IND vs AUS: পার্থ-এ বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ২৯৫ রানের ব্যবধানে তারা উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে (IND vs AUS)। সেই সাফল্যের আত্মবিশ্বাসকে সঙ্গী করে আজ তারা মাঠে নেমেছে দ্বিতীয় টেস্টে। অ্যাডিলেডে গোলাপি বলের বিপক্ষে পরীক্ষার সম্মুখীন ‘মেন ইন ব্লু।’ টস ভাগ্য এবারও সুপ্রসন্ন হয়েছে ভারতের। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। প্রত্যাবর্তন ম্যাচে ওপেনার হিসেবে খেলবেন না রোহিত (Rohit Sharma), বরং নামবেন মিডল অর্ডারে। গত ম্যাচে হিটম্যান না খেলায় ওপেন করেছিলেন কে এল রাহুল (KL Rahul) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। সেই ফর্মূলা সাফল্য পাওয়ায় দ্বিতীয় টেস্টেও ওপেনিং জুটি অটুট রাখার কথাই ভেবেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ফাটকা অবশ্য কাজে দিলো না অ্যাডিলেডে। প্রথম বলেই আউট হন যশস্বী।
Read More: “বল দেখতে পেলে না ?…” মিচেল স্টার্কের প্রথম বলেই উইকেট হারালেন যশস্বী জয়সওয়াল, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!
২০২১-২২ মরসুমের অ্যাসেজে প্রথম ডেলিভারিতেই ররি বার্ণসের (Rory Burns) উইকেট তুলে নিয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। আজ অ্যাডিলেডে গোলাপি বল হাতে সেই স্মৃতি ফেরালেন বাম হাতি তারকা পেসার। যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নড়াচড়া করারও বিশেষ সময় দেন নি। ১৪০.৪ কিলোমিটার প্রতি ঘন্টা গতির ডেলিভারি পিচে পড়ার পর শেষ মুহূর্তে কাঁটা বদলে বাইরের দিকে যাচ্ছিলো। যশস্বীর (Yashasvi Jaiswal) ব্যাট এড়িয়ে তা আছড়ে পড়ে প্যাডে। স্টার্কের আপিলের জবাবে আঙুল তুলতে বিশেষ দেরী করেন নি আম্পায়ার। ‘গোল্ডেন ডাক’ করেই সাজঘরে ফিরতে হয় ভারতীয় তরুণকে। সহ-ওপেনার কে এল রাহুলের (KL Rahul) সাথে বেশ কিছুক্ষণ আলোচনা সারেন যশস্বী, কিন্তু রিভিউ আর নেন নি। প্রযুক্তির সাহায্য নিয়েও দেখা যায় যে বল স্টাম্পেই লাগত। ০ রানেই প্রথম উইকেট হারায় ভারত।
অপটাস স্টেডিয়ামে সিরিজের (IND vs AUS) প্রথম ম্যাচে একটি দুর্দান্ত শতরান এসেছিলো যশস্বী জয়সওয়ালের ব্যাটে। ১৬১ করেছিলেন তিনি। খেলেছিলেন অবিশ্বাস্য সব শট। মিচেল স্টার্ককে (Mitchell Starc) ফাইন লেগের উপর দিয়ে ফ্লিক করে যে ছক্কাটি মেরেছিলেন তা চমকে দিয়েছিলো ক্রিকেটজনতাকে। অকুতোভয় যশস্বী ব্যাটিং-এর সময়ই কথার লড়াইতে জড়িয়েছিলেন অজি ক্রিকেটারদের সঙ্গে। স্পিনার নাথান লিয়ঁ’কে (Nathan Lyon) বলেন, “আপনি কিংবদন্তি ঠিকই, কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে।” তীব্র কটাক্ষ করেছিলেন মিচেল স্টার্ককেই (Mitchell Starc)। বাম হাতি পেসারকে বলেছিলেন, “আপনার বলগুলো খুবই ধীর গতিতে আসছে।” পরে একটি পডকাস্ট অনুষ্ঠানে স্টার্ক দাবী করেন যে ম্যাচ চলাকালীন সঠিক ভাবে শুনতে পান নি। তবে প্রতিশোধের আগুন যে জ্বলে উঠেছিলো ভিতরে তা প্রমাণিত হলো প্রথম বলেই। অ্যাডিলেডে শেষ হাসি স্টার্কেরই।
দেখুন ভিডিও-
FIRST BALL OF THE TEST!
Mitchell Starc sends Adelaide into delirium.#AUSvIND | #PlayOfTheDay | @nrmainsurance pic.twitter.com/pIPwqlX3dJ
— cricket.com.au (@cricketcomau) December 6, 2024