বছরের শুরুটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টেস্ট ম্যাচ দিয়ে করেছিলো টিম ইন্ডিয়া। সিডনিতে সেই ম্যাচটিতে যদিও হারতে হয়েছিলো তাদের। ৩-১ ফলে হাতছাড়া হয়েছিলো বর্ডার-গাওস্কর ট্রফি (BGT)। অক্টোবরের মাঝামাঝি সময়ে ফের একবার ক্যাঙারুর দেশে উড়ে যাওয়ার কথা ‘মেন ইন ব্লু’র। এবার আর লাল বলের ক্রিকেট নয়, বরং সাদা বলের দুই ফর্ম্যাটেই অজিদের মুখোমুখি হবে তারা। ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ (IND vs AUS)। প্রথম ম্যাচটি রয়েছে পার্থ-এ। এরপর ২৩ ও ২৫ তারিখ অ্যাডিলেড ও সিডনিতে রয়েছে বাকি দু’টি একদিনের ম্যাচ। মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের পর আইপিএল ও টেস্ট ম্যাচ খেললেও পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে কোনো ম্যাচই খেলেন নি ভারতীয় তারকারা। ফলে অধীর আগ্রহে এই সিরিজের দিকে তাকিয়ে সমর্থকেরা।
Read More: অধিনায়ক রোহিত, ব্যাটিং অর্ডারে যশস্বী-শ্রেয়স, অস্ট্রেলিয়ার বিপক্ষে ODI সিরিজের জন্য ভারতীয় দল প্রকাশ্যে !!
নেতৃত্বে রোহিত, বিশ্রাম পাচ্ছেন শুভমান-

আইপিএলের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরেই রয়েছেন টিম ইন্ডিয়ার দুই মহারথী রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। মে মাসে টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন দু’জনেই। ফলে ইংল্যান্ড সফরে তাঁদের দেখা যায় নি ভারতের জার্সিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দিয়েই প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন তাঁরা। নেতৃত্বের দায়িত্বও সামলাবেন রোহিত। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে সম্ভবত দেখা যাবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজে বিশ্রাম পেতে পারেন শুভমান গিল। এশিয়া কাপের দল থেকে শ্রেয়স আইয়ারের বাদ পড়া নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। মিচেল মার্শদের বিরুদ্ধে ওয়ান ডে’তে ভারতীয় মিডল অর্ডারের দায়িত্ব থাকতে পারে তাঁরই কাঁধে। এছাড়া দলে ফেরার সম্ভাবনা কে এল রাহুলেরও (KL Rahul)।
পায়ের মেটাটার্সাল ভাঙায় এশিয়া কাপ (Asia Cup 2025) খেলতে পারছেন না ঋষভ পন্থ (Rishabh Pant)। অক্টোবরের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও হয়ত খেলবেন না তিনি। কিন্তু অস্ট্রেলিয়াতে (IND vs AUS) তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা যদিও নিশ্চিত নয় এখনও। বরাবরই অলরাউন্ডারদের বাড়তি গুরুত্ব দেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যতিক্রম ঘটছে না তাঁর। হার্দিক পান্ডিয়া থাকছেন স্কোয়াডে। ব্যাটিং-এর পাশাপাশি পেস বিভাগের ধার বাড়ানোর ক্ষেত্রেও বড় ভূমিকা থাকবে তাঁর। স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে স্কোয়াডে থাকবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এছাড়া জায়গা পেতে পারেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও ওয়াশিংটন সুন্দরও (Washington Sundar)।
বুমরাহকে রেখেই পরিকল্পনা ভারতের-

জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে রয়েছেন তিনি। তারপর অক্টোবরের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁকে যে বিশ্রাম দেওয়া হবে তা কার্যত নিশ্চিত। তারকা পেসারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলাতে চাইবেন নির্বাচকেরা। ফ্রন্টলাইন পেসার হিসেবে দলে জায়গা পেতে পারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), আর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণাও। চতুর্থ পেস বিকল্প হিসেবে জায়গা হতে পারে হর্ষিত রাণা’র (Harshit Rana)। গত বছর অজিদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। এবার ওয়ান ডে চাইবেন বাজিমাত করতে। দুই ফ্রন্টলাইন স্পিনারকে সুযোগ দিতে পারেন নির্বাচকেরা। কুলদীপ যাদবের সাথে অস্ট্রেলিয়াগামী বিমানে জায়গা পেতে পারেন বরুণ চক্রবর্তী।
এক নজরে সম্ভাব্য স্কোয়াড-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রাণা।