ind-vs-aus-shastri-slammed-virat-kohli

IND vs AUS: মেলবোর্নে আজ থেকে শুরু হলো ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) বক্সিং ডে টেস্ট। চলতি সিরিজে বোলিং বিক্রম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়া ক্রিকেটজনতাকে আজ এক ব্যতিক্রমী দিন উপহার দিলো এমসিজি। ছড়ি ঘোরালেন ব্যাটাররাই। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। সিরিজে প্রথমবার অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি পেরোলো ১০০’র গণ্ডী। অর্ধশতক দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খোয়াজার। তিনে নামা মার্নাস লাবুশেনও খেললেন ৭২ রানের ইনিংস। অ্যাডিলেডের শতরানের পর আরও একবার সাবলীল দেখিয়েছে স্টিভ স্মিথকে। দিনের শেষে ৬৮ রানে অপরাজিত তিনি। ব্যাগি গ্রিন বাহিনীর স্কোরবোর্ডে ৬ উইকেটের ব্যবধানে ৩১১। তবে ম্যাচের প্রথম দিন ব্যাটিং-বোলিং’কে পিছনে ফেলে লাইমলাইটে কনস্টাস বনাম কোহলি দ্বন্দ্ব।

Read More: IND vs AUS 4th Test: কনস্টাস কাণ্ডে মুখ পুড়লো কোহলি’র, আইসিসি’র কড়া শাস্তির কোপে ভারতীয় তারকা !!

অযথা আগ্রাসনে অখুশি রবি শাস্ত্রী-

Sam Konstas and Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Sam Konstas and Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

আজ অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হলো বছর উনিশের স্যাম কনস্টাসের (Sam Konstas)। ৬৫ বলে ৬০ করে নজর কেড়েছেন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথম দিনেই তিনি জড়িয়েছেন বড়সড় বিতর্কে। পিচের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছিলেন নিউ সাউথ ওয়েলসের ব্যাটার। পিছন থেকে হেঁটে আসা কোহলির (Virat Kohli) কাঁধের সাথে সংঘর্ষ হয় তাঁর। ঘুরে দাঁড়িয়ে ভারতীয় সুপারস্টারকে কিছু বলেন তিনি। পালটা দেন বিরাট’ও। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই মধ্যস্থতা করতে এগিয়ে আসেন আম্পায়াররা। এগিয়ে আসেন উসমান খোয়াজাও (Usman Khawaja)। ধাক্কা মারার এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেটদুনিয়ায়। সিনিয়র ক্রিকেটার হিসেবে বিরাটের এই আচরণ অসর্থনযোগ্য, মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই।

ধারাভাষ্য দিচ্ছিলেন রিকি পন্টিং (Ricky Ponting)। বিরাটের কাণ্ডে অসন্তুষ্ট তিনি। প্রাক্তন অজি অধিনায়ক জানান, “দেখুন বিষয়টা  বিরাটই শুরু করেছে। আমার মনে কোনো সন্দেহ নেই এই বিষয়ে।” ইংল্যান্ডের প্রাক্তনী মাইকেল ভন’ও (Michael Vaughan) বলেন, “কনস্টাস নিজের পথে হাঁটছিলো। বিরাটের দিকে তাকিয়ে দেখুন। ও রাস্তা বদলে এসেছে। বিরাট নিশ্চয়ই পরে প্রশ্ন করবে নিজেকে, ‘এটা কেন করলাম?’” প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীকেও (Ravi Shastri) পাশে পাচ্ছেন না কোহলি। ঘনিষ্ঠমহলে নাকি প্রাক্তন ছাত্রের তীব্র সমালোচনা করেছেন তিনি। বলেছেন, “আগ্রাসন তখনই ভালো লাগে যখন আপনার ব্যাটে রান আসে। পাঁচ বছর ধরে যখন কেউ অফ ফর্মে থাকে তখন তাঁর উচিৎ যে চুপ থেকে খেলায় মন দেওয়া। অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অন্যকে কটাক্ষ করা আদতে বোকামি।”

দেখে নিন ঘটনার ভিডিও-

আইসিসি’র কোপে বিরাট কোহলি-

Virat Kohli,bcci
Virat Kohli | Image: Getty Images

প্রকাশ্যেও কোহলির (Virat Kohli) সমালোচনাই করেছেন শাস্ত্রী (Ravi Shastri)। ফক্স স্পোর্টসের একটি অনুষ্ঠানে তিনি জানান, “এই ঘটনাটা একেবারেই অহেতুক। এগুলো একেবারেই কাঙ্ক্ষিত নয়। বিরাট সিনিয়র ক্রিকেটার। দলের অধিনায়কত্ব’ও করেছে। হয়ত ওর নিজস্ব কোনো ব্যাখ্যা থাকবে। কিন্তু এগুলো মোটেই দেখতে ভালো লাগে না। এই ঘটনার দিকে তীক্ষ্ণ নজর রাখবেন ম্যাচ রেফারী অ্যান্ডি পাইক্রফট।” প্রাক্তন টিম ইন্ডিয়া (Team India) কোচের আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরেই। দ্রুত কোহলির (Virat Kohli) শাস্তি ঘোষণা করেছে আইসিসি। একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। সাথে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা’ও দিতে হবে তাঁকে। চার ডিমেরিট পয়েন্ট পেলে সিডনি টেস্টে (IND vs AUS) নির্বাসিত হতে হত তাঁকে। কিন্তু আপাতত সেই পথে হাঁটে নি সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

দেখুন শাস্ত্রীর বক্তব্য-

Also Read: IND vs AUS: “এবারের পিচগুলো…” ব্যাটিং ব্যর্থতার দায় বাইশ গজের উপর চাপালেন বিরাট কোহলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *