IND vs AUS: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সদ্যই দেশে ফিরেছেন ভারতীয় ক্রিকেটাররা। এরপর রয়েছে এশিয়া কাপ। সেপ্টেম্বরের ৯ থেকে ২৮ তারিখ অবধি চলবে টুর্নামেন্ট। তারপর অক্টোবরের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু’টি টেস্টও খেলবে ‘মেন ইন ব্লু।’ দেশের মাঠে ক্যারিবিয়ান চ্যালেঞ্জ সামলানোর পর রয়েছে অস্ট্রেলিয়া সফর (IND vs AUS)। চলতি বছরের গোড়ায় টেস্টে ব্যাগি গ্রিনদের বিপক্ষে ১-৩ ফলে হেরে এসেছিলো ভারতীয় দল। ওয়ান ডে ও টি-২০তে সেই পরাজয়ের বদলা নিতে পারবে দল? সেদিকে তাকিয়ে রয়েছেন সমর্থকেরা। তবে সিনিয়র দলের আগে অজিদের বিপক্ষে মাঠে নামছে ভারতের যুব দল’ও (IND vs AUS)। সেপ্টেম্বরের ১৬ ও ২৩ তারিখ লক্ষ্ণৌতে রয়েছে দু’টি বেসরকারী টেস্ট। এরপর ৩০ সেপ্টেম্বর, ৩ অক্টোবর ও ৫ অক্টোবর কানপুরে তিনটি বেসরকারী ওয়ান ডে’তে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে মাঠে নামবে ভারত-এ।
Read More: রোহিত জামানার ইতি, ভারতের ওডিআই দলের ক্যাপ্টেন হচ্ছেন এই তরুণ তুর্কি !!
তরুণদের পরখ করে দেখবে BCCI-

২০২৭-এ রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ, সেদিকে তাকিয়েই এগোতে চাইছে বিসিসিআই। আগামী এক-দেড় বছরের মধ্যে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে বেশ কয়েকজন নতুন মুখ’কে পরখ করে দেখতে চায় ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা, সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এক বোর্ড কর্তা। অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ভারত-এ (INDIA-A vs AUSTRALIA-A) দলের সিরিজটি তরুণদের সুযোগ দেওয়ার এক আদর্শ মঞ্চ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর যখন অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে খেলতে গিয়েছিলো ভারত-এ দল, তখন নেতার দায়িত্ব সামলেছিলেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এবার ঘরের মাঠেও তিনিই অধিনায়ক পদ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। অসমের অলরাউন্ডার রিয়ান পরাগকেও রাখা হতে পারে স্কোয়াডে।
মাত্র ১৪ বছর বয়স আইপিএলের আসরে শতরান করে হইচই ফেলে দিয়েছেন বিহারের সমস্তিপুরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। গত বছর অস্ট্রেলিয়া অনুর্দ্ধ-১৯ দলের বিরুদ্ধে লাল বলের ফর্ম্যাটে শতরান করেছিলেন। সম্প্রতি ইংল্যান্ড অনুর্দ্ধ-১৯ দলের বিপক্ষে ওয়ান ডে’তেও বিস্ফোরক ব্যাটিং করেছেন তিনি। আসন্ন সিরিজে প্রথমবার ভারত-এ জার্সি গায়ে চাপাতে পারেন তিনি। এছাড়া আইপিএল ও ঘরোয়া ক্রিকেটের চমৎকার পারফর্ম্যান্সের পুরস্কার পেতে পারেন প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। পাঞ্জাবের উইকেটরক্ষক-ব্যাটারকে রাখা হতে পারে ভারত-এ স্কোয়াডে। আইপিএলে ভালো বোলিং করার দরুণ অস্ট্রেলিয়া-এ’র বিপক্ষে ভারতীয় যুব দলে (IND vs AUS) জায়গা করে নিতে পারেন দিগ্ভেশ রাঠী এবং সাই কিশোর। পেস বিভাগে দেখা যেতে পারে অংশুল কম্বোজ ও মুকেশ কুমারকে।
দেখে নিন সম্ভাব্য দল-
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রিয়ান পরাগ, প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, রজত পাটিদার, আয়ুষ মাথ্রে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক), অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), মানব সুতার, তনুষ কোটিয়ান, সাই কিশোর, অংশুল কম্বোজ, দিগ্ভেশ রাঠী, মুকেশ কুমার, হর্ষ দুবে, অশ্বিনী কুমার।
দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া-

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া-এ স্কোয়াড ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে সে দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা। বর্ডার-গাওস্কর ট্রফিতে (IND vs AUS) বিতর্কের ঝড় তুলেছিলেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস (Sam Konstas)। বুমরাহকে রিভার্স স্কুপ মারা হোক বা কোহলির সাথে ধাক্কাধাক্কি-বারবার সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন তিনি। এবার ভারত-এ’র বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। থাকছেন নাথান ম্যাকস্যুইনি’ও। আসন্ন অ্যাসেজে অস্ট্রেলিয়া সিনিয়র দলের ওপেনার হিসেবে কে সুযোগ পাবেন তা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা রয়েছে কনস্টাস ও ম্যাকস্যুইনি’র (Nathan McSweeney) মধ্যে। ভারত-এ’র বিরুদ্ধে নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন দু’জনেই। সাদা বলের সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে অজি বোর্ড সেখানে নাম রয়েছে জেক ফ্রেজার-ম্যাকগার্স, কুপার কনোলি, অ্যারন হার্ডি, তনবীর সাঙ্ঘাদের মত চেনা মুখেদের।