ind-vs-aus-siraj-called-head-a-liar

IND vs AUS: পার্‌থ-এ দুরন্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছিলো টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টেই ধাক্কা খেতে হলো তাদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) পিঙ্ক বলের যুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন ‘মেন ইন ব্লু।’ তৃতীয় দিনের সকালে শুরুতেই ঋষভ পন্থের উইকেট হারায় ভারতীয় দল। অশ্বিন, হর্ষিত রাণারাও ব্যর্থ হন। নীতিশ রেড্ডি (Nitish Reddy) ফের একবার চেষ্টা করলেন একা কুম্ভ হয়ে লড়াই, কিন্তু সক্ষম হন নি তিনিও। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯ রানের লক্ষ্য দিতে সক্ষম হয়েছিলো ভারত। তা স্পর্শ করতে বেশী সময় লাগে নি ব্যাগি গ্রিন বাহিনীর। প্রথম সেশনেই সিরিজের ফল ১-১ হয়ে যায়। ভারতের হার, অস্ট্রেলিয়ার জয় ছাপিয়ে অ্যাডিলেডে টেস্টে সংবাদমাধ্যমের শিরোনাম দখল করে নিয়েছে ট্র্যাভিস হেড (Travis Head) বনাম মহম্মদ সিরাজ দ্বৈরথ। আজ নয়া অধ্যায় যুক্ত হলো তাতে।

Read More: IND vs AUS 2nd Test: কুম্বলের রোষে রোহিত, “অধিনায়ক বদলের দরকার ছিলো না…” বললেন কিংবদন্তি !!

সিরাজকে কাঠগড়ায় তুলেছিলেন হেড-

Mohammed Siraj and Travis Head | IND vs AUS | Image: Getty Images
Mohammed Siraj and Travis Head | IND vs AUS | Image: Getty Images

অস্ট্রেলীয় ব্যাটার বনাম ভারতীয় পেস তারকার লড়াই চলছে অ্যাডিলেড টেস্ট ম্যাচের (IND vs AUS) দ্বিতীয় দিন থেকেই। অনবদ্য ১৪০ রানের ইনিংস খেলেন ট্র্যাভিস হেড (Travis Head)। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক অতীতে এটি তাঁর তৃতীয় শতরান। দুর্দান্ত এক ইয়র্কারে তাঁকে বোল্ড করে স্বাভাবিক ভাবেই উদ্‌যাপনে মেতেছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। সেই সময় তাঁকে উদ্দেশ্য করে কিছু বলেন হেড। মুখের নড়াচড়া দেখে বিশেষজ্ঞদের ধারণা “ফা* ইউ কা#” কথাটি বলেছিলেন বাম হাতি ব্যাটার। অশ্রাব্য গালিগালাজ শুনে মেজাজ হারান সিরাজও (Mohammed Siraj)। পালটা দেন তিনি। হাতের ইঙ্গিতে হেড’কে বলেন মাঠ ছাড়তে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল উত্তাপ ছড়ায় অ্যাডিলেডে। গ্যালারি থেকে কটূক্তি উড়ে আসে সিরাজের দিকে। সোশ্যাল মিডিয়াতেও আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।

দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন হেড (Travis Head)। সেখানে সিরাজের দিকেই আঙুল তোলেন তিনি। কটাক্ষ করে বলেন, “আমি তো কেবল বলেছিলাম, ‘ভালো বোলিং করেছো। কিন্তু ও সেটা অন্য ভাবে নিয়েছে।’ ও আমার দিকে আঙুল তুলে পালটা কিছু বলছিলো। যা ঘটেছে তাতে আমি হতাশ। এর আগেও দুটো ইনিংসে দেখা গিয়েছে। যা হওয়ার তা হয়েছে। ওরা (ভারত) যদি এভাবে প্রতিক্রিয়া দিতে চায় এভাবে নিজেদের প্রতিনিধিত্ব করতে চায় তাহলে করুক।” “আমি মনে করি যে দুই দলের মধ্যে সম্পর্ক বেশ ভালো। আমার মনে হয় সেই কারণেই গোটা দুই ইনিংসে আউট হওয়ার পর যে প্রতিক্রিয়া এসেছে তাতে আমি হতাশ হয়েছি। আমার মনে হয় না এগুলো করে কোনো লাভ রয়েছে,” সংযোজন অস্ট্রেলীয় তারকার।

হেড’কে মিথ্যাবাদী বললেন সিরাজ-

Mohammed Siraj | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

সাংবাদিক সম্মেলনে এসে যেভাবে আকারে-ইঙ্গিতে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) দুষেছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার তা মোটেই ভালো চোখে দেখছেন না ভারতীয় পেসার। আজ সকালে প্রাক্তনী হরভজন সিং-এর (Harbhajan Singh) সাথে বিষয়টি নিয়ে কথোপকথন হয় তাঁর। সেখানে হেড’কে রীতিমত ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়েছেন তিনি। সিরাজ (Mohammed Siraj) বলেন, “বোলিং উপভোগ করেছি এখানে। ও (হেড) অবশ্যই ভালো ব্যাটিং করেছে। কিন্তু যখন আপনার ভালো বলেও কেউ ছক্কা মারে তখন রক্ত এমনিই গরম হয়ে যায়। তারপর ওকে বোল্ড করে আমি উদ্‌যাপন করেছি। তখনই ও গালিগালাজ করে। আমি শুরুতে ওকে কিছুই বলি নি, কেবল নিজের উদ্‌যাপনেই ব্যস্ত ছিলাম। তারপর ও গিয়ে সাংবাদিক সম্মেলনে ‘মিথ্যা’ কথা বলেছে যে ও নাকি ‘ওয়েল বোল্ড’ বলেছে। দেখে তো কোথাও মনে হলো না তেমন কিছু বলেছে বলে।”

ক্ষুব্ধ সিরাজও (Mohammed Siraj) আরও জানান, “দেখলাম ও বলেছে আমরা নাকি এভাবেই নিজেদের মেলে ধরতে চাই। এমন কোনো ব্যাপার নেই। আমরা সকলকে সম্মান করতে জানি। আমি সব ক্রিকেটারকেই সম্মান দিই। কারণ ক্রিকেট ‘জেন্টলম্যানস গেম।’ কিন্তু ও যেটা করেছে, সেটা সঠিক ছিলো না। আমার বিষয়টি ভালো লাগে নি। সেই কারণেই আমি ওভাবে প্রতিক্রিয়া দিয়েছি।” এই অস্ট্রেলিয়াতেই ‘মাঙ্কি গেট’ বিতর্কে জড়িয়েছিলেন হরভজন (Harbhajan Singh) স্বয়ং। সেই তিক্ত অভিজ্ঞতার দিকে ইঙ্গিত করেন প্রাক্তন অফস্পিনার। বলেন, “আমার সাথেও এমন অনেকবার হয়েছে।” সিরাজের পাশে যে ভারত রয়েছে তা বুঝিয়ে দেন ভাজ্জি। তেলেঙ্গানা পুলিশের ডিএসপি পদে রয়েছেন সিরাজ। মজা করে তাই হরভজন বলেন, “পরের বার হেড যখন হায়দ্রাবাদে খেলতে যাবে, তখন ওকে গ্রেফতার করে নিও ডিএসপি।”

দেখে নিন সিরাজের বয়ান-

Also Read: IND vs AUS 2nd Test: “এমন ওপেনার দরকার নেই…” দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ রাহুল, ক্ষোভ উগড়ে দিলো সমাজমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *