IND vs AUS

IND vs AUS: পার্‌থের জয় যেন বহু যুগ আগের ঘটনা মনে হচ্ছে এই মুহূর্তে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) অ্যাডিলেড, ব্রিসবেনের পর মেলবোর্নেও বেশ চাপে টিম ইন্ডিয়া (Team India)। গতকাল দিনের শেষে ব্যাগি গ্রিন বাহিনীর স্কোর ছিলো ৬ উইকেটের বিনিময়ে ৩১১ রান। আজ সকালেও রানের প্রবাহ অব্যাহত রাখেন স্টিভ স্মিথ (Steve Smith) ও প্যাট কামিন্স। চলতি সিরিজে দ্বিতীয় শতরান এলো স্মিথের ব্যাট থেকে। ১০০০০ রান ক্লাবের খুব কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। ৪৯ করেন কামিন্স’ও। ৪৭৪ রানে শেষমেশ থামে অস্ট্রেলিয়া। বিশাল রানের বোঝা কাঁধে নিয়ে ব্যাট করতে নেমে সমস্যায় ভারতীয় দল। আজ ওপেনিং স্লটে রদবদলের সিদ্ধান্ত নিয়েছিলো তারা। যশস্বীর সাথে নেমেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু এই পরিবর্তন নড়িয়ে দিয়েছে দলের ভারসাম্যই। চা পানের বিরতির আগেই হারাতে হয়েছে জোড়া উইকেট।

রোহিতের ব্যাটে রানের দেখা নেই। মিডল অর্ডারে নেমে অ্যাডিলেডে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ৩ ও ৬। ব্রিসবেনে করেন ১০ রান। আর মেলবোর্নেও তাঁর সংগ্রহ ৩ রান। প্যাট কামিন্সের (Pat Cummins) একটি নির্বিষ ডেলিভারিতে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ভারত অধিনায়ক। স্বচ্ছন্দে ‘লিভ’ করতে পারতেন রোহিত। কিন্তু অফ স্টাম্পের বাইরের লাইনে থাকা বলে পুল মারতে যান তিনি। আকাশে উঠে যাওয়া বল তালুবন্দী করতে কোনো রকম ভুলচুক করেন নি স্কট বোল্যান্ড (Scott Boland)। চলতি সিরিজে (IND vs AUS) এর আগের তিনটি টেস্টে ওপেন করেছেন কে এল রাহুল। নিঃসন্দেহে তিনিই ভারতের সেরা ব্যাটার এবারের বর্ডার-গাওস্কর ট্রফিতে। তা সত্ত্বেও অধিনায়ককে পছন্দের পজিশনে ফেরানোর জন্য যেভাবে রাহুলকে নীচের দিকে ঠেলে দেওয়া হলো তা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

Read More: IND vs AUS 4th Test: “লজ্জা থাকলে সরে যাও…” ওপেনিং-এ ফিরেও ব্যর্থ রোহিত, ক্ষোভের বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় !!

রাহুল’কে নিয়ে ‘ছেলেখেলা’ রোহিতের, উত্তপ্ত নেটমাধ্যম-

KL Rahul and Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
KL Rahul and Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

ব্যাটিং অর্ডারে রদবদলের জন্য আপাতত সোশ্যাল মিডিয়ায় ভিলেন রোহিত শর্মা’ই (Rohit Sharma)। ‘স্বার্থপরতার সব সীমা ছাড়িয়েছে ও,‘ লিখেছেন এক ক্ষুব্ধ নেটনাগরিক। ‘মুখে দলীয় স্বার্থের কথা বললেও আদতে নিজের টুকুই বোঝে রোহিত,’ আক্রমণ শানিয়েছেন আরও একজন। ‘মাত্র ৫ বল খেলে দুর্দান্ত ওপেনিং করলো ও,’ শ্লেষের সুর স্পষ্ট এক ক্রিকেট অনুরাগীর ট্যুইটে। ‘এবার ডাগ-আউট থেকে বাকিদের জ্ঞান দেবেন আমাদের অধিনায়ক,’ মন্তব্য আরও একজনের। শেষ ১৫টি ইনিংসের মধ্যে একবারও তিন অঙ্কের রান আসে নি রোহিতের ব্যাট থেকে। এমনকি অর্ধশতকও রয়েছে মাত্র একটি। এহেন ফর্ম নিয়ে কি করে দিনের পর দিন তিনি খেলে যান তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সব কিছু ছাপিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছে তাঁর ওপেনিং-এর সিদ্ধান্তই।

ম্যাচের দ্বিতীয় ওভারেই মাঠে নামতে হয় রাহুলকে (KL Rahul)। ‘ওকে ব্যাটিং অর্ডারে পিছিয়ে দিয়ে লাভটা কি হলো? সেই তো নতুন বলের মোকাবিলাই করতে হলো,’ প্রশ্নের উত্তর খুঁজছেন এক টিম ইন্ডিয়া সমর্থক। এই প্রশ্ন সম্ভবত রয়েছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের মনেও। নাথান লিয়ঁ মাঠেই রাহুলকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি এমন দোষ করেছিলে যে তোমায় নীচের দিকে ঠেলে দেওয়া হলো?’ উত্তর দিতে পারেন নি কর্ণাটকের ক্রিকেটার। রোহিতের থেকে অনেক জমাট দেখাচ্ছিলো তাঁকে। সমর্থনের পাহাড়’ও জমছিলো সোশ্যাল মিডিয়ায়। তবে ছন্দপতন হলো চা পানের বিরতির ঠিক আগে। প্যাট কামিন্সের একটি ডেলিভারি রাহুলের রক্ষণ ভেঙে আছড়ে পড়ে স্টাম্পে। ‘পছন্দের পজিশন হাতছাড়া হওয়ায় ফোকাস নড়ে গিয়েছিলো ওর,’ ২৪ রানে তিনি আউট হওয়ার পরেও কেউ কেউ দুষছেন রোহিতকেই।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs AUS 4th Test: কনস্টাস কাণ্ডে মুখ পুড়লো কোহলি’র, আইসিসি’র কড়া শাস্তির কোপে ভারতীয় তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *