IND vs AUS

IND vs AUS: আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ। ব্রিসবেনের গাব্বায় টস জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। এই নিয়ে চলতি সিরিজে টানা তৃতীয় বার টস জিতলো ‘মেন ইন ব্লু।’ প্রথম দুই ম্যাচে শুরুতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো তারা। এবার প্রথমে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আবহাওয়ার চোখ রাঙানি ছিলোই। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে নামে বৃষ্টি। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের। ১৩.২ ওভারে ২৮ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয়েছে অজি’রা। কোনো উইকেট হারায় নি তারা। নির্দিষ্ট সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতির ঘোষণা করা হয়েছে। এগিয়ে এসেছে চা পানের বিরতিও। কিন্তু এখনও শুরু করা যায় নি ম্যাচ। আজ আদৌ আর খেলা হবে কিনা তা নিয়ে সন্দিহান সকলেই।

Read More: ‘গাব্বা’-তে বৃষ্টির ভ্রুকুটি, বন্ধ হলো ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ !!

বৃষ্টিভেজা ব্রিসবেনে ক্রিকেটজনতার নজর কেড়ে নিলেন সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। হঠাৎ’ই গ্যালারিতে দেখা যায় তাঁকে। পরনে নীল পোশাক, মেঘলা আবহাওয়াতেও চোখে রোদচশমা। আচমকা অস্ট্রেলিয়ার মাঠে সারা’কে দেখে একপ্রস্থ চমকেছেন সকলেই। এরপরেই শচীন কন্যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। দীর্ঘ সময় ধরেই শোনা যাচ্ছে যে সারা সম্পর্কে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি শুভমান গিলের (Shubman Gill) সাথে। তাঁদের দু’জনের সোশ্যাল মিডিয়া কর্মকাণ্ড থেকে এই ধারণায় উপনীত হয়েছেন নেটিজেনরা। কিন্তু কোনো রকম স্বীকারোক্তি কখনও আসে নি দু’জনের তরফেই। কিন্তু হঠাৎ সুদূর অস্ট্রেলিয়ার গ্যালারিতে সারা’র হাজির হয়ে যাওয়া থেকে অনেকেই মনে করছেন যে ‘ওয়্যাগ’ হিসেবে স্বীকৃতি শেষমেশ পেয়েই গেলেন তিনি।

সারা’র (Sara Tendulkar) আবির্ভাবে উত্তাল ট্যুইটার দুনিয়া। ‘কুছ তো বাত হ্যায়’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য এক নেটনাগরিকের। ‘এমনি এমনি এত দূর তো আর কেউ যায় না!’ লিখেছেন আরও একজন। ‘সারা-শুভমানের সম্পর্কটা এবার তো ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটদুনিয়ায়’ তির্যক মন্তব্য আরও একজনের। ‘আর ঢেকে রাখার দরকার কি? খুল্লমখুল্লা স্বীকার করে নিলেন তো হয়ে যায়’ লিখেছেন এক অনুরাগী। এর আগে মাঠে শুভমানকে উদ্দেশ্য করে উৎসাহী অনুরাগীরা স্লোগান দিয়েছিলেন, “হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী য্যায়সি হো’ আজ তাঁকে মাঠে দেখেও কেউ কেউ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন একই কথা। অ্যাডিলেড টেস্টে একেবারেই রান পান নি ভারতীয় ব্যাটার। ‘আশা করছি লেডি লাক্‌ ভাগ্য ফেরাবে,’ প্রার্থনা আরও এক অনুরাগীর।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs AUS 3rd Test Stats Preview: নজির গড়ার হাতছানি কোহলি- কামিন্সদের সামনে, গাব্বার মাঠে তৈরি হতে পারে ১০টি নয়া রেকর্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *