ind-vs-aus-shreyas-to-return-in-t20is

IND vs AUS: ঠাসা ক্রীড়াসূচি টিম ইন্ডিয়ার। চলতি মাসে রয়েছে এশিয়া কাপ। তারপর ২ অক্টোবর থেকে রয়েছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। ১৪ তারিখ শেষ হবে তা। এরপর অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার কথা ‘মেন ইন ব্লু।’ অক্টোবরের ১৯, ২৩ ও ২৫ তারিখ পার্‌থ, অ্যাডিলেড ও সিডনিতে তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। তারপর রয়েছে টি-২০ সিরিজ। ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে পাঁচটি কুড়ি-বিশের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচটি রয়েছে ক্যানবেরায়। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে মেলবোর্ন ও হোবার্টকে। আর শেষ দু’টি ম্যাচ আয়োজিত হবে গোল্ড কোস্ট ও  ব্রিসবেনে। আগামী বছর রয়েছে কুড়ি-বিশের বিশ্বকাপ। সেদিকে তাকিয়েই ছক সাজাচ্ছেন কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপের মতই অস্ট্রেলিয়া সিরিজেও (IND vs AUS) প্রাধান্য দেওয়া হবে তরুণ তুর্কিদেরই।

Read More: কোনো সৌজন্য নয়, এশিয়া কাপের অনুশীলনে এই কারণে হাত মেলালেন না ভারত-পক ক্রিকেটাররা‌ !!

তারুণ্যই টিম ইন্ডিয়ার মূলমন্ত্র-

Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

এশিয়া কাপের মত অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও (IND vs AUS) ভারতীয় টি-২০ দলের অধিনায়ক থাকবেন সূর্যকুমার যাদব’ই। আগামী কুড়ি-বিশের বিশ্বকাপ অবধি অধিনায়ক পদে কোনোরকম রদবদল দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। টপ-অর্ডার ব্যাটার হিসেবে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনদের (Sanju Samson) সাথে জুড়ে দেওয়া হতে পারে যশস্বী জয়সওয়ালকে। এক বছরেরও বেশী সময় ভারতীয় টি-২০ স্কোয়াডের বাইরে রয়েছেন তিনি। অবশেষে শিকে ছিঁড়তে পারে অস্ট্রেলিয়া সিরিজে। আইপিএলে চোখধাঁধানো পারফর্ম্যান্স করার পরেও এশিয়া কাপের স্কোয়াডে ডাক পান নি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তা নিয়ে রীতিমত শোরগোল চলছে ক্রিকেটদুনিয়ায়। মিচেল মার্শ, ট্র্যাভিস হেড’দের বিরুদ্ধে (IND vs AUS) দেখা যেতে পারে তাঁকেও। তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং-দের সাথে মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে পারেন মুম্বইয়ের তারকা।

দস্তানা হাতে এই মুহূর্তে ভারতের প্রথম পছন্দ সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়াতে যেতে পারেন জিতেশ শর্মা (Jitesh Sharma)। হার্দিকের পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে শিবম দুবে (Shivam Dube) ও নীতিশ কুমার রেড্ডি’কে (Nitish Kumar Reddy) জায়গা দেওয়া হতে পারে স্কোয়াডে। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতের বাজি হতে পারেন অক্ষর প্যাটেল (Axar Patel)। অস্ট্রেলিয়ার গতিসমৃদ্ধ বাইশ গজের কথা মাথায় রেখে একমাত্র ফ্রন্টলাইন স্পিনার হিসেবে উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে কুলদীপ যাদবকে। বাদ পড়ার সম্ভাবনা বরুণ চক্রবর্তীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের (IND vs SA) কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হতে জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। বদলে মহম্মদ সিরাজ, হর্ষিত রাণা, প্রসিদ্ধ কৃষ্ণার কাঁধে চাপতে পারে পেস বিভাগের দায়িত্ব।

এক নজরে সম্ভাব্য স্কোয়াড-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা, তিলক বর্মা, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জিতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, হর্ষিত রাণা।

সহ-অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন অক্ষর-

Axar Patel | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

গত বছরের সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেট খেলে চলেছেন শুভমান গিল। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছেন। অংশ নিয়েছেন আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্নামেন্টেও। সেপ্টেম্বরের এশিয়া কাপেও দেখা যাবে তাঁকে। সম্ভবত খেলবেন অক্টোবরের গোড়ার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) বিশ্রাম দেওয়া হচ্ছে তাঁকে। তাঁর অনুপস্থিতিতে ভারতীয় দলে গুরুত্ব বাড়তে পারে অক্ষর প্যাটেলের (Axar Patel)। চলতি বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক বেছে নেওয়া হয়েছিলো তাঁকে। কিন্তু এশিয়া কাপের শুভমান গিলের প্রত্যাবর্তনের ফলে পদে খুইয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে (IND vs AUS) শুভমান না খেললে সেই পদ ফিরে পেতে পারেন তারকা অলরাউন্ডার।

Also Read: “আমায় অপমান করেছিলো পাঞ্জাব…” বিস্ফোরক ক্রিস গেইল, প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজিকে তীব্র আক্রমণ ইউনিভার্স বসের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *