ind-vs-aus-sai-ruturaj-not-in-plans

IND vs AUS: অপেক্ষার আর মাত্র কয়েকদিন। তারপরেই পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। দুই হেভিওয়েটের লড়াই তারিয়ে তারিখে উপভোগ করতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। সাম্প্রতিক অতীতে যখনই, যে ফর্ম্যাটেই দুই দল সম্মুখসমরে নেমেছে, ছিটকে বেরিয়েছে স্ফুলিঙ্গ। ব্যাগি গ্রিনের ডেরায় আগামী দুই মাস’ও তেমন জমজমাট যুদ্ধই দেখা যাবে, আশায় রয়েছেন সকলে। টানা চার বার বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) জয়ের পরেও খানিক ব্যাকফুটে থেকেই শুরু করতে হচ্ছে ভারতীয় দল’কে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হার ও অধিনায়ক-সহ একঝাঁক তারকাকে প্রথম ম্যাচে না পাওয়া চাপে রেখেছে ‘মেন ইন ব্লু’কে। যুদ্ধকালীন তৎপরতায় বিকল্প খুঁজে নিতে হচ্ছে কোচ গৌতম গম্ভীর’কে (Gautam Gambhir)।

Read More: ভাগ্য খুললো নীতিশ রেড্ডির, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নিচ্ছেন এন্ট্রি !!

IND vs AUS সিরিজে নেই ঋতুরাজ ও সাই-

Shubman Gill | IND vs AUS | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

রোহিত যে পারথ্‌-এ প্রথম টেস্ট ম্যাচ খেলবেন না তা ঠিকই ছিলো। কিন্তু অস্ট্রেলিয়াতে পা দেওয়ার পর থেকেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। নেটে কখনও চোট পেয়েছেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ওয়াকাতে ম্যাচ সিমুলেশন চলাকালীন কনুইতে আঘাত পেয়েছেন কে এল রাহুল (KL Rahul)। স্লিপে ফিল্ডিং করার সময় আহত হয়েছেন শুভমান গিল’ও (Shubman Gill)। সরফরাজ ও রাহুল সাময়িক পরিচর্যার পর সেরে উঠলেও জানা গিয়েছে যে বাম হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছেন শুভমানের। অপটাস স্টেডিয়ামে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্ট ম্যাচে (IND vs AUS) কোনো মূল্যেই নামা সম্ভব নয় তাঁর পক্ষে। মিনি হাসপাতাল হয়ে ওঠা টিম ইন্ডিয়াকে তাই বাধ্য হয়েই খোঁজ করতে হচ্ছে বিকল্পের।

অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে (IND A vs AUS A) লাল বলের ফর্ম্যাটে দিনকয়েক আগেই মুখোমুখি হয়েছিলো ভারত-এ দল। সেই দলের ক্রিকেটারদের মধ্যে অনেকেই অংশ নিয়েছিলেন ওয়াকার ম্যাচ সিমুলেশনেও। তাঁদের মধ্য থেকেই বিকল্প সন্ধান করার কথা ভেবেছে টিম ম্যানেজমেন্ট। শুভমান (Shubman Gill), রোহিতদের (Rohit Sharma) বিকল্প হয়ে ওঠার দৌড়ে ছিলেন ভারত-এ স্কোয়াডের ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও সাই সুদর্শন (B.Sai Sudharshan)। কিন্তু শেষমেশ তাঁদের আর ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজ খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না। দেশেই ফিরতে হচ্ছে দু’জনকে। বদলে কর্ণাটকের দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) আপাতত বিকল্প হিসেবে বেছে নিয়েছে ভারতীয় দল। শুভমানের বদলে তিন নম্বরে ব্যাট হাতেও নামতে পারেন পারথ্‌-এ।

দেশে ফিরছেন ঋতুরাজ-সাই, দেখুন ভিডিও-

অস্ট্রেলিয়ার-এ’র বিরুদ্ধে দু’জনের পারফর্ম্যান্স-

B.Sai Sudharshan vs AUS A | IND vs AUS | Image: Getty Images
B.Sai Sudharshan vs AUS A | Image: Getty Images

অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে বেসরকারী টেস্ট খেলার জন্য যে ভারত-এ স্কোয়াড নির্বাচন করা হয়েছিলো সেখানে অধিনায়ক হিসেবে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ব্যাট হাতে আশানুরূপ সাফল্য পান নি তিনি। ম্যাকে’তে প্রথম ম্যাচটিতে দুই ইনিংসে তিনি করেন যথাক্রমে ০ ও ৫ রান। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচটিতে ঋতুরাজের সংগ্রহ যথাক্রমে ৪ ও ১১ রান। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান করতে পেরেছেন তিনি। ব্যাটিং গড় ৫। পক্ষান্তরে তামিলনাড়ুর সাই সুদর্শনের (B.Sai Sudharshan) পরিসংখ্যান অনেকটা ভালো ঋতুরাজের চেয়ে। প্রথম ম্যাচে দুই ইনিংসে তিনি ২১ ও ১০৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে দেবদত্ত পাডিক্কালকে (Devdutt Padikkal) সাথে নিয়ে গড়ে তুলেছিলেন প্রতিরোধ। তবে মেলবোর্নে রান পান নি তিনিও। করেন ০ ও ৩। দুই ম্যাচেই হেরেছে ভারত-এ।

Also Read: IND vs AUS 1st Test: পারথ্‌ টেস্টে দায়িত্বে নয়া অধিনায়ক, রোহিতের অনুপস্থিতিতে পড়লো সিলমোহর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *