IND vs AUS 5th Test: “শক্তিই হয়ে দাঁড়িয়েছে দুর্বলতা…” অস্ট্রেলিয়ার মাঠে বিরাট ব্যর্থতার ব্যাখ্যা দিলেন সঞ্জয় মঞ্জরেকর !! 1

IND vs AUS: সিডনিতে আজ থেকে শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) পঞ্চম টেস্ট। ভারতীয় ড্রেসিংরুম থেকে আজ রোহিত শর্মা (Rohit Sharma) নয় বরং টস করতে মাঠে নামেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। অফ ফর্মের সমস্যায় জেরবার রোহিত নিজে থেকেই নাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই বিরতি সাময়িক নাকি লাল বলের ফর্ম্যাটকে চিরতরে বিদায় জানানোর ইঙ্গিত তা নিয়ে খেলা শুরুর আগে থেকেই জোর চর্চা চললো সোশ্যাল মিডিয়ায়। রোহিতের অনুপস্থিতিতে ফোকাস অনেকটাই ছিলো বিরাট কোহলির (Virat Kohli) দিকে। বছর ৩৬-এর মহাতারকাও চলতি সিরিজে বিশেষ ছন্দে নেই। একটি শতরান করেছিলেন পার্‌থ-এ। এছাড়া কোনো ইনিংসেই সাফল্য পান নি। আজ তিনি কেমন পারফর্ম করেন তা নিয়ে ছিলো কৌতূহল। মন ভরাতে পারেন নি বিরাট। সাজঘরে ফেরেন ১৭ রান করে।

Read More: IND vs AUS 5th Test: “বিদেশের মাঠে তো ওর…” রোহিতের বাদ পড়া নিয়ে বিস্ফোরক মঞ্জরেকর, দুষলেন টিম ম্যানেজমেন্টকে !!

আবারও ফাঁদে পা দিলেন কোহলি-

Virat Kohli and Scott Boland | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli and Scott Boland | IND vs AUS | Image: Getty Images

অফস্টাম্পের বাইরের বল যেন সাক্ষাৎ ত্রাস হয়ে উঠেছে বিরাট কোহলির (Virat Kohli) কাছে। কখনও ব্যাট সরাতে পারছেন না তিনি। কখনও আবার কভার ড্রাইভ মারতে গিয়ে ছুঁড়ে দিয়ে আসছেন উইকেট। চলতি অস্ট্রেলিয়া সফরে (IND vs AUS) এখনও পর্যন্ত সাত বার আউট হয়েছেন তিনি। সাতবারই হয় স্লিপ কর্ডন আর না হলে অ্যালেক্স ক্যরি’র দস্তানায় ধরা পড়েছেন তিনি। পার্‌থ, অ্যাডিলেড, ব্রিসবেন বা মেলবোর্নের দৃশ্যটা বদলালো না সিডনির সকালেও। তৃতীয় আম্পায়ারের সৌজন্যে ‘গোল্ডেন ডাক’ এড়াতে পেরেছিলেন। কিন্তু তার পরেও বড় রান পেলেন না তিনি। ঋষভ পন্থের সাথে জুটি বেঁধে এগোচ্ছিলেন ভালোই। কিন্তু স্কট বোল্যান্ডের (Scott Boland) আউটসাউড অফ লেন্থের ডেলিভারিতে ঠিক বাড়িয়ে দেন ব্যাট। অভিষেককারী বো ওয়েবস্টারের ক্যাচ ধরতে অসুবিধা হয় নি।

কোহলির মত ব্যাটিং মায়েস্ত্রো কেন বারবার একই ভুল করে আউট হচ্ছেন? ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে এর আগে সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। আজ স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে বিরাট বিভ্রম বিশ্লেষণ করার চেষ্টা করলেন তিনি। জানান, “কেরিয়ারের শুরুর দিকে যে কভার ড্রাইভ ওর সবচেয়ে বড় অস্ত্র ছিলো, সেটাই এখন দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে। দেখে খারাপই লাগে। ২০১৪ সালেও জেমস অ্যান্ডারসেনের বিরুদ্ধে অফস্টাম্পের বাইরের সমস্যাটা দেখা গিয়েছিলো, কিন্তু তখন ফুল লেন্থের বলে ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছিলো ও। কিন্তু এখন সমস্যাটা এতটাই গুরুতর হয়েছে যে এখন বোলাররা কেবল পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের লাইনে বল রাখলেই হলো। লেন্থ শর্ট বা ফুল যাই হোক না কেন। ওর হাতে রান আদায় করার বিকল্পগুলোই যেন কমে গিয়েছে। ২৫-এর আশেপাশে স্ট্রাইক রেট ছিলো।”

দেখুন সঞ্জয়ের বিশ্লেষণ-

বিরাটের ভবিষ্যত নিয়ে চিন্তায় অনুরাগীরা-

Virat Kohli | IND vs AUS | Image: Getty Images
Virat Kohli | IND vs AUS | Image: Getty Images

প্রযুক্তির সাহায্য নিয়ে চলতি সিরিজের (IND vs AUS) যে সাতটি বলে বিরাট কোহলি (Virat Kohli) আউট হয়েছেন তার পিচ ম্যাপ স্টার স্পোর্টসের দর্শকদের সামনে তুলে ধরেন সঞ্জয় মঞ্জরেকর। “নীচের দিকে যে গুলো দেখছেন, সেগুলো ড্রাইভ করার বল। আর স্টাম্পের উপরের উচ্চতায় যে বলগুলি রয়েছে সেগুলো আদতে শর্ট পিচ লেন্থের। এই বিষয়টা আমার কাছে একদমই নতুন। ওর সমস্যাটা যে অনেক গুণ বেড়ে গিয়েছে তা এই গ্রাফিক্স থেকেই পরিষ্কার,” বলেন টিম ইন্ডিয়ার প্রাক্তনী। আজও কোহলি রান না পাওয়ায় উৎকন্ঠা বেড়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। এই সিডনি টেস্টের পর প্রায় ছয় মাস লাল বলের ফর্ম্যাটে কোনো ম্যাচ নেই ভারতের। ফর্ম যদি এমনই থাকে তাহলে জুনে ইংল্যান্ড সফরে আদৌ ভারতীয় স্কোয়াডে জায়গা পাবেন মহাতারকা? রীতিমত সন্দিহান অনেকেই। আপাতত দ্বিতীয় ইনিংসের দিকে চাতকের দৃষ্টিতে তাকিয়ে তাঁরা।

Also Read: IND vs AUS 5th Test: সিডনিতেও অব্যাহত ব্যাটিং ব্যর্থতা, ফের একবার বুমরাহ’র দিকেই তাকিয়ে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *