IND vs AUS: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেনজির বিপর্যয়ের সম্মুখীন হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ১২ বছর পর ঘরের মাঠে খোয়াতে হয়েছে টেস্ট সিরিজ। হোয়াইটওয়াশের কলঙ্ক জুটেছে ২৪ বছর পরে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই বড় চ্যালেঞ্জের মুখোমুখি ‘মেন ইন ব্লু’। অস্ট্রেলিয়ার মাটিতে স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের সামলাতে হবে ছন্দ হারিয়ে বসা রোহিত-কোহলিদের (IND vs AUS)। ২০১৭ থেকে অজিদের বিরুদ্ধে টানা চারটি টেস্ট সিরিজ ভারত। এর মধ্যে দুই বার অ্যাওয়ে সিরিজে জয়ের নজিরও রয়েছে তাদের। কিন্তু তা সত্ত্বেও ২০২৪-২৫ মরসুমের বর্ডার-গাওস্কর ট্রফিতে পিছিয়ে থেকেই শুরু করতে হচ্ছে টিম ইন্ডিয়াকে (Team India)। দ্বৈরথ শুরুর অনেক দিন আগেই ব্যাগি গ্রিনের ডেরায় পৌঁছে গিয়েছেন ক্রিকেটাররা। তবে সমস্যা পিছু ছাড়ে নি দলের। প্রস্তুতিপর্ব এগোয় নি মসৃণ ভাবে। চোটের কবলে দুই তারকা।
Read More: ক্রিকেটদুনিয়ায় নক্ষত্রপতন, আসন্ন সিরিজের পরেই সরে দাঁড়াচ্ছেন কিংবদন্তি তারকা !!
ওয়াকায় আহত সরফরাজ-রাহুল-
ভারত-এ দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিলো টিম ইন্ডিয়ার। কিন্তু চোট আঘাত এড়ানোর জন্য তা শেষ মুহূর্তে বাতিল করে বিসিসিআই। পরিবর্তে পারথ্-এর ওয়াকায় অতিরিক্ত নেট সেশনের ব্যবস্থা করা হয়। বাড়তি সতর্কতা নিয়েও চোট-আঘাত এড়াতে পারলো না ভারতীয় শিবির। বর্ডার-গাওস্কর ট্রফি সম্প্রচারকারী সংস্থা ফক্স ক্রিকেট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা গিয়েছে যে হাত চেপে ধরে রয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ব্যাটিং-এর সময়ই চোট পান তিনি। তারপর আর অনুশীলনের ঝুঁকি নেন নি মুম্বইয়ের তরুণ তুর্কি। টিম ইন্ডিয়ার সাজঘর সূত্রে খবর মিলেছে যে এমআরআই করানো হয়েছিলো সরফরাজের কিন্তু বিশেষ কিছু চোখে পড়ে নি চিকিৎসকদের। তাঁর চোট গুরুতর নয়। ঘাম দিয়ে জ্বর ছেড়েছে অনুরাগীরাদের।
চোটের কবলে কে এল রাহুল’ও (KL Rahul)। শুক্রবার সকালে ওয়াকায় আন্তঃস্কোয়াড একটি অনুশীলন ম্যাচ খেলছে ভারত। সেই ম্যাচেই ব্যাটিং করার সময় লাফিয়ে ওঠা একটি বলে কনুইতে আঘাত পান কর্ণাটকের ক্রিকেটার। কনুই চেপে ধরে মাটিতে বসে পড়েন তিনি। ছুটে আসেন ফিজিও। তাঁর চার পাশে ভীড় জমান সতীর্থরাও। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী ঋতিকা সাজদেহ’র পাশে থাকতে চান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে পারথ্-এ প্রথম টেস্ট (IND vs AUS) খেলবেন না তিনি। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচেও অংশ না নিতে পারেন তিনি। রোহিতের বদলি হিসেবে ওপেনিং স্লটে রাহুলকে (KL Rahul) ব্যবহারের পরিকল্পনা ছিলো কোচ গৌতম গম্ভীরের। সেই জন্যই অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো তাঁকে। কিন্তু আজকের চোট বাধা হয়ে দাঁড়াতে পারে সেই পরিকল্পনায়।
কথার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে-
ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) ক্রিকেটীয় দ্বৈরথ শুরু হতে বাকি এখনও দিনকয়েক। কিন্তু ইতিমধ্যেই মাঠের বাইরের লড়াই শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের মধ্যে। কোহলি ও রোহিতের সাম্প্রতিক অফ ফর্ম নিয়ে কিছু তির্যক মন্তব্য করেছিলেন প্রাক্তনী রিকি পন্টিং। তার জবাব দিতে গিয়ে ফুঁসে ওঠেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বলেন, “ভারতীয় ক্রিকেট নিয়ে মন্তব্য করার কি অধিকার রয়েছে পন্টিং-এর? উনি অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে মাথা ঘামান। আমি কোহলি বা রোহিতকে নিয়ে আদৌ চিন্তিত নই।” অস্ট্রেলীয় সংবাদমাধ্যম 7NEWS-কে দেওয়া সাক্ষাৎকারে পালটা দেন পন্টিং-ও। বলেন, “আমি মোটেই অসম্মান করতে চাই নি কাউকে। কিন্তু গম্ভীরের প্রতিক্রিয়া পড়ে আমি একটু অবাক হয়েছি। ও এমন একজন চরিত্র যে সবসময়ই তেতে থাকে। ওর থেকে যে এমন প্রতিক্রিয়া আসবে সেটা অবিশ্বাস্য কিছু নয়।”