IND vs AUS: চলছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ। ব্রিসবেনের গাব্বায় তৃতীয় দিনের শেষে বেশ চাপের মুখে টিম ইন্ডিয়াই। বৃষ্টিতে প্রথম দিনে কার্যত খেলাই হয় নি। দ্বিতীয় দিন ট্র্যাভিস হেড ও স্টিভ স্মিথের জোড়া শতরানের সৌজন্যে বড় রান তুলতে সক্ষম হয় ব্যগি গ্রিন বাহিনী। শেষ সেশনে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বেশ কিছু উইকেট তুললেও দাঁড়িপাল্লা ঝুঁকে ছিলো অস্ট্রেলিয়ার দিকেই। তৃতীয় দিনের সকালে অ্যালেক্স ক্যারি’র সুবাদে আরও খানিকটা পথ এগোয় স্বাগতিক দেশ। ৪৪৫ রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে পরপর উইকেট হারিয়েছে ভারত। বৃষ্টিতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই আজ বন্ধ হয়েছে খেলা। দিনের শেষে ভারতের স্কোরবোর্ড বলছে ৫১/৪। দল যে চাপে তার প্রমাণ বারবার পাওয়া গেলো ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায়। মেজাজ হারাতে দেখা গেলো খোদ অধিনায়ককে।
Read More: IND vs AUS 3rd Test: “ওর সমস্যাটা আসলে…” বিরাট ব্যর্থতার ময়নাতদন্ত করলেন ম্যাথু হেডেন !!
আকাশ দীপের উপরে ক্ষিপ্ত রোহিত শর্মা-
হর্ষিত রাণা’র (Harshit Rana) বদলে ব্রিসবেনে ভারতীয় একাদশে জায়গা পেয়েছেন বাংলার পেসার আকাশ দীপ (Akash Deep)। তৃতীয় দিনের সকালে তাঁর উপরেই রুষ্ট হলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি তখন দ্রুত রান তোলার চেষ্টা করছেন। বেশ কয়েকটি বাউন্ডারি হাঁকিয়েছেন পরপর। রান রুখতে মরিয়া আকাশ দীপ অফ স্টাম্পের অনেকখানি বাইরে বোলিং করার চেষ্টা করেছিলেন। যাতে ব্যাটের সাথে সংযোগ না করাতে পারেন ক্যারি (Alex Carey)। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেন নি বাংলার পেসার। ষষ্ঠ বা সপ্তম নয়, বরং দশম বা একাদশতম স্টাম্পের লাইনে চলে যায় ডেলিভারিটি। অনেকখানি শরীর ছুঁড়ে দিয়ে কোনোক্রমে তা রুখতে সক্ষম হন উইকেটরক্ষক ঋষভ পন্থ। না হলে বাই চার হজম করতে হত ভারতকে। পেস তারকার অনিয়ন্ত্রিত বোলিং দেখেই মেজাজ সপ্তমে রোহিত শর্মা’র।
দলের হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে এমনিতে চাপে রয়েছেন রোহিত (Rohit Sharma)। তার উপর আকাশ দীপের (Akash Deep) এহেন ভুল মোটেই বরদাস্ত করতে পারেন নি তিনি। চিৎকার করে বলেন, “আরে, মাথায় কিছু রয়েছে নাকি?” জবাবে কিছু অবশ্য বলেন নি আকাশ দীপ (Akash Deep)। দোষ স্বীকার করেই তিনি ফিরে যান নিজের বোলিং মার্কে। গোটা ইনিংস জুড়ে বেশ কয়েকবার প্রতিপক্ষ ব্যাটারদের গতি বা স্যুইং-এ পরাস্ত করেও উইকেট পাচ্ছিলেন না আকাশ দীপ (Akash Deep)। ব্যাটের কোণা বা স্টাম্পের একদম গা ঘেঁষে উইকেটরক্ষকের দস্তানায় জমা পড়ছিলো বল। শেষমেশ সাফল্য মেলে অজি ইনিংসের একদম শেষ পর্যায়ে। ৭০ রানের মাথায় অ্যালেক্স ক্যারিকেই (Alex Carey) ফেরান তিনি। আকাশ দীপ’কে পুল মারতে গিয়ে শুভমান গিলের (Shubman Gill) হাতে ক্যাচ দিয়ে বসেন উইকেটরক্ষক-ব্যাটার।
দেখুন রোহিতের রাগের বহিঃপ্রকাশ-
Rohit Sharma & Stump-mic Gold – the story continues… 😅#AUSvINDOnStar 👉 3rd Test, Day 3 LIVE NOW! | #ToughestRivalry #BorderGavaskarTrophy pic.twitter.com/vCW0rURX5q
— Star Sports (@StarSportsIndia) December 16, 2024
জয় কার্যত অসম্ভব ভারতীয় দলের-
পার্থ-এ জয় দিয়ে অস্ট্রেলিয়া সিরিজের (IND vs AUS) শুরুটা করেছিলো টিম ইন্ডিয়া। কিন্তু এরপর মুখ থুবড়ে পড়েছে দল। অ্যাডিলেডে গোলাপি বলের দ্বৈরথে ১০ উইকেটের ব্যবধানে হারতে হয়েছিলো। ব্রিসবেনে চলতি টেস্টেও তৃতীয় দিনের শেষেই পরাজয়ের আশঙ্ক গ্রাস করেছে ভারতীয় শিবিরকে। মাত্র ৫১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসেছে তারা। সাজঘরে ফিরেছেন যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ক্রিজে আপাতত রোহিত শর্মা (০*), ও কে এল রাহুল (৩০*)। জটিল পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে চতুর্থ দিনের সকালে দু’জনকে দীর্ঘ পার্টনারশিপ করতেই হবে। তার পরেও অস্ট্রেলিয়ার রানকে আদৌ টপকে যাওয়া সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাব্বায় হারলে লজ্জার নজির গড়বেন রোহিত (Rohit Sharma)। দত্তা গায়কোয়াড় ও শচীন তেন্ডুলকরের পর তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টানা পাঁচটি টেস্ট হারবেন তিনি।