অস্ট্রেলিয়া সফরে ভারতের নেতৃত্বে ঋতুরাজ, বর্ডার-গাওস্কর ট্রফির আগে চমক বিসিসিআই-এর !! 1

IND vs AUS: আগামী মাসে রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজ। দুই হেভিওয়েট দলের হাইভোল্টেজ লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেটদুনিয়া। চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে চিন্নাস্বামীতে ৪৬ রানের মধ্যে অল-আউট হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। তীর্যক মন্তব্য ছুঁড়ে দিতে দেরী করে নি অজি ক্রিকেট বোর্ড। ২০২০-তে অ্যাডিলেডে ভারতের ব্যাটিং বিপর্যয়ের কথা মনে করিয়ে দিতে দেরী করে নি তারা। এরপর জোর তরজা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। টানা তৃতীয় বার ব্যাগি গ্রিনদের ডেরা থেকে সিরিজ জিতে ফিরবে ভারত নাকি অজিরা ফিরে পাবে নিজেদের হারানো সম্মান? যুদ্ধের পরিণতি জানিয়ে মুখিয়ে সকলে। রোহিত-কামিন্সরা বর্ডার-গাওস্কর ট্রফির দ্বৈরথে নামার আগে দুই দেশের যুব দল’ও মুখোমুখি হচ্ছে লাল বলের খেলায়।

Read More: “মেদবহুল, উচ্ছৃঙ্খল…” পৃথ্বী শ-এর দিকে উঠছে অভিযোগের আঙুল, বাদ পড়লেন রঞ্জি দল থেকে !!

তিনটি ম্যাচে মুখোমুখি IND-A ও AUS-A-

IND VS AUS | Image: Getty Images
IND VS AUS | Image: Getty Images

ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার (CA) তরফে প্রকাশ করা হয়েছে বর্ডার-গাওস্কর সিরিজের (BGT) ক্রীড়াসূচি। ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজ। এতদিন ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে ৪টি করে টেস্ট থাকত। এবার অ্যাসেজের মতই থাকছে পাঁচটি টেস্ট। প্রথম ম্যাচটি রাখা হয়েছে পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৬ ডিসেম্বর থেকে। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দল। তৃতীয় ম্যাচটি শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ব্রিসবেনের ঐতিহাসিক গাব্বা স্টেডিয়ামকে। ২৬ ডিসেম্বর থেকে বক্সিং ডে টেস্ট রাখা হয়েছে মেলবোর্নে। ভারতের দীর্ঘ অস্ট্রেলিয়া সফরের (IND vs AUS) শেষ গন্তব্য সিডনি। সেখানে ৩ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি আয়োজিত হওয়ার কথা শেষ টেস্ট ম্যাচটি।

সিনিয়র দল বিদেশসফরে গেলে সমান্তরালে প্রতিপক্ষ দেশের ‘এ’ দলের সাথে ভারতের ‘এ’ দলগুলিরও ম্যাচ আয়োজনের চেষ্টা করে থাকে বিসিসিআই। অতীতেও দেখা গিয়েছে এমনটা। অস্ট্রেলিয়া সফরও ব্যতিক্রম নয়। বর্ডার-গাওস্কর ট্রফির যুদ্ধ শুরুর আগে সম্মুখসমরে নামছে ভারত-এ ও অস্ট্রেলিয়া-এ (IND-A vs AUS-A) দল। তিন ম্যাচের সিরিজের জন্য গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা। চলতি মাসের ৩১ তারিখ থেকেই রয়েছে প্রথম ম্যাচ। গ্রেট ব্যরিয়ার রিফ এরিনাতে আয়োজিত হবে খেলাটি। দ্বিতীয় ম্যাচের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে। ৭ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ম্যাচটি। আর ১৫ নভেম্বর থেকে তৃতীয় খেলাটি হবে পারথ্‌-এর ওয়াকায়। প্রথম দুটি ম্যাচ চার দিনের ও শেষ ম্যাচটি তিন দিনের হওয়ার কথা।

নেতৃত্বে ঋতুরাজ, দলে বাংলার তিন-

Ruturaj Gaikwad | Image: Getty Images
Ruturaj Gaikwad | Image: Getty Images

গতকাল বোর্ডের তরফে যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। এর আগে ইরানী কাপেও অবশিষ্ট ভারতের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। ধীরে ধীরে মহারাষ্ট্রের তারকাকে টিম ইন্ডিয়ার লাল বলের ক্রিকেটের বৃত্তে জায়গা করে দেওয়ার প্রয়াস চালাচ্ছেন নির্বাচকেরা। এছাড়া সদ্য আন্তর্জাতিক টি-২০তে ঝড় তোলা তরুণ অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি’ও (Nitish Kumar Reddy) রয়েছেন দলে। অন্যতম চমক অবশ্যই ঈশান কিষণের (Ishan Kishan) প্রত্যাবর্তন। গত ডিসেম্বরে বোর্ডের সাথে মনোমালিন্যে জড়িয়েছিলেন তিনি। পেয়েছিলেন শাস্তি। সম্পর্কের শৈত্য কাটিয়ে মূলস্রোতে ফেরার চেষ্টায় তিনি। অস্ট্রেলিয়াগামী বিমানে উঠবেন বাংলার তিন ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ রয়েছেন। তাঁর দিকে বিশেষ নজর থাকবে। এছাড়া রয়েছেন বোলার মুকেশ কুমার ও উইকেটরক্ষক অভিষেক পোড়েল।

এক নজরে সম্পূর্ণ স্কোয়াড-

Also Read: IND vs AUS: “ওকে দলে ফেরানো মুশকিল…” অস্ট্রেলিয়া সিরিজের আগে শামি’কে নিয়ে দুঃসংবাদ দিলেন রোহিত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *