IND vs AUS 3rd Test: “ব$*#@দ...” আকাশ দীপের ছক্কা দেখে হতভম্ব KL রাহুল, সামলাতে পারলেন না উত্তেজনা !! 1

IND vs AUS: গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) লড়াই জারি টিম ইন্ডিয়ার। গতকাল দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ৫১ রান ছিলো ভারতের স্কোরবোর্ডে। আজ সকালে খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উইকেট হারান অধিনায়ক রোহিত শর্মা। এরপর প্রতিরোধ শুরু করেন কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা। তাঁদের মধ্যে ৬৭ রানের একটি পার্টনারশিপ হয়। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় স্টিভ স্মিথের একটি অনবদ্য ক্যাচে আউট হন রাহুল। ৭৭ করে প্যাট কামিন্সের শিকার হন জাদেজাও (Ravindra Jadeja)। ভারতের নবম উইকেট যখন পড়ে, তখনও ফলো-অনের জন্য বাকি ৩২ রান। দ্বিতীয় ইনিংসের প্রস্তুতি হয়ত শুরুই করে দিয়েছিলো ড্রেসিংরুম। কিন্তু ঢাল হয়ে দাঁড়ান আকাশ দীপ (Akash Deep) ও জসপ্রীত বুমরাহ। দশম ও একাদশতম ব্যাটারের কাঁধে ভর করেই ফলো-অনের বাধা টপকে গেলো ভারত।

Read More: IND vs AUS: চিন্তা বাড়লো অস্ট্রেলিয়ার, চোট পেয়ে বর্ডার-গাওস্কর ট্রফির বাইরে তারকা ক্রিকেটার !!

আকাশ দীপের ‘বিস্ময়’ শটে হতবাক রাহুল-

Akash Deep and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images
Akash Deep and Jasprit Bumrah | IND vs AUS | Image: Getty Images

ইনিংসের একদম শেষ পর্যায়ে আকাশ দীপকে (Akash Deep) ব্যাটিং করতে নামিয়েছিলো টিম ইন্ডিয়া। দিনের শেষে আজ নায়ক তিনিই। স্টার্ক-কামিন্সদের যাবতীয় কঠিন প্রশ্নের জবাব বুক চিতিয়ে দিতে দেখা গেলো বাংলার তারকাকে। শুরুতে নিজেকে খানিক সময় দেন ক্রিজে থিতু হওয়ার। প্রথম বাউন্ডারি মারেন নিজের ইনিংসের ১৯তম বলে। বাইশ গজের সাথে মানিয়ে নেওয়ার পর হাত খোলেন তিনি। দেখতে দেখতে কমতে থাকে অস্ট্রেলিয়ার লিড। শেষমেশ ৭৫তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটিকে গালি অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে লক্ষ্যপূরণ করেন আকাশ দীপ (Akash Deep)। ফলো-অন বাঁচিয়ে ফেলে ভারত। দিনের সেরা শটটা একদম শেষের জন্য সম্ভবত বাঁচিয়ে রেখেছিলেন বাংলার ক্রিকেটার। কামিন্সের ঐ ওভারের পঞ্চম বলে দেখা গেলো সেটি। অস্ট্রেলীয় অধিনায়ককে সটান মাঠের বাইরেই আছড়ে ফেললেন আকাশ দীপ।

স্টাম্প তাক করে ফুল লেন্থে ডেলিভারি’টি করেছিলেন প্যাট কামিন্স (Pat Cummins)। দৃঢ়চেতা আকাশ (Akash Deep) মিড উইকেটের উপর দিয়ে সটান গ্যালারিতে পাঠিয়ে দেন বল। এই শট দেখে চমকিত ক্রিকেট বিশ্ব। দর্শকদের পাশাপাশি উদ্বেল হয়ে ওঠেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও। বিরাট কোহলি’কে (Virat Kohli) দেখা যায় সাজঘরের বারান্দায় দাঁড়িয়ে বিস্ময়ে মাথায় হাত দিতে। রোহিত, গম্ভীররাও তখন খানিক হতভম্ব। এরপরেই সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরা ধরে কে এল রাহুল’কে (KL Rahul)। তাঁর অভিব্যক্তিতেও তখন খেলা করছে উত্তেজনা। প্রসিদ্ধ কৃষ্ণা, দেবদত্ত পাডিক্কালদের পাশে বসেছিলেন তিনি। ভাইরাল হয়েছে রাহুলের প্রতিক্রিয়া। তাঁর মুখের নড়াচড়া দেখে নেটিজেনদের একাংশের দাবী ,’ব৳%&#’ বলে চেঁচিয়ে উঠেছিলেন তিনি। আরেক অংশ মনে করছেন গালিগালাজ করেন নি রাহুল, বরং বলেছেন, “টপ শট।”

দেখুন রাহুলের প্রতিক্রিয়া-

জমজমাট উপসংহারের অপেক্ষায় গাব্বা টেস্ট-

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ৯ উইকেটের বিনিময়ে ২৫২। ৩১ বলে ২৭ করে অপরাজিত আকাশ দীপ (Akash Deep)। অন্য প্রান্তে রয়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর ঝুলিতে ২৭ বলে অপরাজিত ১০। দুই টেল-এন্ডারের দুরন্ত লড়াইকে কুর্নিশ জানিয়েছেন কে এল রাহুল (KL Rahul)। খেলার পরে সাক্ষাৎকার দেওয়ার সময় জানান, “আমি দ্বিতীয় বার ব্যাটিং-এর জন্য প্যাড পরা শুরু করে দিয়েছিলাম নবম উইকেটের পতনের পর। কিন্তু তারপর আকাশ দীপ আর (জসপ্রীত) বুমরাহ দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে। ওরা শেষের দিকে অসম্ভব ভালো খেলেছে।” আগামীকাল অর্থাৎ ম্যাচের পঞ্চম দিনে জয় ছিনিয়ে নিতে হলে ১১ উইকেট তুলতে হবে অস্ট্রেলিয়াকে। বৃষ্টির পূর্বাভাস, হ্যাজেলউডের ছিটকে যাওয়ার মত প্রতিকূলতা পেরিয়ে প্যাট কামিন্সরা আদৌ তা করে উঠতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ড্রয়ের স্বপ্ন দেখতে পারে ভারত।

Also Read: IND vs AUS 3rd Test: “টিউশন নিক কোহলি-রোহিত…” ফলো-অন বাঁচিয়ে নায়ক আকাশ দীপ, শুভেচ্ছায় ভাসালো নেটদুনিয়া !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *