ind-vs-aus-rohit-might-leave-captaincy
Rohit Sharma | Image: Getty Images

IND vs AUS: বক্সিং ডে টেস্টের অপেক্ষায় প্রহর গুণছেন ক্রিকেটপ্রেমীরা। মেলবোর্নের ঐতিহাসিক এমসিজিতে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। পার্‌থ, অ্যাডিলেড ও ব্রিসবেনের যুদ্ধ শেষে ফলাফল ১-১। মেলবোর্নের বাইশ গজে যে পক্ষ জয় ছিনিয়ে নিতে পারবে তারা সিরিজ জয়ের দিকে এক পা নিঃসন্দেহে এগিয়ে যাবে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালের যোগ্যতা অর্জনেও বড় ভূমিকা রাখতে চলেছে এই টেস্ট ম্যাচ। সম্ভাবনা জিইয়ে রাখতে গেলে জিততেই হবে টিম ইন্ডিয়াকে (Team India)। নাহলে সিডনিতে শেষ টেস্টটি হয়ে দাঁড়াবে মরণবাঁচন। আর শ্রীলঙ্কা সিরিজের আগে লর্ডসের টিকিট নিশ্চিত করতে হলে মেলবোর্নে সাফল্য চাই ব্যাগি গ্রিন বাহিনীরও। চাপের মুখে কারা শেষমেশ বাজিমাত করেন, নজর রয়েছে সেদিকেই।

Read More: CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি জট মিটতেই প্রকাশ্যে ভারতীয় স্কোয়াড, ১৬ মাস পর সুযোগ পেলেন এই তারকা !!

অধিনায়কত্ব নিয়ে অকপট রোহিত-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। গেমপ্ল্যান, দল নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে মুখ খোলেন তিনি। একই সাথে নেতৃত্ব ও নিজের ব্যাটিং পজিশন সম্পর্কেও মতামত ব্যক্ত করেন। সাংবাদিকদের রোহিত (Rohit Sharma) জানান, “গোটা দলকে সামলে চলা একটা বড় চ্যালেঞ্জ। মোটেই খুব একটা সহজ কাজ নয়। আপনাকে দলের সকলের থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করতে হয়।” ওপেনিং নাকি মিডল অর্ডার, কোথায় খেলবেন তিনি? মেলবোর্নে এই প্রশ্নেরও সম্মুখীন হতে হয় অধিনায়ককে। তাঁর স্পষ্ট মন্তব্য,”প্রত্যেকটা সাংবাদিক সম্মেলনে একই জিনিস আলোচনা করা উচিৎ নয়। যেখানে দলের প্রয়োজন সেখানেই ব্যাটিং করবো। যাতে দলের ভালো হয় সেটাই করার চেষ্টা করবো।”

অশ্বিনের (Ravichandran Ashwin) অবসরের পর বদলি হিসেবে মুম্বইয়ের ২৬ বর্ষীয় অলরাউন্ডার তনুষ কোটিয়ানকে অস্ট্রেলিয়া (IND vs AUS) পাঠানো হচ্ছে। কুলদীপ যাদব বা অক্ষর প্যাটেলদের নামও ভাবনায় ছিলো স্বীকার করেছেন রোহিত। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “তনুষ আগে অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে। কুলদীপের ভিসা সমস্যা রয়েছে আর ও সম্ভবত ১০০ শতাংশ ফিট’ও নয়। অক্ষর (প্যাটল) সদ্য সন্তানের বাবা হয়েছে। তনুষ মাঠে নামার জন্য প্রস্তুত। যদি আমাদের সিডনিতে দুইজন স্পিনার লাগে তার জন্য একজন ব্যাক আপ সত্যিই দরকার। তনুষ প্রমাণ করেছে ওর যোগ্যতা।” এমসিজি’র পিচে ঘাস রাখা হয়েছে বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক। “পরিস্থিতি ও আবহাওয়ার দিকে নজর রাখা হচ্ছে,” সংযোজন তাঁর।

ঋষভ-শুভমানদের উপর আস্থা রাখছেন রোহিত-

Mitchell Starc and Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images
Mitchell Starc and Rishabh Pant | IND vs AUS | Image: Getty Images

চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে হতাশ করেছেন ব্যাটাররা। একমাত্র কে এল রাহুল ছাড়া ধারাবাহিক মনে হয় নি কাউকে। প্রথম তিন টেস্টের ব্যর্থতা সত্ত্বেও সতীর্থদের উপর আস্থাই রাখছেন অধিনায়ক রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ঋষভ পন্থ সাম্প্রতিক কালে ভালো ফর্মেই রয়েছে। কেবলমাত্র দুই-তিনটে ম্যাচ দিয়ে বিচার করা ঠিক নয়। ওরা জানে ওদের কি করতে হবে। অত্যধিক জটিল করে তুলে লাভ নেই। দল কি চায় সে সম্পর্কে পূর্ণ ধারণা রয়েছে ওদের। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।” শুভমান সম্পর্কে তাঁর মূল্যায়ন, “অ্যাডিলেডে দুই ইনিংসেই ও শুরুটা ভালো করেছিলো। কিন্তু সেগুলোকে বড় স্কোরে রূপান্তরিত করতে পারে নি। ও আমাদের উঠতি প্রতিভা। সব সময় বড় রান করা সম্ভব হয় না। কিন্তু ওর দক্ষতা নিয়ে প্রশ্ন নেই।”

Also Read: IND vs AUS 4th Test: মেলবোর্নেও থাকছে বৃষ্টির রক্তচক্ষু, বক্সিং ডে টেস্ট ঘিরে জমছে উদ্বেগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *