IND vs AUS

IND vs AUS: আজ থেকে শুরু হয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। পারথ্‌-এর অপটাস স্টেডিয়ামে সম্মুখসমরে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। দুই হেভিওয়েটের লড়াই জমে উঠেছে প্রথম দিনেই। সকালে টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন টিম ইন্ডিয়ার কার্যনির্বাহী অধিনায়ক জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বিশেষ সুবিধা করতে পারেন নি ব্যাটাররা। স্টার্ক-হ্যাজেলউড-কামিন্স ত্রয়ীর দাপটে ১৫০ রানেই গুটিয়ে গিয়েছে ভারতের ইনিংস। পিছিয়ে পড়েও বোলারদের সৌজন্যে দুর্দান্ত কামব্যাক করেছে ‘মেন ইন ব্লু।’ ৪ উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরাহ, ২টি সাফল্য মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। নবাগত হর্ষিত রাণা’ও নিয়েছেন এক উইকেট। ৭ উইকেট হারিয়ে অজিদের স্কোরবোর্ডে মাত্র ৬৭। জমজমাট ক্রিকেটের পাশাপাশি প্রথম দিনে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) টেস্টের সঙ্গী হলো বিতর্ক’ও।

Read More: IND vs AUS 1st Test: “হম কিসি সে কম নহী…” অস্ট্রেলিয়ার চোখে চোখ রেখে লড়াই ভারতের, বোলারদের প্রশংসায় নেটমাধ্যম !!

প্রথম সেশনে যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কাল, বিরাট কোহলিরা দ্রুত ফিরেছিলেন সাজঘরে। ঋষভ পন্থকে সঙ্গী করে খানিক প্রত্যাঘাতের চেষ্টা চালাচ্ছিলেন কে এল রাহুল (KL Rahul)। কিন্তু আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে থামতে হয় তাঁকে। মধ্যাহ্নভোজের বিরতির তখন বাকি দশ মিনিট। মিচেল স্টার্কের (Mitchell Starc) বলে রাহুলের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদন জানান অস্ট্রেলীয় ক্রিকেটাররা। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো (Richard Kettleborough) সম্মতি দেন নি। তিনি নট-আউট ঘোষণা করেন ভারতীয় তারকাকে। ডিআরএসের সাহায্য নেয় ব্যাগি গ্রিন বাহিনী। রিপ্লে খতিয়ে দেখে কেটেলবোরোকে নিজের সিদ্ধান্ত বদলের নির্দেশ দেন তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ (Richard Illingworth)। ৭৪ বলে ২৬ করেই সাজঘরে ফিরতে হয় রাহুল’কে (KL Rahul)। যে পদ্ধতিতে তাঁকে আউট দেওয়া হয় তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।

দেখে নিন রাহুলের বিতর্কিত আউট’টি-

স্প্লিট স্ক্রিণ ভিউ উপলব্ধ ছিলো না আম্পায়ারের জন্য। কেবলমাত্র স্নিকো মিটারের সাহায্য নিয়েই সিদ্ধান্ত বদলের নির্দেশ দেন ইলিংওয়ার্থ (Richard Illingworth)। যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেটমহলে। স্নিকো মিটারে ‘স্পাইক’ দেখা গিয়েছে তা সত্যি, কিন্তু তা আদৌ বল ব্যাট স্পর্শ করায় নাকি ব্যাট রাহুলের প্যাডে স্পর্শ করায় তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকেই সমাজমাধ্যমে স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে ব্যাট বলের মধ্যে ফাঁক রয়েছে বিস্তর। সাধারণত ‘ইনকনক্লুসিভ এভিডেন্স’-এর ক্ষেত্রে ‘বেনিফিট অফ দ্য ডাউট’ পান ব্যাটাররা। কিন্তু রাহুল (KL Rahul) তা না পাওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় ছিলেন ধারাভাষ্যকারেরাও। ভারতীয় প্রাক্তনী রবিন উথাপ্পা (Robin Uthappa) সরাসরি আক্রমণ শানিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। ট্যুইটারে তিনি লেখেন, “হোয়াট দ্য ফ**@ ইজ দিস ডিসিশন? এটা হাস্যকর।”

রইলো উথাপ্পার সেই ট্যুইট-

Also Read: IND vs AUS: পিছিয়ে পরেও দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার, প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৬৭ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *