ind-vs-aus-starc-picks-six-at-adelaide

IND vs AUS: পার্‌থ-এর অপটাস স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংস চলাকালীন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে (Mitchell Starc) রীতিমত কটাক্ষের তীরে বিঁধেছিলেন ২২ বর্ষীয় যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। খোঁচা মেরে বলেছিলেন, “খুব ধীরে আসছে (বল)।” সেদিন প্রত্যুত্তরে কিছু বলেন নি বাম হাতি পেসার। জবাবটা আজ গোলাপি বল হাতেই দিলেন তিনি। শুরুটা করেছিলেন যশস্বীকে (Yashasvi Jaiswal) দিয়েই। অ্যাডিলেডের বাইশ গজে মাত্র ১ বল টিকলেন বাম হাতি ওপেনার। ফুল লেন্থে পিচ করানো ডেলিভারি শেষ মুহূর্তে কাঁটা বদলে যাচ্ছিলো বাইরের দিকে। যশস্বীর ব্যাটের নাগাল এড়িয়ে তা আছড়ে পড়ে তাঁর প্যাডে। আঙুল তুলতে বিশেষ দেরী করেন নি আম্পায়ার। ২০২১-২২’এর অ্যাসেজ সিরিজে এভাবেই ররি বার্ণসকে প্রথম বলে আউট করেছিলেন স্টার্ক (Mitchell Starc)। আজ অ্যাডিলেডে সেই স্মৃতি ফেরালেন তিনি।

দ্বিতীয় সাফল্য এলো লাঞ্চের বিরতির কিছুক্ষণ আগে। দুইবার জীবন ফিরে পাওয়ার পর তখন ক্রিজে জমাট দেখাচ্ছিলো কে এল রাহুল’কে (KL Rahul)। বাড়তি বাউন্সে তাঁর বিরুদ্ধে বাজিমাত করেন স্টার্ক (Mitchell Starc)। সামলাতে না পেরে গালিতে নাথান ম্যাকস্যুইনি’র হাতে ক্যাচ দিয়ে বসেন কর্ণাটকের ক্রিকেটার। শরীর অনেকখানি সামনে ঝুঁকিয়ে দারুণ ক্যাচ ধরেন অজি তরুণ। ৩৭ করে থামেন রাহুল। পয়া অ্যাডিলেডে আজ রান পেলেন না বিরাট কোহলিও (Virat Kohli)। অফস্টাম্পের বাইরের লেন্থে তাঁর দুর্বলতা ফের এলো প্রকাশ্যে। পার্‌থ-এ প্রথম ইনিংসে যেভাবে হ্যাজেলউডের বলে ব্যাট সরাতে না পেরে স্লিপে ক্যাচ দিয়েছিলেন, আজও ফিরলেন ঠিক একই ভাবে। দ্বিতীয় স্লিপে তাঁকে তালুবন্দী করেন স্টিভ স্মিথ (Steve Smith)। ৮ বলে ৭ রানের বেশী করতে পারেন নি ভারতীয় সুপারস্টার।

Read More: স্টার্ক-বোল্যান্ডদের গতির সামনে টিকলো না ভারতীয় দলের ব্যাটিং, ১৮০ রানেই শেষ হলো ইনিংস !!

স্টার্কের গতির ধাক্কায় বেসামাল টিম ইন্ডিয়া-

Mitchell Starc Dismantles Indian Batting | IND vs AUS | Image: Getty Images
Mitchell Starc Dismantles Indian Batting | IND vs AUS | Image: Getty Images

দ্বিতীয় সেশনে ঋষভ পন্থ, রোহিত শর্মারা আউট হলেও প্রত্যাঘাত শুরু করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। আজ বেশ সাবলীল দেখাচ্ছিলো তাঁকে। সাফল্যের সন্ধানে ফের একবার স্টার্কের (Mitchell Starc) হাতেই গোলাপি বল তুলে দেন অধিনায়ক কামিন্স। মুশকিল আসান হয়ে উঠতে দেখা গেলো বাম হাতি পেসারকে। যে ইয়র্কারটিতে ফেরালেন অশ্বিনকে, তাকে চলতি টেস্টের সেরা ডেলিভারি নিঃসন্দেহে বলা যায়। লেগ বিফোর হওয়ার পর রিভিউ নিয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার, কিন্তু প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায় যে একদম মিডল স্টাম্পে লাগত বল। ২২ করে মাঠ ছাড়তেই হয় অশ্বিনকে। গত টেস্টে প্রাক্তন কেকেআর সতীর্থ হর্ষিত রাণা’কে (Harshit Rana) স্টার্ক মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি ভারতীয় তরুণের থেকে বেশী গতিতে বোলিং করেন। আজ হাতে-কলমে প্রমাণ দিলেন। প্রায় ১৪৫ ছুঁইছূঁই একটি ডেলিভারি ভেঙে দেয় রাণা’র স্টাম্প।

ঝোড়ো ইনিংস খেলে দলের রান যথাসম্ভব বাড়ানোর চেষ্টায় ছিলেন নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। খানিক সাফল্যও পেলেন। বোল্যান্ডকে একটি রিভার্স স্কুপে দুরন্ত ছক্কা হাঁকান। একটি অনবদ্য ছক্কা মারেন স্টার্কের বিরুদ্ধেও। কিন্তু শেষ হাসি অজি পেসারেরই। ৪২ রান করে ট্র্যাভিস হেডের হাতে ধরা পড়েন হায়দ্রাবাদের তরুণ। ১৪.১ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন স্টার্ক (Mitchell Starc)। অ্যাডিলেডে আজ একাধিক নজির গড়লেন তিনি। কেরিয়ারের ১৫তম বার এক ইনিংসে পেলেন ৫ বা তার বেশী উইকেট। ভারতের বিপক্ষে (IND vs AUS) এটাই তাঁর প্রথম ফাইফার। অর্জন করলেন কেরিয়ারের সেরা বোলিং পরিসংখ্যান’ও। গোলাপি বল হাতে এমনিতেই শ্রেষ্ঠ উইকেটশিকারী তিনি। আজ বাকিদের থেকে ব্যবধান আরও বাড়িয়ে নিলেন। অ্যাডিলেডের স্পেলের পর দিন-রাতের টেস্টে তাঁর উইকেটের সংখ্যা দাঁড়ালো ৭২।

বিধ্বংসী স্টার্ক ফেরালেন যশস্বীকে, দেখুন ভিডিও-

Also Read: IND vs AUS 2nd Test: একইসূত্রে বাঁধা পড়লো অ্যাডিলেড ও ওয়েলিংটন, আশ্চর্য সমাপতনের সাক্ষী ক্রিকেটদুনিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *