IND vs AUS: তিন টেস্টের পর বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ফলাফল ১-১। পার্থ-এ জিতেছিলো ভারত। অ্যাডিলেডে প্রত্যাঘাত করে অস্ট্রেলিয়া। গাব্বার তৃতীয় টেস্টটিতে নির্ণায়ক ভূমিকা নিয়েছে বৃষ্টি। অমীমাংসিত ভাবে শেষ হয়েছে খেলা। আগামী ২৬ তারিখ থেকে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি (IND vs AUS)। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে বাজিমাত করতে না পারলে ভাঙতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল জয়ের স্বপ্ন। সেই কারণেই বাড়তি উদ্যম নিয়ে মাঠে নামতে চায় ভারতীয় শিবির। জোরকদমে চলছে অনুশীলন। ছন্দে ফেরার চেষ্টায় মরিয়া কোহলি-শুভমান’রা। এর মধ্যেই টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়লো অধিনায়ক রোহিত (Rohit Sharma) চোট পাওয়ায়।
Read More: সমস্যা বাড়লো বিরাট কোহলি’র, দেশ ছাড়ার গুঞ্জনের মাঝেই আইনি জটিলতায় তারকা ক্রিকেটার !!
অনুশীলনে আহত হলেন রোহিত শর্মা-
টেস্ট ক্রিকেটে অফ ফর্মের সাথে যুঝতে হচ্ছে ভারত অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma)। ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশ করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) চলতি সিরিজেও তাঁর পরিসংখ্যান মোটেই ভালো নয়। পার্থ-এ প্রথম টেস্ট ম্যাচটিতে খেলেন নি রোহিত। দ্বিতীয় সন্তান অহানের জন্মের কারণে ছিলেন ভারতেই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মাঠে নামলেও রান আসে নি তাঁর ব্যাট থেকে। কে এল রাহুলকে (KL Rahul) ওপেনিং স্লট ছেড়ে নিয়ে নিজে মিডল অর্ডারে নেমে গিয়েছেন তিনি। নতুন জায়গায় মানিয়ে নিতে পারেন নি রোহিত। কিন্তু তিন ইনিংসে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র ৩, ৬ ও ১০। বোল্যান্ড, কামিন্স, স্টার্কদের স্যুইং সামলাতে গিয়ে রীতিমত নাজেহাল হয়েছেন তিনি। এমসিজি’তে নামার আগে তাঁর সমস্যা বাড়ালো চোট-আঘাত।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া (TOI) সূত্রে জানা গিয়েছে যে ব্যাটিং অনুশীলন করার সময় আজ বাম হাঁটুতে আঘাত পান রোহিত (Rohit Sharma)। ঘটনার কিছুক্ষণের মধ্যেই নেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। হাঁটুতে আইসপ্যাক বেঁধে বসে থাকতে দেখা গিয়েছে রোহিতকে। আশার খবর এই যে চোট গুরুতর নয়। কিছুক্ষণের মধ্যেই সামলে ওঠেন তিনি। আইসপ্যাক খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন দলের ফিজিও’রা। ফের অনুশীলনেও যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। হাঁটাচলাতেও কোনো অস্বাভাবিকতা চোখে পড়ে নি। মাঠ না ছাড়লেও ব্যাট হাতে আর আজ নেটে ফেরেন নি রোহিত (Rohit Sharma)। তবে বক্সিং ডে টেস্টে তাঁর খেলায় কোনো বাধা নেই। ওপেন করবেন নাকি আরও একবার নামবেন মিডল অর্ডারেই তা নিয়ে অবশ্য জল্পনা রয়েই গিয়েছে এখনও।
বাড়তি বোলার খেলাবে ভারত-
মেলবোর্ন টেস্টে বদলে যেতে পারে ভারতীয় প্রথম একাদশ। চলতি সিরিজে (IND vs AUS) অনবদ্য পারফর্ম করেছেন তরুণ তুর্কি নীতিশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। ৪৪ গড়ে রান করেছেন সাত নম্বরে ব্যাটিং করে। তুলে নিয়েছেন ৩টি উইকেটও। তা সত্ত্বেও মেলবোর্নের একাদশে তাঁর জায়গা পাওয়া নিয়ে সংশয়। সংবাদমাধ্যম সূত্রে খবর যে বিশাখাপত্তনমের অলরাউন্ডারকে সরিয়ে একজন বাড়তি বোলার খেলানো হতে পারে। স্পিনার নাকি পেসার কে সুযোগ পাবেন তা স্থির হতে পারে পিচ পরীক্ষার পর। অশ্বিন অবসর নেওয়ার পর স্পিন বোলিং বিকল্প হিসেবে ভারতের হাতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। খেলতে পারেন তিনি। পেস বিকল্প হিসেবে স্কোয়াডে রয়েছেন হর্ষিত রাণা ও প্রসিদ্ধ কৃষ্ণা। হর্ষিত পার্থ ও অ্যাডিলেডে খেলেছেন। সূত্রের খবর মেলবোর্নে ডাক পেতে পারেন প্রসিদ্ধ (Prasidh Krishna)।