IND vs AUS 2nd Test: রোহিত ফিরতেই শুরু রদবদল, একাদশ থেকে বাদ পড়লেন ওয়াশিংটন সুন্দর !! 1

IND vs AUS: অ্যাডিলেড ওভালে আজ পিঙ্ক বল টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। গত সফরে এই অ্যাডিলেডের মাঠেই ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা জুটেছিলো টিম ইন্ডিয়ার কপালে। সেই ক্ষতচিহ্ন মুছে ফেলার চ্যালেঞ্জ রোহিত-কোহলিদের (Virat Kohli) সামনে। অন্যদিকে পার্‌থে হারের যন্ত্রণা থেকে মুক্তি খুঁজছে অস্ট্রেলিয়াও। ধুন্ধুমার টেস্টের আভাস মিললো প্রথম দিনেই। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো ভারত। মিচেল স্টার্কের (Mitchell Starc) আগুনে স্পেলে ছিন্নভিন্ন হয় ব্যাটিং অর্ডার। কেরিয়ারের সেরা বোলিং করলেন অস্ট্রেলীয় পেস বোলার। তুলে নেন ৬ উইকেট। রাহুল, নীতিশ রেড্ডিদের মরিয়া প্রতিরোধ সত্ত্বেও ইনিংস থেমে যায় ১৮০ রানেই। জবাবে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া দিনের শেষে ১ উইকেট হারিয়ে তুলেছে ৮৬।

Read More: IND vs AUS: “পরাজয় নিশ্চিত…” দ্বিতীয় টেস্টে ব্যাট ও বল হাতে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার, সমাজ মাধ্যমে ট্রোলের মুখে টিম ইন্ডিয়া !!

মাঠে ফিরলেন রোহিত, একাদশে তিন বদল-

Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images
Indian Cricket Team | IND vs AUS | Image: Getty Images

পার্‌থ-এ ভারতীয় একাদশে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। দ্বিতীয় সন্তান অহানের জন্মের কারণে সেই সময় দেশে ছিলেন হিটম্যান। শুভমান বাদ পড়েছিলেন অনুশীলন ম্যাচে ফিল্ডিং-এর সময় আঙুলে চোট পাওয়ায়। প্রত্যাশামতই অ্যাডিলেডে সুযোগ পেয়েছেন তাঁরা। রোহিত ফেরায় জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) হাত থেকে নেতৃত্বের ব্যাটন ফের গিয়েছে তাঁরই হাতে। ব্যাটিং অর্ডারে নিজের তিন নম্বর জায়গা ফিরে পেয়েছেন শুভমান। বাদ পড়েছেন দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুড়েল। আজকের একাদশ থেকে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর’ও (Washington Sundar)। স্পিন বোলিং অলরাউন্ডার ইসেবে তাঁর বদলে শিকে ছিঁড়েছে রবিচন্দ্রণ অশ্বিনের (Ravichandran Ashwin) ভাগ্যে। গোলাপি বলের টেস্টে খেলছেন তিনিও।

ওয়াশিংটনের জায়গায় খেলছেন অশ্বিন-

Ravichandran Ashwin | IND vs AUS | Image: Getty Images
Ravichandran Ashwin | IND vs AUS | Image: Getty Images

পার্‌থ-এ অশ্বিন-জাদেজা (Ravindra Jadeja) জুটিরও একজন’ও সুযোগ না পাওয়ায় অবাক হয়েছিলো ক্রিকেটমহল। দুই অভিজ্ঞ তারকাকে বাইরে রেখে তরুণ ওয়াশিংটন সুন্দরের উপর আস্থা রেখে ছিলেন কোচ গৌতম গম্ভীর। ২৯৫ রানের ব্যবধানে টিম ইন্ডিয়া টেস্ট জিতলেও বিশেষ দাগ কাটতে পারেন নি সুন্দর। ব্যাট হাতে দুই ইনিংসে করেন যথাক্রমে ৪ ও ২৯। কেবলমাত্র ২ উইকেট পেয়েছিলেন দুই ইনিংস মিলিয়ে। ফলে অ্যাডিলেডে তাঁকে বাইরে রাখারই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। বদলে ফেরানো হয়েছে অশ্বিনকে (Ravichandran Ashwin)। কঠিন পরিস্থিতিতে আজ ব্যাট হাতে ভালোই লড়াই উপহার দেন তিনি। মিচেল স্টার্কের (Mitchell Starc) একটি অসামান্য ইয়র্কারে লেগ বিফোর হওয়ার আগে ২২ বলে ২২ রান করেন তিনি। মারেন ৩টি বাউন্ডারি। প্রথম দিনে মাত্র ১ ওভার বোলিং করেছেন তিনি। কোনো রান খরচ করেন নি।

মিডল অর্ডারে ব্যর্থ অধিনায়ক-

Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images
Rohit Sharma | IND vs AUS | Image: Getty Images

প্রথম টেস্ট ম্যাচটিতে ওপেন করতে নেমে বেশ ভালো খেলেছিলেন কে এল রাহুল (KL Rahul)। দুই ইনিংসে করেন যথাক্রমে ২৬ ও ৭৭। রোহিতের (Rohit Sharma) প্রত্যাবর্তনের ফলে তাঁকে পছন্দের পজিশন ছাড়তে হতে পারে বলে মনে করা হচ্ছিলো। কিন্তু দলের স্বার্থে আত্মত্যাগের পথেই হাঁটেন অধিনায়ক। তিনি নিজেকে নামিয়ে আনেন পাঁচ নম্বরে। এর আগে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মিডল অর্ডারে নেমে দাগ কাটতে পারেন নি তিনি। ফিরেছিলেন তিন রান করে। আজ টেস্ট ম্যাচে কেমন পারফর্ম্যান্স করেন নজর ছিলো সেদিকে। কঠিন সময় কাটিয়ে উঠতে পারলেন না তিনি। ২৩ বল খেললেন ঠিকই, কিন্তু তিন করেই ফিরতে হলো সাজঘরে। স্কট বোল্যান্ডের (Scott Boland) বলে লেগ বিফোর হন। দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডারেই খেলবেন তিনি? নাকি ফিরবেন ওপেনিং-এ? উত্তরের খোঁজে সকলে।

Also Read: IND vs AUS 2nd Test: ১৮০তেই অল-আউট ভারত, গোলাপি বলের চ্যালেঞ্জ সামলে এগিয়ে অস্ট্রেলিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *