IND vs AUS: জোরকদমে চলছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। শেষের পথে রাউন্ড রবিন পর্ব। এখনও অবধি দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং-ক্রিকেটের তিন বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে রোহিত শর্মার দল। আট ম্যাচ খেলে আটটিতেই জিতেছে ‘মেন ইন ব্লু।’ ১৬ পয়েন্ট নিয়ে কেবলমাত্র সেমিফাইনাল নিশ্চিত করে নি টিম ইন্ডিয়া, একই সাথে লীগ তালিকার শীর্ষস্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা এবং তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার থেকে চার পয়েন্টে এগিয়ে রয়েছে ভারত। ২০১১ সালে দেশের মাটিতেই শেষবার বিশ্বকাপ জিতেছিলো ভারত। যে ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি’রা তাতে বারো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী সমর্থকেরা।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বাকি রয়েছে আর মাত্র এক ম্যাচ। বেঙ্গালুরুতে লীগ তালিকায় সবার নীচে থাকা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দল। তারপর সেমিফাইনাল খেলতে মুম্বই উড়ে যাবেন রোহিত-বিরাট’রা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৯ নভেম্বর ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। ফলাফল যাই হোক না কেন, বিশ্বকাপের পর ক্রিকেটের জন্য লম্বা অপেক্ষা করতে হবে না দর্শকদের। ২৩ নভেম্বর থেকেই শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-২০ সিরিজ। চলবে ৫ ডিসেম্বর অবধি। একটানা ক্রিকেটের ধকল থেকে তারকা খেলোয়াড়দের রেহাই দিতে পারে বোর্ড। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই টি-২০ সিরিজের জন্য দ্বিতীয় সারির দল ঘোষণা করেছে। একই পথে হেঁটে দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া’ও।
Read More: World Cup 2023: “হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে তো…”, অ্যাঞ্জেলো ম্যাথিউজ ক্রিজে আসতেই মজা করলেন কেন উইলিয়ামসন !!
বিশ্রামে সিনিয়র’রা, দেশের নেতৃত্বে সূর্য বা ঋতুরাজ-

২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর থেকেই কুড়ি-বিশের ক্রিকেট থেকে অব্যাহতি নিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’রা। একদিনের বিশ্বকাপের একদম পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ। রোহিতের অবর্তমানে গত এক বছর টি-২০ দলকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। কিন্তু ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নিজের বোলিং-এর ফলো থ্রু’তে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন হার্দিক (Hardik Pandya)। তাঁর লিগামেন্টে আঘাত লেগেছে। বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে। সেক্ষত্রে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে তাঁরও খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর যে রোহিত ও হার্দিকের অবর্তমানে নেতৃত্বের ব্যাটন উঠতে পারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) হাতে। গত এক বছর ধরে তিনি কুড়ি-বিশের ক্রিকেটে হার্দিকের ডেপুটির ভূমিকা পালন করেছেন। অবশেষে অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে নেতা হিসেবে অভিষেক হতে পারে তাঁর।বিশ্বকাপের স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার (Suryakumar Yadav)। হার্দিক আচমকাই চোটের কবলে পড়ায় জায়গা পেয়েছেন প্রথম একাদশেও। টুর্নামেন্ট শেষে টি-২০তে বিশ্বের পয়লা নম্বর ব্যাটার যদি বিসিসিআই-এর কাছে বিশ্রাম চেয়ে বসেন, তখন আবার অধিনায়কের সন্ধান করতে হবে নির্বাচকদের।
সূর্যকুমার না খেললে সম্ভবত অধিনায়ক করা হতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। কিছুদিন আগে ঋতুরাজের (Ruturaj Gaikwad) নেতৃত্বাধীন ভারতীয় দল চীনের হাংঝৌ এশিয়ান গেমস থেকে সোনা জিতে ফিরেছে। দেশের মাটিতেও ঋতুরাজকে একটা সুযোগ দিয়ে দেখতে পারেন অজিত আগরকার’রা। এশিয়ান গেমসের সোনাজয়ী দলের যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, তিলক বর্মাদেরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা প্রবল। টাইমস ইফ ইন্ডিয়া’কে বিসিসিআই-এর এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন বোলিং বিভাগে সিরাজ, বুমরাহ, শামি’রা না থাকায় ফের ডাক পেতে পারেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)।