“আজব সিদ্ধান্ত…” রোহিতের ‘অপমানে’ রুষ্ট নভজ্যোত সিং সিধু, একহাত নিলেন টিম ইন্ডিয়াকে !! 1

IND vs AUS: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পঞ্চম টেস্ট ম্যাচ। টসের সময়ই বড়সড় চমক অপেক্ষা করে ছিলো ক্রিকেটজনতার জন্য। দেখা যায় যে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম থেকে ব্লেজার গায়ে রোহিত শর্মা (Rohit Sharma) নয় বরং বেরিয়ে আসছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম টেস্টে রোহিতের অনুপস্থিতিতে দল সামলেছিলেন তারকা পেসার। কিন্তু তিনি থাকা সত্ত্বেও কেন মাঠে নামছেন না তা নিয়ে উঠেছিলো প্রশ্ন। সঞ্চালক রবি শাস্ত্রীকে বুমরাহ জানান যে অধিনায়ক নিজেই সিডনিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় স্বার্থের কথা ভেবে। কিন্তু সেই যুক্তি পছন্দ হয় নি অনেকেরই। বিশেষজ্ঞমহলের একটা বড় অংশের ধারণা যে সদিচ্ছায় সরে যান নি রোহিত (Rohit Sharma)। বরং অফ ফর্মের কারণে তাঁকে বাদ দিয়েই আজ মাঠে নেমেছে টিম ইন্ডিয়া।

Read More: অস্ট্রেলিয়াতেই অবসান গম্ভীর জমানার, কোচের দায়িত্ব পাচ্ছেন এই কিংবদন্তি !!

রোহিত ‘বাদ’ পড়ায় খুশি নয় সিধু-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

চলতি সিরিজে (IND vs AUS) ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে মোট পাঁচ ইনিংসে তাঁর সংগ্রহ ৩১ রান। গড় ৬.২০। ইতিপূর্বে বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের জার্সিতে যে সকল বিশেষজ্ঞ ব্যাটার এক থেকে সাত নম্বর পজিশনে খেলেছেন, তাঁদের মধ্যে এত কম গড় নেই কারও। এই হতশ্রী পরিসংখ্যানের কারণে রোহিতকে সিডনি টেস্ট থেকে বাদ দেওয়ার দাবী উঠতে শুরু করেছিলো গত কয়েক দিন ধরেই। এমনকি গতকাল সাংবাদিক সম্মেলনেও তিনি আসেন নি। ভারতীয় দলের তরফ থেকে কেবলমাত্র হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) সাংবাদিকদের মুখোমুখি হন। তাঁর প্রশ্ন করা হয়েছিলো রোহিতের খেলার বিষয়ে। “পিচ দেখে একাদশ নির্বাচন করা হবে,” হেঁয়ালি জিইয়ে রেখে জানিয়েছিলেন তিনি। শেষমেশ আজ সকালে অধিনায়ক বদলের সিদ্ধান্তেই পড়ে সিলমোহর।

হিটম্যানের সরে দাঁড়ানো নিয়ে দুই ভাগ ক্রিকেটদুনিয়া। এক তরফ এই সিদ্ধান্তকে সঠিক মনে করলেও অন্যদের দাবী এর মাধ্যমে আদতে ‘অপমান’ করা হয়েছে রোহিতকে (Rohit Sharma)। দ্বিতীয় পক্ষের হয়েই সওয়াল করলেন নভজ্যোত সিং সিধু’ও (Navjot Singh Sidhu)। এক ভিডিও বার্তায় টিম ইন্ডিয়াকে তুলোধোনা করেছেন তিনি। প্রাক্তন ক্রিকেটার বলেন, “আজব বিষয় যে আজ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে দলের বাইরে রাখা হলো। এটা উদ্ভট, অদ্ভুত একটা ব্যাপার কারণ দেশের ক্রিকেটের ইতিহাসে এমনটা আগে কখনও হয় নি। হয় অধিনায়কত্ব দেওয়ারই প্রয়োজন নেই। একজন মহান ক্রিকেটার যিনি লম্বা সময় দেশের সেবা করেছেন, তাঁকে যদি অধিনায়ক ঘোষণাই করা হয়, তারপর তাঁর ফর্ম যেমনই হোক না কেন (তাঁকে একাদশে রাখা উচিৎ)। দলের স্বার্থে অধিনায়ক সরে দাঁড়াতে পারেন না।”

ক্ষুব্ধ সিধুর নিশানায় টিম ম্যানেজমেন্ট-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

নিজের ট্যুইটার (এক্স) প্রোফাইলে একটি ভিডিও বার্তায় ভারতীয় দল’কে একহাত নিয়েছেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। বলেন, “এটা (রোহিতকে বাদ দেওয়া) ভুল সংকেত দেয়। আমার তো মনে হয় যে ম্যানেজমেন্ট কখনও একজন অধিনায়ককে সরে দাঁড়ানোর এই বিকল্পটা দিতে পারেন না। যে অধিনায়ক দলটা তৈরি করেছে, দলের মধ্যে আত্মবিশ্বাস এনেছে, যে তরুণ ক্রিকেটারদের সাথে বরাবর একজন বড় দাদার মত ব্যবহার করে সম্মান আদায় করেছে (তাঁকে বাদ দেওয়া উচিৎ নয়)। একজন ক্যাপ্টেন কখনও নিজের জাহাজকে ছেড়ে যান না। এমনকি সেই জাহাজ যদি ডুবতে থাকে তা হলেও না। আর এই অধিনায়কের (রোহিত) তো আত্মসম্মানবোধ বিরাট।” আরেক প্রাক্তনী সঞ্জয় মঞ্জকরেকর যদিও রোহিতকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে বিষয়টিকে আরও ভালো ভাবে মিটিয়ে নেওয়া যেত, মত তাঁরও।

দেখুন কি বলেছেন সিধু-

Also Read: IND vs AUS 5th Test: “শক্তিই হয়ে দাঁড়িয়েছে দুর্বলতা…” অস্ট্রেলিয়ার মাঠে বিরাট ব্যর্থতার ব্যাখ্যা দিলেন সঞ্জয় মঞ্জরেকর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *