ind-vs-aus-rohit-sharma-on-gabba-test

IND vs AUS: ভারত বনাম অস্ট্রেলিয়ার (IND vs AUS) দ্বৈরথে বাজিমাত বৃষ্টির। বর্ডার-গাওস্কর ট্রফির তৃতীয় টেস্টের কাহিনীটা চুম্বকে এমনই। প্রথম দিন থেকেই প্রকৃতির রোষানলে পড়ে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বাইশ গজের লড়াই। পঞ্চম দিনেও একই রইলো ছবিটা। ব্যাগি গ্রিন বাহিনীর তোলা ৪৪৫-এর পিছু করতে নামা টিম ইন্ডিয়া (Team India) পড়েছিলো ব্যাটিং বিপর্যয়ের সামনে। কোনোক্রমে গতকাল ফলো-অন বাঁচানো সম্ভব হয়েছিলো। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ফলাফল পাওয়ার ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিলো আজ সকালে। ২৬০-এ ভারতীয় ইনিংস গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে ৮৯ রানে। ৭ উইকেট হারানোর পর ডিক্লেয়ার করে দিয়েছিলো কামিন্সবাহিনী। ৫৪ ওভারে ২৭৫ রান প্রয়োজন ছিলো ভারতের কিন্তু আবহাওয়ার খামখেয়ালীপনায় ২.১ ওভারের বেশী এগোলোই না ম্যাচ।

Read More: IND vs AUS 4th Test: বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন ট্র্যাভিস হেড, স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে !!

বুমরাহ-রাহুলদের প্রশংসা রোহিতের-

Jasprit Bumrah and Akash Deep | IND vs AUS | Image: Getty Images
Jasprit Bumrah and Akash Deep | IND vs AUS | Image: Getty Images

গাব্বা টেস্টে আগাগোড়া পিছিয়ে ছিলো ভারতীয় দল। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও যেভাবে লড়াই চালিয়ে গিয়েছেন ক্রিকেটাররা, তার তারিফ করেছেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। খেলা শেষে রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও। প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এই ফলাফল সাদরে গ্রহণ করছি। বৃষ্টিতে ম্যাচ বারবার বাধাপ্রাপ্ত হলে ভালো না সত্যিই। কিন্তু ১-১ ফলাফল বজায় রেখে মেলবোর্ন যেতে পারা নিশ্চয়ই আমাদের আত্মবিশ্বাস যোগাবে এই সিরিজে।” “চতুর্থ দিনের লাঞ্চের সময় আমরা যে অবস্থায় ছিলাম, কাউকে না কাউকে রুখে দাঁড়াতেই হত। দলকে বিপন্মুক্ত করতেই হত। আমরা জানতান পুরো ম্যাচ হওয়া সম্ভব নয়। যেভাবে জাদেজা খেলেছে ও টপ-অর্ডারে নেমে রাহুল পারফর্ম করেছে তার জন্য ওদের কৃতিত্ব প্রাপ্য,” সংযোজন রোহিতের।

গতকাল ২১৩ রানের মাথায় নবম উইকেট হারিয়েছিলো ভারত। ফলো-অন বাঁচাতে তখনও দরকার ছিলো ৩৩ রান। যেভাবে আকাশ দীপ (Akash Deep) ও জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) খাদের কিনারা থেকে উদ্ধার করেন দল’কে তার উচ্ছ্বসিত প্রশংসা শোনা গিয়েছে রোহিতের গলায়। “যে লড়াইটা আকাশ দীপ আর (জসপ্রীত) বুমরাহ দেখালো গতকাল সেটা দুর্দান্ত। নেটে ওদের দেখেছি ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করতে,” বলেন তিনি। বল হাতে ৯ উইকেট পেয়েছেন বুমরাহ। ঘোর কাটছে না অধিনায়কের। জানান, “ও দুর্দান্ত।” বাংলার আকাশ দীপ সম্পর্কে বলেন, “ও লড়াকু ক্রিকেটার। সবসময় দলের হয়ে অবদান রাখতে চায়। ও নতুন হতে পারে, কিন্তু প্রচুর পরিশ্রম করেছে। দলে অনেকে রয়েছেন যাঁরা ওকে এগিয়ে যেতে সাহায্য করছে। ব্যাটে হাতে ও যেটা করে দেখালো, দলে এমন চরিত্রই থাকা প্রয়োজন।”

ওপেন করবেন মেলবোর্নে? নীরব রোহিত-

KL Rahul | IND vs AUS | Image: Getty Images
KL Rahul | IND vs AUS | Image: Getty Images

চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। দ্বিতীয় সন্তান অহানের জন্মের কারণে দেশে ছিলেন তিনি। পার্‌থ-এ যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সাথে ওপেন করতে নেমে ভালো পারফর্ম করেন কে এল রাহুল (KL Rahul)। দ্বিতীয় ম্যাচে রোহিত দলে ফিরেছিলেন ঠিকই কিন্তু ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন রাহুলকেই। অ্যাডিলেডের পর গাব্বাতেও নতুন বল সামলাতে দেখা গিয়েছে কর্ণাটকের তারকাকে। ইনিংসের শুরুতে নেমে রাহুল (KL Rahul) নজর কেড়েছেন ঠিকই কিন্তু পাঁচ বা ছয়ে ব্যাট করতে নেমে রান পাচ্ছেন না রোহিত স্বয়ং। ছন্দে ফিরতে মেলবোর্নে কি পুরনো পজিশনে ফিরবেন ভারত অধিনায়ক? এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল। বক্সিং ডে টেস্টের ব্যাটিং অর্ডার নিয়ে আজ খেলা শেষে কোনো মন্তব্য করেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। ফলে রয়েই গিয়েছে ধোঁয়াশা।

Also Read: IND vs AUS 3rd Test: গাব্বার উত্তেজনায় জল ঢাললো বৃষ্টি, অমীমাংসিতই থাকলো তৃতীয় টেস্ট ম্যাচ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *