই রান-আউট হন তিনি। ভারতের সহ-অধিনায়কের ঝুলিতে আজ জমা পড়লো ‘ডায়মন্ড ডাক।’ ৩১ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিলো ভারত। তাদের কঠিন পরিস্থিতি থেকে তুলে আনার কাজটা করতে দেখা গেলো ঈশান কিষণ (Ishan Kishan) এবং সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। বিশ্বকাপে বিশেষ সুযোগ পান নি ঈশান। আজ বিশাখাপত্তনমে সপ্রতিভ দেখালো তাঁকে। ৩৯ বলে ২টি চার ও ৫টি ছক্কার সাহয্যে করেন ৫৮ রান।

একদিনের ক্রিকেটে ম্রিয়মান হয়ে পড়েছিলো সূর্যের (Suryakumar Yadav) কিরণ। বিশ্বকাপ ফাইনালে তাঁর মন্থর ২৮ বলে ১৮ রানের ইনিংস নিয়ে বিস্তর সমালোচনাও সহ্য করতে হয়েছিলো ‘মিস্টার ৩৬০’কে। কিন্তু তিনি পছন্দের টি-২০ ফর্ম্যাটে ফিরতেই, ফিরলো তাঁর ব্যাটিং-এর জৌলুস। ঝোড়ো ইনিংসে অস্ট্রেলিয়ার জশ ইংলিসের সাথে পাল্লা দিলেন তিনি। অনবদ্য সব চার-ছক্কা দেখা গেলো ভারত অধিনায়কের ব্যাট থেকে। ৯ চার ও ৪ ছক্কার সাহায্যে সূর্যকুমারের (Suryakumar Yadav) ৪২ বলে ৮০ রানের ইনিংস জয়ের ভিত গড়ে দিলো ‘মেন ইন ব্লু’র জন্য। বাম হাতি তিলক বর্মা এশিয়া কাপের পর ফের একবার জাতীয় দলের জার্সিতে ব্যর্থ হলেন। ১২ রানে আউট হয়ে খানিক চাপে ফেলেছিলেন দলকে। শেষ ওভারে পরপর তিন বলে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও আর্শদীপ সিং। তবে স্নায়ুর চাপ ধরে রেখে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন রিঙ্কু সিং। ১৪ বলে অপরাজিত রইলেন ২৮ রান করে।

 

Also Read: IPL 2024: নজরে হেড, রচিন, নিলামে ভাগ্য নির্ধারিত হবে একঝাঁক তারকা ক্রিকেটারের !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *