IND vs AUS: অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে গতকাল থেকে। পিঙ্ক বল দ্বৈরথের প্রথম দিনেই ঘটনার ঘনঘটা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো টিম ইন্ডিয়া। মিচেল স্টার্কের আগুনে পেসের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেন নি কোহলি, যশস্বীরা (Yashasvi Jaiswal)। মাত্র ১৮০ রানে গুটিয়ে যায় ইনিংস। ৪৮ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং করেন বাম হাতি পেসার। পার্থ-এ যেভাবে অল্প রানে গুটিয়ে গিয়েও প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই চালিয়েছিলো টিম ইন্ডিয়া, তেমনটা দেখা গেলো না অ্যাডিলেড ওভালে। উসমান খোয়াজার উইকেট হারালেও দিনের শেষে স্কোরবোর্ডে ৮৬ তুলতে সক্ষম হয়েছে অজি’রা। টেস্টের প্রথম দিন এড়ানো গেলো না বিতর্ক’ও। ফ্লাডলাইট নিভলো দুইবার। লাবুশেনের (Marnus Labuschagne) সাথে বিতণ্ডায় জড়াতে দেখা গেলো সিরাজকেও।
Read More: IND vs AUS 2nd Test: রোহিত ফিরতেই শুরু রদবদল, একাদশ থেকে বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর !!
অস্ট্রেলীয় ইনিংসের ২৫তম ওভারে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) হাতে বল তুলে দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে ছিলেন মার্নাস লাবুশেন। সিরাজ রান-আপ শুরু করার পর আচমকাই ক্রিজ ছেড়ে সরে যান তিনি। তাতেই মেজাজ হারাতে দেখা গেলো ভারতীয় পেসারকে। তিনি সটান বল ছুঁড়ে দেন প্রতিপক্ষ ব্যাটারের দিকে। তা যদিও লাবুশেনের (Marnus Labuschagne) গায়ে লাগে নি। বরং জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্থের দস্তানায়। এগিয়ে গিয়ে লাবুশেনকে উদ্দেশ্য করে কিছু মন্তব্যও করেন সিরাজ। স্টান্স নেওয়ার পরেও আচমকা সরে গেলেন কেন অজি ব্যাটার? ভিডিও রিপ্লেতে প্রকাশ্যে আসে আসল কারণ। দেখা যায় যে সাইট স্ক্রিনের পিছনে নড়াচড়ার কারণেই মনঃসংযোগ ব্যাহত হয়েছিলো মার্নাসের। ফলে সরে দাঁড়ানোর ছাড়া উপায় ছিলো না তাঁর। সিরাজের আগ্রাসনকে তাই ‘অহেতুক’ বলছেন অনেকেই।
সিরাজ-লাবুশেন বিতণ্ডার নেপথ্যে এক অস্ট্রেলীয় ক্রিকেটপ্রেমী। গ্যালারিতে উপস্থিত দর্শকদের থেকে বিয়ারের কাপ নিয়ে এক জায়গায় জমা করছিলেন তিনি। জমতে জমতে এক বিশাল আকার ধারণ করেছিলো তা। সেই কাপ সমারোহ নিয়ে সাইটস্ক্রিনের আশেপাশে হেঁটেচলে বেড়ানোর সময়েই লাবুশেনের নজরে আসেন তিনি। ফলে ব্যাহত হয় তাঁর মনঃসংযোগ। মুহূর্তের জন্য মেজাজ হারালেও অবশ্য সামলে নেন ভারতীয় পেসার। কয়েক সেকেন্ডের মধ্যেই বোলিং মার্কে ফেরেন সিরাজ (Mohammed Siraj)। দুই পক্ষের দ্বৈরথে শেষ হাসি অবশ্য লাবুশেনেরই (Marnus Labuschagne)। কারণ পরবর্তী ডেলিভারিটিকেই বাউন্ডারিতে পাঠিয়ে দেন তিনি। অফ ফর্মে থাকা অস্ট্রেলীয় তারকা পার্থ-এ দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ২ ও ৩, তাই অ্যাডিলেডে পা ফেলছেন খুবই সতর্ক ভঙ্গিতে। দ্বিতীয় দিনের সকালে এখনও অবধি ব্যাগি গ্রিন বাহিনীর দুই উইকেট পড়লেও অর্ধশতক করে অপরাজিত লাবুশেন।
দেখুন ঘটনার ভিডিও-
• Man runs behind the sight screen with a beer snake
• Marnus pulls away while Siraj is running in
• Siraj is not happyAll happening at Adelaide Oval 🫣 #AUSvIND pic.twitter.com/gRburjYhHg
— 7Cricket (@7Cricket) December 6, 2024