IND vs AUS: চার টেস্টের পর ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের ফলাফল ১-২। এক দশক পর বর্ডার-গাওস্কর ট্রফি হাতছাড়া হতে পারে টিম ইন্ডিয়ার (Team India)। ব্যাগি গ্রিনের বিরুদ্ধে নিজেদের শৌর্য্য বজায় রাখতে হলে আগামীকাল থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্ট জয় ছাড়া কোনো রাস্তা খোলা নেই ‘মেন ইন ব্লু’র সামনে। সিরিজ ২-২ ফলে সমাপ্ত হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ক্ষীণ আশা বেঁচে থাকবে রোহিত-বিরাটদের (Virat Kohli)। না হলে টানা তৃতীয় বার টেস্টের খেতাবী যুদ্ধে নামার স্বপ্ন’ও চুরমার হবে ক্যাঙারুর দেশে। অন্তত চাপ মাথায় নিয়ে সিডনির সবুজ ঘাসে পা দিতে চলেছে ভারতীয় দল। ব্যাটিং ব্যর্থতা, প্রত্যাশার চাপের পাশাপাশি তাদের চিন্তায় রেখেছে টিম স্পিরিটের অভাব। সিডনিতে কি হবে একাদশ? কারা পাবেন সুযোগ? গোটা বিষয়টি নিয়েই থাকছে ধোঁয়াশা।
Read More: শেষ টেস্টে ফিরছেন চেতেশ্বর পূজারা, দল নির্বাচনের গোপন তথ্য ফাঁস করলেন কোচ গৌতম গম্ভীর !!
রোহিতকে নিয়ে মুখে কুলুপ গম্ভীরের-
চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে টিম ইন্ডিয়ার পারফরর্ম্যান্সে খুশি নয় ক্রিকেটমহল। সাজঘরের অন্দরেও নাকি ধরেছে ফাটল। মেলবোর্নে মাত্র ২০.৪ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে যেভাবে হেরেছে দল, তার পর সাজঘরে ক্ষোভে ফেটে পড়েন কোচ গম্ভীর (Gautam Gambhir), খবর মিলেছে সংবাদমাধ্যম সূত্রে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে ক্রিকেটারদের কোচ শুনিয়ে দিয়েছেন, “অনেক হয়েছে। তোমরা কি এইবার জেগে উঠবে? এতদিন কিছু বলি নি বলে বিষয়টা হাল্কা ভাবে নিয়ো না।” যে ‘সহজাত ক্রিকেট’-এর দোহাই দিয়ে যে ব্যাটিং উপহার দিচ্ছেন কয়েকজন খেলোয়াড়, তাতে রুষ্ট কোচ। “আমার পরিকল্পনা অনুযায়ী এবার খেলতে হবে,” ড্রেসিংরুমে জানিয়ে দিয়েছেন গম্ভীর।
কোচ বনাম অধিনায়ক সংঘাতের খবরও এসেছে প্রকাশ্যে। চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) নাকি বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) স্কোয়াডে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু নির্বাচক প্রধান অজিত আগরকার (Ajit Agarkar) ও অধিনায়ক রোহিত (Rohit Sharma) পাত্তা দেন নি সেই অনুরোধে। যা দূরত্ব বাড়িয়েছে দুই পক্ষের মধ্যে। আপাতত সেই ফাটল যে জোড়া লাগছে না তার আভাস মিললো সিডনির সাংবাদিক সম্মেলনে। গম্ভীরের (Gautam Gambhir) উদ্দেশ্যে প্রশ্ন রাখা হয়েছিলো, “রোহিত শর্মা কি আগামী ম্যাচে খেলবেন?” কোনো স্পষ্ট জবাব দেন নি টিম ইন্ডিয়ার প্রশিক্ষক। হেঁয়ালি জিইয়ে রেখে তাঁর মন্তব্য, “আগামীকাল টসের পর পিচ দেখে আমরা প্লেয়িং ইলেভেন নিয়ে সিদ্ধান্ত নেব।” স্বয়ং অধিনায়ককে খেলানো নিয়ে গম্ভীরের দোলাচল থেকেই পরিষ্কার যে অস্ট্রেলিয়া সফরে চ্যালেঞ্জের মুখে সাজঘরের ‘ফিল গুড’ পরিবেশ।
অফ ফর্মে রোহিত, দলে অন্তর্দ্বন্দ্ব ?
অস্ট্রেলিয়া সিরিজে (IND vs AUS) ব্যাট হাতে চূড়ান্ত হতাশ করেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পাঁচ ইনিংসে তাঁর মোট রান সংখ্যা ৩১। গড় ৬.২০। সিডনিতে তাঁর খেলা উচিৎ নাকি দলের স্বার্থে সরে দাঁড়ানো উচিৎ তা নিয়ে চলছে বিস্তর কাটাছেঁড়া। কেউ কেউ তাঁকে আরও একটা সুযোগ দেওয়ার পক্ষে। কেউ আবার জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) দেখতে চান অধিনায়ক হিসেবে। এই পরিস্থিতিতে নেতৃত্ব নিয়ে দড়ি-টানাটানি শুরু হয়েছে ড্রেসিংরুমের অন্দরেও। এক সিনিয়র তারকা নাকি অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন, জানা গিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রস সূত্রে। দল’কে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবেন তিনি, দাবী করেছেন ঐ সিনিয়র। বিষয়টি মনঃপুত হয় নি তরুণ তুর্কিদের মধ্যে বেশ কয়েকজনের। সব মিলিয়ে পরিস্থিতি যে বেশ ঘোরালো তা নিয়ে কোনো সন্দেহ নেই।