rohit-sharma-can-leave-test-team
Rohit Sharma | Image: Getty Images

IND vs AUS: অধীর আগ্রহে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) দিকে তাকিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে দুই হেভিওয়েট দলের যুদ্ধ। ২০১৭ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টানা চারটি সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। ঘরে-বাইরে দাপট দেখিয়েছে ‘মেন ইন ব্লু।’ এই ধারাবাহিকতা এইবারও ধরে রাখতে মুখিয়ে রয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা’রা। এর আগে বর্ডার-গাওস্কর ট্রফিতে থাকত ৪টি করে টেস্ট। এবারও তা বেড়ে দাঁড়াচ্ছে পাঁচে। যা বাড়তি উত্তেজনা তৈরি করেছে সমর্থকদের মধ্যে। পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে রয়েছে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি অ্যাডিলেডে। তৃতীয় টেস্টের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ব্রিসবেন’কে। চতুর্থ ও পঞ্চম ম্যাচ দু’টি আয়োজিত হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনি’তে।

Read More: বাদ রোহিত-বিরাট, ঋষভ পান্থকে অধিনায়ক করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা ভারতের !!

রোহিত’কে ছাড়াই নামছে টিম ইন্ডিয়া-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

ইতিমধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্ট সিরিজের নির্ঘন্ট ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পারথ্‌-এ রয়েছে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি অ্যাডিলেডে, শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। চলার কথা ১০ ডিসেম্বর অবধি। এই দুই ম্যাচের মধ্যে যে কোনো একটিতে অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) ছাড়াই নামতে হতে পারে টিম ইন্ডিয়াকে। ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোর আবেদন করেছেন তিনি। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “এখনও গোটা বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। কিন্তু খবর মিলেছে যে ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্টের মধ্যে যে কোনো একটি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি রোহিত বিসিসিআই-কে জানিয়েছেন।”

তবে কবে বিরতি নেবেন রোহিত বা আদৌ নেবেন কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না, খবর বিসিসিআই সূত্রে। PTI-কে ঐ কর্তা আরও জানিয়েছেন যে, “যদি (রোহিতের) সমস্যাটি সিরিজ শুরুর আগে মিটে যায় তাহলে ও পাঁচটা টেস্টই খেলতে পারে। আগামী দিনে আরও ভালো করে বিষয়টি জানা যাবে।” রোহিত (Rohit Sharma) না খেললে কে হবেন ওপেনার? সেই প্রশ্ন আপাতত ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। ভারতীয় স্কোয়াডে শুভমান গিল (Shubman Gill) ও কে এল রাহুল (KL Rahul) রয়েছেন। দুজনেরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ওপেনিং-এর পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তাঁদের উপর আস্থা রাখতে পারেন কোচ গৌতম গম্ভীর। এছাড়া কানাঘুষো শোনা যাচ্ছে যে তৃতীয় ওপেনার হিসেবে প্রস্তুত রাখা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে। মাঠে নামতে পারেন তিনিও। ফর্মে থাকা অভিমণ্যু ঈশ্বরণ’ও (Abhimanyu Easwaran) পেতে পারেন ডাক।

অধিনায়কত্বের দৌড়ে একঝাঁক নাম-

KL Rahul and Jasprit Bumrah | Image: Getty Images
KL Rahul and Jasprit Bumrah | Image: Getty Images

পারথ্‌ বা অ্যাডিলেডে রোহিত যদি না খেলেন তাহলে ভারতের নেতৃত্ব সামলাবেন কে? এই প্রশ্নের উত্তরের সন্ধানে ক্রিকেটমহল। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার (Team India) কোনো স্থায়ী সহ-অধিনায়ক নেই লাল বলের ফর্ম্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণার সময় কাউকেই রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেন নি অজিত আগরকার’রা। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) স্কোয়াড বেছে নিতে গিয়ে সেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাঁদের। মাসখানেক আগেও টেস্টে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ২০২২ সালে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর কাঁধেই সঁপে দেওয়া হতে পারে নেতৃত্ব। অধিনায়কত্বের দৌড়ে রয়েছেন কে এল রাহুল’ও (KL Rahul)। তিনি ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতেছেন নেতা হিসেবে। এছাড়া ওডিআই ও টি-২০তে সহ-অধিনায়ক পদে থাকা শুভমান গিলকেও পারথ্‌ বা অ্যাডিলেডে দেখা যেতে পারে নেতা হিসেবে।

Also Read: KKR ছাড়ছেন নীতিশ রানা, মেগা নিলামের আগেই দিলেন চাঞ্চল্যকর বয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *