ind-vs-aus-sidhu-slams-head-on-x

IND vs AUS: মেলবোর্নের বাইশ গজে লজ্জার হারের সম্মুখীন টিম ইন্ডিয়া (Team India)। গতকাল চতুর্থ ইনিংসে ৩৪০ রান তাড়া করতে নেমে মাত্র ১৫৫তেই গুটিয়ে যায় তারা। ১৮৪ রানের ব্যবধানে হেরে বর্ডার-গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ২-১ ফলে পিছিয়ে পড়লেন রোহিত শর্মা’রা। বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে ক্রিকেটমহলকে নাড়িয়ে দিয়ে গেলো বেশ কয়েকটি বিতর্ক। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আদৌ আউট ছিলেন কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। দ্বিধা রয়েছে আকাশ দীপের আউটের সিদ্ধান্ত নিয়েও। কাঠগড়ায় বাংলাদেশী তৃতীয় আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শাহীদ সৈকত। বিতর্কের আগুনে ঘি যোগালেন ট্র্যাভিস হেড’ও (Travis Head)। ঋষভ পন্থকে আউট করে যে ভঙ্গিত সেলিব্রেশন করেছেন তিনি, তা জায়গা করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার চর্চায়। হেডের উদ্‌যাপন ভালো চোখে দেখেন নি অনেকেই।

Read More: IND vs AUS: টিম ইন্ডিয়ার লজ্জার হারের পরেও দুর্দান্ত রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ, ICC দিচ্ছে যোগ্য সম্মান !!

ট্র্যাভিস হেডের শাস্তি চান সিধু-

Travis Head's Celebraion | IND vs AUS | Image: Twitter
Travis Head’s Celebraion | IND vs AUS | Image: Twitter

গতকাল টেস্টের তৃতীয় সেশনে ট্র্যাভিস হেডের (Travis Head) হাতে বল তুলে দেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। পার্ট টাইমারকে সামনে দেখে সম্ভবত সাহসী হতে গিয়েছিলেন ভারতের উইকেটরক্ষক-ব্যাটার। শর্ট বলের ফাঁদে পা দিয়ে ফেলেন তিনি। পুল মারতে গিয়ে সটান ক্যাচ দিয়ে বসেন লং অনে মোতায়েন মিচেল মার্শের হাতে। ক্রিজে ‘সেট’ হয়ে গিয়েও উইকেট ছুঁড়ে এসে দল’কে ডোবান পন্থ (Rishabh Pant)। সাজঘরে ফেরেন ১০৪ বলে ৩০ রান করে। উইকেট নেওয়ার পর হেড ঝুলি থেকে বের করে আনেন এক ‘আজব’ সেলিব্রেশন। বাম হাত মুঠো করে শূন্যে তুলে ধরেন তিনি। এরপর ডান হাতের তর্জনী সেই মুঠোয় প্রবেশ করান তিনি। তাঁর আঙুলে ভঙ্গিতে সেই সময় ‘অশ্লীলতা’ খুঁজে পেয়েছিলেন অনেকেই। বিশেষ করে ভারতীয়দের মনঃপুত হয় নি এই সেলিব্রেশন।

হেডের কাণ্ড দেখে বিরক্ত টিম ইন্ডিয়ার প্রাক্তনী নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। লেখেন, “মেলবোর্ন টেস্ট চলাকালীন ট্র্যাভিস হেডের জঘন্য কর্মকাণ্ড ‘জেন্টলম্যানস গেম’-এর জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। শিশু, মহিলা, বয়স্ক মানুষজন, তরুণ’রা যখন এই ম্যাচ দেখছেন, তখন এই কাজ খুবই খারাপ একটা উদাহরণ তৈরি করে। এই শ্লেষাত্মক কর্মকাণ্ড কোনো একজন ব্যক্তিকে অপমান নয়, বরং ভারতের ১.৫ বিলিয়ন মানুষকে অপমান। ওর এমন কঠিন শাস্তি হওয়া উচিৎ যে ভবিষ্যৎ প্রজন্ম যেন এহেন কাজ করার কথা চিন্তাও না করতে পারে।” ভারতীয় ক্রিকেটমহল রুষ্ট হলেও তিনি টিম ইন্ডিয়াকে আদৌ অপমান করেন নি বলেই জানিয়েছেন হেড (Travis Head)। সাংবাদিক সম্মেলনে একই কথা বলতে শোনা গিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্সকেও।

দেখে নিন সিধুর পোস্ট’টি-

হেডের সেলিব্রেশনের নেপথ্যে অন্য কারণ-

Travis Head | IND vs AUS | Image: Getty Images
Travis Head | IND vs AUS | Image: Getty Images

বাম হাতের মুঠোয় ডান হাতির তর্জনী প্রবেশ করিয়ে উইকেট উদ্‌যাপন-ট্র্যাভিস হেডের (Travis Head) কাণ্ডে চমকে উঠেছেন সকলেই। গতকাল ম্যাচ চলাকালীন এই সেলিব্রেশন ‘ডিকোড’ করেছেন সেভেন ক্রিকেটের ধারাভাষ্যাকার জেমস ব্রেশ্‌ (James Breshaw)। ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭ বলের মধ্যে ১০ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন হেড। সেই পারফর্ম্যান্সে এই সেলিব্রেশনের বীজ নিহিত রয়েছে বলে জানান তিনি। উইকেট নেওয়ায় তাঁর ‘স্পিনিং ফিঙ্গার’টি ‘উত্তপ্ত।‘ তাকে ঠাণ্ডা করতে বরফের গ্লাসে আঙুল রাখা প্রয়োজন-এমনটাই নাকি বোঝাতে চেয়েছিলেন অস্ট্রেলীয় তারকা। “…ও বোঝাতে চেয়েছে, ‘আমি ওকে ঋষভকে (এই আঙুল দিয়ে) আউট করেছি। এবার সেটাকে বরফের মধ্যে রাখবো,” বলেন ধারাভাষ্যকার। ট্র্যাভিস হেড নিজেও ইন্সটাগ্রামে বরফ ভর্তি গ্লাসে আঙুল রেখে একটি ছবি পোস্ট করেছেন, সমর্থন জানিয়েছেন ব্রেশ্‌-এর বক্তব্যকেই।

দেখুন হেডের ইন্সটাগ্রাম স্টোরি-

Travis Head's Story | Image: Instagram

Also Read: IND vs AUS 4th Test: মেলবোর্নে লজ্জার হার ভারতের, ব্যর্থতার নেপথ্যে এই তিন ‘খলনায়ক’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *